Ajker Patrika

চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ারটেকের অবৈধ ৬০ গাড়ি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১২: ৩৮
চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ারটেকের অবৈধ ৬০ গাড়ি

চট্টগ্রাম বন্দরে বছরের পর বছর ধরে টার্মিনাল অপারেটরের দায়িত্বে আছে সাইফ পাওয়ারটেক কোম্পানি। এ সুযোগে তারা বন্দরের ভেতরে টার্মিনালে নিবন্ধনবিহীন বিভিন্ন যানবাহন দিনের পর দিন অবৈধভাবে পরিচালনা করে আসছিল। তবে এত দিন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠজনের এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেউ কোনো কথা বলার সাহস করেননি। 

এখন প্রেক্ষাপট বদলেছে। বন্দরের ভেতর নিবন্ধনবিহীন অবৈধ গাড়ি চলাচল বন্ধ করতে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে অভিযান শুরু করেছে। এতেই কোম্পানিটির বিরুদ্ধে অন্তত ৬০টি অবৈধ যানবাহন ব্যবহারের অভিযোগ উঠে এসেছে। এ সময় সাইফ পাওয়ারটেকের মালিকানাধীন রেজিস্ট্রেশন নেই এমন ১০টি ট্রেইলারের প্রতিটিকে ৩০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুততম সময়ের মধ্যে সবগুলো গাড়ি নিবন্ধনের আওতায় আনার জন্য নির্দেশনা দেওয়া হয়। 

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান অপুর নেতৃত্বে বন্দর এলাকায় পরিচালিত এই অভিযানে অন্যদের মধ্যে ছিলেন বিআরটিএর চট্টমেট্রো-১ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. আনোয়ার হোসেন, চট্টমেট্রো-২ সার্কেলের মোটরযান পরিদর্শক পলাশ খিশা, চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক আব্দুল মতিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত