জয়নাল আবেদীন খান, ঢাকা
ডলার-সংকট সামলাতে দর বাজারের ওপর ছেড়ে না দিয়ে ক্রলিং পেগ নামক নতুন ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু নতুন ব্যবস্থায় চাপ না কমে উল্টো ডলার বাজার আগের চেয়ে অস্থির হয়ে পড়েছে। এমনকি ৮ মে ডলারের দাম এক দিনে ৭ টাকা বাড়িয়ে ১১৭ টাকা করা হলেও সেই দলের ডলার মিলছে না। এমনকি বিভিন্ন ব্যাংকের নির্বাহীদের যুক্তরাষ্ট্রে গমনের ক্ষেত্রে প্রতি ডলারের রেট ১২৩ টাকা ধরা হয়েছে। আর খোলাবাজারের জন্য কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশিত ১ টাকার মার্জিন লোকদেখানো রেটে পরিণত হয়েছে। কেননা, খোলাবাজারে প্রতি ডলার ১২৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে জানা গেছে।
রাজধানীর বিভিন্ন ব্যাংকের শাখায় ডলারের খোঁজ নিয়ে জানা গেছে, ক্রলিং পেগের মাধ্যমে প্রতি ডলার ১১৭ টাকার রেট মানছে না অধিকাংশ ব্যাংক। ব্যাংকগুলো সাধারণ গ্রাহকদের কাছে নির্ধারিত দরে ডলার বিক্রি করতে চাইছে না। আবার কিছু গ্রাহকের কাছে ১২২ থেকে ১২৩ টাকা পর্যন্ত দরে ডলার বিক্রি করছে।
আরিফুজ্জামান নামের এক গ্রাহক বলেন, ‘বেলা ১১টায় সোনালী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ শাখায় ৩০০ ডলার কেনার জন্য যাই। কিন্তু নির্ধারিত ১১৮ টাকা দরে ডলার পাননি। পরে অন্য একটি বেসরকারি ব্যাংকের এক আত্মীয়ের পরিচয় দিয়ে ব্যাংকটির একজন কর্মকর্তার কাছ থেকে ১২৩ টাকা দরে ডলার কিনতে সক্ষম হই।’
রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের কাগজপত্র বিশ্লেষণে দেখা গেছে, গতকাল বুধবার প্রতি ডলার ১১৭ টাকায় কিনে ১১৮ টাকায় বিক্রি করা হয়েছে। আর টিটি রেট ছিল ১১৬ টাকা ৯০ পয়সা। রপ্তানি বিল ছিল ১১৬ টাকা ৭৮ পয়সা। তিন মাসের জন্য ডিএ বিলের ১২২ টাকা ৩৩ পয়সা।
অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর বলেন, খোলাবাজারে ডলারের সাময়িক ঘাটতি মেটাতে ব্যাংকগুলোতে ডলার সরবরাহ বাড়াতে হবে কেন্দ্রীয় ব্যাংককে। সরবরাহ বাড়লে রেট কমবে।’
বাংলাদেশ ব্যাংক ৮ মে ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়ার নামে ক্রলিং পদ্ধতি চালু করে। আবার প্রতি ডলারের দাম ক্রলিং পেগ মিড-রেট ১১৭ টাকা ঘোষণা করে। ওই দিন ঘোষণার পরেই ডলার ১৩১ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা যায়।
অগ্রণী ব্যাংক গতকাল প্রতি ডলার ১১৭ টাকা ৯০ পয়সা ক্রয়-বিক্রয় করেছে বলে ব্যাংকটির ওয়েবসাইটে উল্লেখ করা হয়। কিন্তু ব্যাংকটি থেকে ডলার ক্রয় করতে পারেননি সজীব নামের একজন গ্রাহক। তাঁর কাছ থেকে কমিশন এবং চার্জ মিলে প্রতি ডলারের জন্য ১২৪ টাকার কথা জানান সংশ্লিষ্ট একজন ব্যাংক কর্মকর্তা।
মোহাম্মদ কামরুজ্জামান নামে এক আমদানিকারক বলেন, ‘ডলার-সংকটে তাঁর নির্ধারিত ব্যাংক আমদানি বিল পরিশোধ করতে পারছে না। কয়েক দিন ঘুরে নির্ধারিত ব্যাংকে ১২৪ টাকা দরে ডলার কিনে এলসি বিল পরিশোধ করেছি।’
একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ডলারের রেট আসলে ১১৭ টাকায় কেনা বা বেচা সম্ভব নয়। কারণ, এটা বিদেশি মুদ্রা। চাইলে জোর করে দাম আটকে রাখা যায় না। এ জন্য আলোচনা সাপেক্ষে ব্যবসায় ও সাধারণ গ্রাহকদের ডলার লেনদেন করা হয়। বাস্তব দর এখনো ১২৩-২৪ টাকার নিচে নয়।’
রাজধানীর মতিঝিল, দিশকুশা, পল্টন, শান্তিনগর, পান্থপথ এলাকা ঘুরে দেখা গেছে, গতকাল খোলাবাজারে নোটিশ বোর্ডে প্রতি ডলারের ক্রয় মূল্য ছিল ১১৭ টাকা ৮০ পয়সা এবং বিক্রয় মূল্য ছিল ১১৮ টাকা ৮০ পয়সা। তবে এই দামে ডলার লেনদেন করতে দেখা যায়নি।
শিখা বিনতে তাহিতি নামে একজন বেসরকারি কর্মজীবী বিদেশে যাওয়ার জন্য ডলার কেনার জন্য মতিঝিল ও দিলকুশা ঘোরেন। তিনি বলেন, ‘ডলারের জন্য দোকানে খাটানো রেট নিতান্ত লোকদেখানো। এই দরে ডলার বেচা ও কেনা কোনোটাই হয় না। অনেক ঘোরাঘুরি শেষে ১২৪ টাকা দরে ২০০ ডলার এবং অপর একটি দোকান থেকে ১২৫ টাকা ৫০ পয়সা দরে ৩০০ ডলার কিনেছি। আর ব্যাংক তো আমজনতাকে ডলার দেবে না বলে জানিয়ে দিয়েছে। এ রকম খেয়াল-খুশিতে ডলার লেনদেন যেন দেখার কেউ নেই।’
মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব গৌতম দে আজকের পত্রিকাকে বলেন, ‘ডলার এখনো বাজারভিত্তিক হয়নি। আর ক্রলিং পেগ তো বাজারকে উসকে দিয়েছে। এই পদ্ধতি চালুর দিনে (৮ মে) ডলারের দর অনেক ওপরে ওঠে। বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রির জন্য কোনো চিঠি দেয়নি। একটা মৌখিক ঘোষণা দিয়েছে। ব্যাংকের চেয়ে বেশি দরে খোলাবাজারে ডলার বিক্রি করা যাবে। যদিও ব্যাংকের সঙ্গে আমাদের ডলার লেনদেনের সম্পর্ক নেই। ক্যাশ ডলার কিনি আর ক্যাশ ডলার বিক্রি করি। আর ১১৭ কিংবা ১১৮ টাকা দরে খোলাবাজারে ডলার কেনাবেচা কোনোটাই হয় না। এর বাহিরে ডলার লেনদেন হয়। মূলত কেন্দ্রীয় ব্যাংকের ঘোষিত ডলার রেটের সঙ্গে প্রণোদনার হার যোগ করে রেট ঠিক করা উচিত।
ডলার-সংকট সামলাতে দর বাজারের ওপর ছেড়ে না দিয়ে ক্রলিং পেগ নামক নতুন ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু নতুন ব্যবস্থায় চাপ না কমে উল্টো ডলার বাজার আগের চেয়ে অস্থির হয়ে পড়েছে। এমনকি ৮ মে ডলারের দাম এক দিনে ৭ টাকা বাড়িয়ে ১১৭ টাকা করা হলেও সেই দলের ডলার মিলছে না। এমনকি বিভিন্ন ব্যাংকের নির্বাহীদের যুক্তরাষ্ট্রে গমনের ক্ষেত্রে প্রতি ডলারের রেট ১২৩ টাকা ধরা হয়েছে। আর খোলাবাজারের জন্য কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশিত ১ টাকার মার্জিন লোকদেখানো রেটে পরিণত হয়েছে। কেননা, খোলাবাজারে প্রতি ডলার ১২৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে জানা গেছে।
রাজধানীর বিভিন্ন ব্যাংকের শাখায় ডলারের খোঁজ নিয়ে জানা গেছে, ক্রলিং পেগের মাধ্যমে প্রতি ডলার ১১৭ টাকার রেট মানছে না অধিকাংশ ব্যাংক। ব্যাংকগুলো সাধারণ গ্রাহকদের কাছে নির্ধারিত দরে ডলার বিক্রি করতে চাইছে না। আবার কিছু গ্রাহকের কাছে ১২২ থেকে ১২৩ টাকা পর্যন্ত দরে ডলার বিক্রি করছে।
আরিফুজ্জামান নামের এক গ্রাহক বলেন, ‘বেলা ১১টায় সোনালী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ শাখায় ৩০০ ডলার কেনার জন্য যাই। কিন্তু নির্ধারিত ১১৮ টাকা দরে ডলার পাননি। পরে অন্য একটি বেসরকারি ব্যাংকের এক আত্মীয়ের পরিচয় দিয়ে ব্যাংকটির একজন কর্মকর্তার কাছ থেকে ১২৩ টাকা দরে ডলার কিনতে সক্ষম হই।’
রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের কাগজপত্র বিশ্লেষণে দেখা গেছে, গতকাল বুধবার প্রতি ডলার ১১৭ টাকায় কিনে ১১৮ টাকায় বিক্রি করা হয়েছে। আর টিটি রেট ছিল ১১৬ টাকা ৯০ পয়সা। রপ্তানি বিল ছিল ১১৬ টাকা ৭৮ পয়সা। তিন মাসের জন্য ডিএ বিলের ১২২ টাকা ৩৩ পয়সা।
অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর বলেন, খোলাবাজারে ডলারের সাময়িক ঘাটতি মেটাতে ব্যাংকগুলোতে ডলার সরবরাহ বাড়াতে হবে কেন্দ্রীয় ব্যাংককে। সরবরাহ বাড়লে রেট কমবে।’
বাংলাদেশ ব্যাংক ৮ মে ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়ার নামে ক্রলিং পদ্ধতি চালু করে। আবার প্রতি ডলারের দাম ক্রলিং পেগ মিড-রেট ১১৭ টাকা ঘোষণা করে। ওই দিন ঘোষণার পরেই ডলার ১৩১ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা যায়।
অগ্রণী ব্যাংক গতকাল প্রতি ডলার ১১৭ টাকা ৯০ পয়সা ক্রয়-বিক্রয় করেছে বলে ব্যাংকটির ওয়েবসাইটে উল্লেখ করা হয়। কিন্তু ব্যাংকটি থেকে ডলার ক্রয় করতে পারেননি সজীব নামের একজন গ্রাহক। তাঁর কাছ থেকে কমিশন এবং চার্জ মিলে প্রতি ডলারের জন্য ১২৪ টাকার কথা জানান সংশ্লিষ্ট একজন ব্যাংক কর্মকর্তা।
মোহাম্মদ কামরুজ্জামান নামে এক আমদানিকারক বলেন, ‘ডলার-সংকটে তাঁর নির্ধারিত ব্যাংক আমদানি বিল পরিশোধ করতে পারছে না। কয়েক দিন ঘুরে নির্ধারিত ব্যাংকে ১২৪ টাকা দরে ডলার কিনে এলসি বিল পরিশোধ করেছি।’
একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ডলারের রেট আসলে ১১৭ টাকায় কেনা বা বেচা সম্ভব নয়। কারণ, এটা বিদেশি মুদ্রা। চাইলে জোর করে দাম আটকে রাখা যায় না। এ জন্য আলোচনা সাপেক্ষে ব্যবসায় ও সাধারণ গ্রাহকদের ডলার লেনদেন করা হয়। বাস্তব দর এখনো ১২৩-২৪ টাকার নিচে নয়।’
রাজধানীর মতিঝিল, দিশকুশা, পল্টন, শান্তিনগর, পান্থপথ এলাকা ঘুরে দেখা গেছে, গতকাল খোলাবাজারে নোটিশ বোর্ডে প্রতি ডলারের ক্রয় মূল্য ছিল ১১৭ টাকা ৮০ পয়সা এবং বিক্রয় মূল্য ছিল ১১৮ টাকা ৮০ পয়সা। তবে এই দামে ডলার লেনদেন করতে দেখা যায়নি।
শিখা বিনতে তাহিতি নামে একজন বেসরকারি কর্মজীবী বিদেশে যাওয়ার জন্য ডলার কেনার জন্য মতিঝিল ও দিলকুশা ঘোরেন। তিনি বলেন, ‘ডলারের জন্য দোকানে খাটানো রেট নিতান্ত লোকদেখানো। এই দরে ডলার বেচা ও কেনা কোনোটাই হয় না। অনেক ঘোরাঘুরি শেষে ১২৪ টাকা দরে ২০০ ডলার এবং অপর একটি দোকান থেকে ১২৫ টাকা ৫০ পয়সা দরে ৩০০ ডলার কিনেছি। আর ব্যাংক তো আমজনতাকে ডলার দেবে না বলে জানিয়ে দিয়েছে। এ রকম খেয়াল-খুশিতে ডলার লেনদেন যেন দেখার কেউ নেই।’
মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব গৌতম দে আজকের পত্রিকাকে বলেন, ‘ডলার এখনো বাজারভিত্তিক হয়নি। আর ক্রলিং পেগ তো বাজারকে উসকে দিয়েছে। এই পদ্ধতি চালুর দিনে (৮ মে) ডলারের দর অনেক ওপরে ওঠে। বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রির জন্য কোনো চিঠি দেয়নি। একটা মৌখিক ঘোষণা দিয়েছে। ব্যাংকের চেয়ে বেশি দরে খোলাবাজারে ডলার বিক্রি করা যাবে। যদিও ব্যাংকের সঙ্গে আমাদের ডলার লেনদেনের সম্পর্ক নেই। ক্যাশ ডলার কিনি আর ক্যাশ ডলার বিক্রি করি। আর ১১৭ কিংবা ১১৮ টাকা দরে খোলাবাজারে ডলার কেনাবেচা কোনোটাই হয় না। এর বাহিরে ডলার লেনদেন হয়। মূলত কেন্দ্রীয় ব্যাংকের ঘোষিত ডলার রেটের সঙ্গে প্রণোদনার হার যোগ করে রেট ঠিক করা উচিত।
নিষেধাজ্ঞা শেষে গত ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ইলিশ ধরার মৌসুম, যা চলবে আগস্টের শেষ পর্যন্ত। কিন্তু অবাক করার মতো বিষয় হলো—ভরা মৌসুমেও সাগর-নদী থেকে জেলেরা প্রত্যাশিত ইলিশ পাচ্ছেন না। প্রতিবছর এই সময় দ্বীপ উপজেলা হাতিয়ার জেলেরা রুপালি ইলিশ শিকারে ব্যস্ত সময়...
৭ ঘণ্টা আগেটেকসই কৃষি উন্নয়নের অংশ হিসেবে রংপুর অঞ্চলে ‘আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে টেকসই কৃষি উন্নয়ন’ প্রকল্প হাতে নিয়েছে সরকার। পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪২ কোটি ৯৯ লাখ ৫৬ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে রংপুর বিভাগের ৫ জেলার গ্রামীণ দারিদ্র্য কমবে, টেকসই কৃষি...
৯ ঘণ্টা আগেব্র্যাক ব্যাংকের স্মার্ট ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’ সম্প্রতি ১০ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন করেছে। একই সঙ্গে, ২০২৫ সালের জুলাই মাসে এই অ্যাপের মাধ্যমে ২০ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে, যা বাংলাদেশের ব্যাংকিং খাতে মাসিক অ্যাপ-ভিত্তিক লেনদেনের একটি নতুন রেকর্ড।
৯ ঘণ্টা আগেআমাদের দেশে ড্রাইভিংয়ের অভিজ্ঞতা অন্যান্য দেশের চেয়ে ভিন্ন। এখানকার রাস্তা, আবহাওয়া আর ট্রাফিকের ধরন গাড়ির ইঞ্জিনের ওপর বেশ লোড বাড়িয়ে দেয়। এ বিষয়গুলো মাথায় রেখে এমজেএল বাংলাদেশ পিএলসি বাজারে নিয়ে এসেছে Mobil Super™ All-In-One Protection 0 W-16।
১২ ঘণ্টা আগে