Ajker Patrika

টিআইবির বিবৃতি: ব্যাংক একীভূত করা দায়মুক্তির শামিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টিআইবির বিবৃতি: ব্যাংক একীভূত করা দায়মুক্তির শামিল

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলেছে, দুর্বল ব্যাংকগুলো রক্ষার নামে কেন্দ্রীয় ব্যাংক স্বেচ্ছাচারীভাবে তুলনামূলক ভালো ব্যাংকগুলোর ওপর একীভূত হওয়ার বোঝা চাপিয়ে দিচ্ছে। সংবেদনশীল ও জটিল এই কাজটি আন্তর্জাতিকভাবে মানদণ্ড ও রীতিনীতি এমনকি কেন্দ্রীয় ব্যাংকের নিজের নীতিমালা না মেনে তড়িঘড়ি করা হচ্ছে। এই প্রক্রিয়া অন্যায়কে সুরক্ষা দেওয়ার শামিল।

গতকাল মঙ্গলবার দেওয়া এ বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, পুরো প্রক্রিয়াটি প্রথম থেকেই স্বেচ্ছাচারিতার মাধ্যমে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

ইফতেখারুজ্জামান আরও বলেন, একীভূতকরণের নামে একদিকে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ও জালিয়াতির জন্য যারা দায়ী, তাদের যেমন সুরক্ষা দিয়ে খেলাপি ঋণের সংস্কৃতিকে গভীরতর করা হচ্ছে, অন্যদিকে সবল ব্যাংকগুলোর সাফল্যের পরিণামে খারাপ ব্যাংক হজম করিয়ে দেওয়ার জোর প্রচেষ্টা চলছে।

একীভূতকরণ নীতিমালায় দুর্বল ব্যাংকের পরিচালকদের পাঁচ বছর পর পুনরায় একীভূত হওয়া ব্যাংকের পর্ষদে ফেরত আসা ও ব্যবস্থাপনায় জড়িত শীর্ষ কর্মকর্তাদের পুনর্নিয়োগের সুযোগ রাখার বিধানের সমালোচনা করেন টিআইবির নির্বাহী পরিচালক।

তবে বাংলাদেশ ব্যাংক বলেছে, ব্যাংকগুলো একীভূত হলেও সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক আমানতকারীদের অর্থ সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত থাকবে। কেন্দ্রীয় ব্যাংক গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আশ্বাস দিয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংকগুলোর স্পনসর পরিচালক, বর্তমান পরিচালনা পর্ষদ ও সাধারণ শেয়ারহোল্ডারদের সম্মতিতে একীভূতকরণের প্রক্রিয়া সম্পন্ন হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দুই ব্যাংকের হিসাবধারীরা আগের মতো নিজ নিজ হিসাব চালিয়ে যেতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত