Ajker Patrika

সিনথেটিক–ফ্যাব্রিকসের জুতা ও ব্যাগ রপ্তানিতে ২ শতাংশ প্রণোদনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

সিনথেটিক ও ফ্যাব্রিকসের মিশ্রণে তৈরি পাদুকা ও ব্যাগ রপ্তানিতে ২ শতাংশ হারে নগদ সহায়তার ঘোষণা করেছে সরকার। শুল্ক বন্ড বা ডিউটি-ড্র-ব্যাক সুবিধার আওতায় রপ্তানি করা এসব পণ্য চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রণোদনার আওতায় আসবে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি) থেকে গতকাল বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১ জুলাই ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত যেসব পণ্য জাহাজীকরণ হবে, সেগুলোর ক্ষেত্রে এই প্রণোদনা প্রযোজ্য হবে। এর বাইরে রপ্তানি করা পণ্যে প্রণোদনা মিলবে না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সিনথেটিক ও ফ্যাব্রিকসের সমন্বয়ে প্রস্তুত পাদুকা ও ব্যাগ রপ্তানির বিপরীতে বিদ্যমান অন্যান্য নীতিমালা ও শর্তাবলি অপরিবর্তিত থাকবে। অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে প্রণোদনা বিতরণের সময় প্রযোজ্য নির্দেশনা ও শর্তাবলি কঠোরভাবে অনুসরণ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ইতিমধ্যে সব ব্যাংকের প্রধান নির্বাহী ও প্রধান কার্যালয়ের কাছে পাঠানো হয়েছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত