নিজস্ব প্রতিবেদক
ঢাকা: মহামারির মধ্যে বিশ্বের অনেক দেশই বড় ঘাটতির বাজেট দিচ্ছে। বহু দেশের অর্থনীতির লন্ডভন্ড অবস্থা। সেই তুলনায় বাংলাদেশের অর্থনীতির অবস্থা অনেকখানি ভালো বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী বলেছেন, করোনার ভয়াবহ ছোবলে সারা বিশ্বের অর্থনীতি পাল্টে গেছে। বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা লন্ডভন্ড হয়ে গেছে। বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিতে যখন পরিস্থিতি এমন করুণ, সে অবস্থায়ও বাংলাদেশের অর্থনীতিতে অতটা খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়নি।
আজ মঙ্গলবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে বাজেটের ওপর সমাপনী বক্তৃতায় অর্থমন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশ করোনার কারণে ঘাটতি বাজেট প্রণয়নের পথ বেছে নিয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ এ বছর বাজেট ঘাটতি নির্ধারণ করেছে ৬ দশমিক ২ শতাংশ। অথচ সারা বিশ্বে অর্থনীতিতে ঘাটতি বাজেটের গড় হার ৪১ দশমিক ০৫ শতাংশ।
করোনার মোকাবিলা করে মানুষ আবার ঘুরে দাঁড়াবে—প্রত্যাশা ব্যক্ত করে অর্থমন্ত্রী বলেন, ‘মানবতার জয় হোক। আমরা যেতে চাই বহুদূর।’ তিনি বলেন, করোনার কারণে বিশ্বের অর্থনীতির চিত্র পাল্টে গেছে। বাংলাদেশের অর্থনীতির প্রশংসা করছে বিভিন্ন দেশ। এমনকি পাকিস্তানও বাংলাদেশের অর্থনীতির প্রশংসা করছে।
বাজেট আলোচনার মাধ্যমে জাতীয় সংসদের এই অধিবেশনে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাস হবে ৩০ জুন। ৩ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।
ঢাকা: মহামারির মধ্যে বিশ্বের অনেক দেশই বড় ঘাটতির বাজেট দিচ্ছে। বহু দেশের অর্থনীতির লন্ডভন্ড অবস্থা। সেই তুলনায় বাংলাদেশের অর্থনীতির অবস্থা অনেকখানি ভালো বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী বলেছেন, করোনার ভয়াবহ ছোবলে সারা বিশ্বের অর্থনীতি পাল্টে গেছে। বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা লন্ডভন্ড হয়ে গেছে। বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিতে যখন পরিস্থিতি এমন করুণ, সে অবস্থায়ও বাংলাদেশের অর্থনীতিতে অতটা খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়নি।
আজ মঙ্গলবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে বাজেটের ওপর সমাপনী বক্তৃতায় অর্থমন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশ করোনার কারণে ঘাটতি বাজেট প্রণয়নের পথ বেছে নিয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ এ বছর বাজেট ঘাটতি নির্ধারণ করেছে ৬ দশমিক ২ শতাংশ। অথচ সারা বিশ্বে অর্থনীতিতে ঘাটতি বাজেটের গড় হার ৪১ দশমিক ০৫ শতাংশ।
করোনার মোকাবিলা করে মানুষ আবার ঘুরে দাঁড়াবে—প্রত্যাশা ব্যক্ত করে অর্থমন্ত্রী বলেন, ‘মানবতার জয় হোক। আমরা যেতে চাই বহুদূর।’ তিনি বলেন, করোনার কারণে বিশ্বের অর্থনীতির চিত্র পাল্টে গেছে। বাংলাদেশের অর্থনীতির প্রশংসা করছে বিভিন্ন দেশ। এমনকি পাকিস্তানও বাংলাদেশের অর্থনীতির প্রশংসা করছে।
বাজেট আলোচনার মাধ্যমে জাতীয় সংসদের এই অধিবেশনে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাস হবে ৩০ জুন। ৩ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।
কর দিতে গিয়েও দিতে হয় ঘুষ—শিল্পমালিকদের এই বিস্ফোরক ক্ষোভ এখন আর কানে কানে বলা গুঞ্জন নয়, বরং অর্থনীতির কেন্দ্রবিন্দুতে প্রকাশ্য প্রতিবাদ। নিয়মিত করদাতারা পাচ্ছেন না ন্যায্য সম্মান, বরং তাঁদের ঘাড়ে চাপছে অতিরিক্ত বোঝা। উৎপাদনে ব্যবহৃত গ্যাস-বিদ্যুৎ নেই, অথচ কর চাই নিরবচ্ছিন্নভাবে। বিনিয়োগ থমকে...
৪ ঘণ্টা আগেআগামী এক বছরের মধ্যে একটি পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য অঞ্চল (এফটিজেড) স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এই পদক্ষেপের মাধ্যমে দেশকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র বা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করার লক্ষ্যে কাজ শুরু হচ্ছে।
৪ ঘণ্টা আগেরাজধানীর অলিগলিতে প্রতিদিনের চেনা দৃশ্য—রোদে ঝলসে গেলেও থামে না শ্রমিকের কাজ। কেউ ড্রেন খুঁড়ছেন, কেউ টানছেন ইট-বালু। কোটি কোটি টাকার ঠিকাদারি প্রকল্পে সড়ক আর ভবন গড়ে উঠলেও সেই সব নির্মাণের ভিত গাঁথা শ্রমিকদের মজুরি থাকে বড্ড কম। কাজের ভার আর দক্ষতার ভিত্তিতে নয়—তাঁদের ঘামের দাম ঠিক হয় মালিকের...
৪ ঘণ্টা আগেদেশে রপ্তানি ও প্রবাসী আয় বাড়লেও বিদেশি উন্নয়ন সহযোগীদের প্রকল্প ঋণের প্রতিশ্রুতি আশঙ্কাজনক হারে কমেছে। বিপরীতে পুরোনো ঋণ পরিশোধের চাপ বেড়েছে।
৪ ঘণ্টা আগে