অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও মেঘনা ব্যাংকের চেয়ারম্যান এইচ এন আশিকুর রহমানের জন্য পর্ষদ সভায় যোগ দেওয়ার নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ বিবেচনায় একমাত্র তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অনলাইনে অংশ নেওয়ার অনুমোদন পেয়েছেন। এর বাইরে অন্য সব পরিচালককে সশরীরে পর্ষদ সভায় উপস্থিত হতে হবে।
যেকোনো কারণেই হোক, কেউ যদি টানা তিনটি বৈঠকে অনুপস্থিত থাকেন, স্বয়ংক্রিয়ভাবে তাঁর পরিচালক পদ চলে যাবে। এরই মধ্যে এ কারণে বিভিন্ন ব্যাংকে অনেকেই পরিচালক পদ হারিয়েছেন বলে জানান সংশ্লিষ্টরা।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে, করোনাভাইরাসের প্রভাব শুরুর পর ২০২০ সাল থেকে অনলাইনে বৈঠক করার সুযোগ পাচ্ছিলেন পরিচালকেরা। পরিচালনা পর্ষদের বৈঠক ছাড়াও পর্ষদের নির্বাহী, অডিট ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সভা ভিডিও কনফারেন্স এবং হাইব্রিড পদ্ধতিতে করা যেত। হাইব্রিড পদ্ধতি হলো কিছু সদস্য সরাসরি এবং কিছু সদস্য ভিডিও কনফারেন্সে অংশ নেওয়াকে বোঝায়। সরকার পতনের পর গত ১৮ সেপ্টেম্বর এক নির্দেশনার মাধ্যমে কেউ অনলাইনে সভায় অংশগ্রহণ করতে পারবে না বলে জানানো হয়। এই নিয়ম করার পর গত সরকারের পতনের পর পলাতক পরিচালকদের অনেকেই পদ হারিয়েছেন।
জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বরের কেন্দ্রীয় ব্যাংকের এ-সংক্রান্ত সার্কুলার জারির পর এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিনসহ অনেকেই অনলাইন মিটিং করার সুযোগ চেয়েছিলেন। তবে বাংলাদেশ ব্যাংক তাতে সায় দেয়নি। যে কারণে এরই মধ্যে আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন পলাতক অবস্থায় পদত্যাগ করেছেন। মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলমসহ অনেকেই পদত্যাগ করেছেন। এর বাইরে বাংলাদেশ ব্যাংক ১১টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করে দিয়েছে। এসব উদ্যোগের মধ্যে গত সপ্তাহে এইচ এন আশিকুর রহমানকে বিশেষ বিবেচনায় অনলাইন বৈঠকে অংশ নেওয়ার অনুমোদন দেওয়া হয়। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এবং রংপুর থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর বয়স এখন ৮৩ বছর।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, আশিকুর রহমান তাঁর স্ত্রীর অসুস্থতার কারণে দেশের বাইরে আছেন। তাঁর চিকিৎসার সব ধরনের ডকুমেন্ট যাচাই করে সম্পূর্ণ মানবিক কারণে বিশেষ বিবেচনায় তাঁকে অনলাইন মিটিংয়ে অংশ নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। আর কেউ এ অনুমোদন পাননি।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও মেঘনা ব্যাংকের চেয়ারম্যান এইচ এন আশিকুর রহমানের জন্য পর্ষদ সভায় যোগ দেওয়ার নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ বিবেচনায় একমাত্র তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অনলাইনে অংশ নেওয়ার অনুমোদন পেয়েছেন। এর বাইরে অন্য সব পরিচালককে সশরীরে পর্ষদ সভায় উপস্থিত হতে হবে।
যেকোনো কারণেই হোক, কেউ যদি টানা তিনটি বৈঠকে অনুপস্থিত থাকেন, স্বয়ংক্রিয়ভাবে তাঁর পরিচালক পদ চলে যাবে। এরই মধ্যে এ কারণে বিভিন্ন ব্যাংকে অনেকেই পরিচালক পদ হারিয়েছেন বলে জানান সংশ্লিষ্টরা।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে, করোনাভাইরাসের প্রভাব শুরুর পর ২০২০ সাল থেকে অনলাইনে বৈঠক করার সুযোগ পাচ্ছিলেন পরিচালকেরা। পরিচালনা পর্ষদের বৈঠক ছাড়াও পর্ষদের নির্বাহী, অডিট ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সভা ভিডিও কনফারেন্স এবং হাইব্রিড পদ্ধতিতে করা যেত। হাইব্রিড পদ্ধতি হলো কিছু সদস্য সরাসরি এবং কিছু সদস্য ভিডিও কনফারেন্সে অংশ নেওয়াকে বোঝায়। সরকার পতনের পর গত ১৮ সেপ্টেম্বর এক নির্দেশনার মাধ্যমে কেউ অনলাইনে সভায় অংশগ্রহণ করতে পারবে না বলে জানানো হয়। এই নিয়ম করার পর গত সরকারের পতনের পর পলাতক পরিচালকদের অনেকেই পদ হারিয়েছেন।
জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বরের কেন্দ্রীয় ব্যাংকের এ-সংক্রান্ত সার্কুলার জারির পর এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিনসহ অনেকেই অনলাইন মিটিং করার সুযোগ চেয়েছিলেন। তবে বাংলাদেশ ব্যাংক তাতে সায় দেয়নি। যে কারণে এরই মধ্যে আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন পলাতক অবস্থায় পদত্যাগ করেছেন। মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলমসহ অনেকেই পদত্যাগ করেছেন। এর বাইরে বাংলাদেশ ব্যাংক ১১টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করে দিয়েছে। এসব উদ্যোগের মধ্যে গত সপ্তাহে এইচ এন আশিকুর রহমানকে বিশেষ বিবেচনায় অনলাইন বৈঠকে অংশ নেওয়ার অনুমোদন দেওয়া হয়। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এবং রংপুর থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর বয়স এখন ৮৩ বছর।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, আশিকুর রহমান তাঁর স্ত্রীর অসুস্থতার কারণে দেশের বাইরে আছেন। তাঁর চিকিৎসার সব ধরনের ডকুমেন্ট যাচাই করে সম্পূর্ণ মানবিক কারণে বিশেষ বিবেচনায় তাঁকে অনলাইন মিটিংয়ে অংশ নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। আর কেউ এ অনুমোদন পাননি।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে চতুর্থ ও পঞ্চম কিস্তির আওতায় মোট ১.৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড়ে সম্মতি দিয়েছে। আইএমএফ বোর্ডের অনুমোদন সাপেক্ষে এই অর্থ জুন মাসেই একসঙ্গে ছাড় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
১ ঘণ্টা আগেসংবাদ সম্মেলনে গভর্নর আশ্বস্ত করে বলেন, রপ্তানি আয় ও প্রবাসী আয়ের (রেমিট্যান্স) উচ্চ প্রবাহ থাকায় বাজারভিত্তিক মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় ডলারের দর উল্লেখযোগ্যভাবে বাড়বে না। এই পদক্ষেপের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি হবে।
২ ঘণ্টা আগেসিগারেটের বর্তমান কর চার স্তর কমিয়ে তিন স্তরে নামানো এবং প্রতি শলাকার দাম কমপক্ষে ৯ টাকা নির্ধারণের সুপারিশ করেছেন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। উন্নয়ন সমন্বয়ের আয়োজনে ‘বাংলাদেশে সিগারেটের করকাঠামো পরিবর্তনের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে তাঁরা বলেন, জনস্বাস্থ্য রক্ষায় সিগারেটের করকাঠামো ঢেলে সাজানো...
২ ঘণ্টা আগেদেশের বিভিন্ন কর অঞ্চল ও কাস্টমস হাউসে কলম বিরতি চলছে। রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে সরেজমিনে দেখা যায়, কর্মকর্তারা যথারীতি দপ্তরে এসেছেন। তবে কোনো দাপ্তরিক কাজ করছেন না তাঁরা। কেবল বাজেট প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট এনবিআরের কর, শুল্ক ও মূসক নীতি বিভাগের কর্মকর্তারা কার্যক্রম অব্যাহত রেখেছেন।
৫ ঘণ্টা আগে