Ajker Patrika

আগস্টে ১৮১ কোটি ডলার রেমিট্যান্স এসেছে দেশে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগস্টে ১৮১ কোটি ডলার রেমিট্যান্স এসেছে দেশে

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা গত আগস্ট মাসে ১৮১ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এটি গত বছরের একই সময়ের চেয়ে ১৫ কোটি ডলার কম। গত বছরের আগস্ট মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১৯৬ কোটি ডলার। আজ বুধবার কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

বাংলাদেশ ব্যাংক জানায়, করোনা মহামারির মধ্যেও রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক রয়েছে। করোনা পরিস্থিতির কারণে গত ১ আগস্ট ব্যাংক বন্ধ থাকায় ২ আগস্ট থেকে রেমিট্যান্সের হিসাব করা হয়েছে। সরকারের নগদ প্রণোদনা ও করোনায় বিদেশ ভ্রমণ নিয়ন্ত্রণের কারণে অপ্রাতিষ্ঠানিক খাত থেকে বৈধ চ্যানেলে রেমিট্যান্স বেশি এসেছে। 

প্রসঙ্গত, প্রবাসীদের বৈধপথে ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে গত ২০১৯ সালের ১ জুলাই থেকে প্রেরিত রেমিট্যান্সের ওপর ২ শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার। 

আগস্ট মাসে দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এরপর রয়েছে যথাক্রমে ডাচ–বাংলা ব্যাংক, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক ও পূবালী ব্যাংক। এই রেমিট্যান্সর বেশির ভাগই এসেছে ১০টি দেশ থেকে। দেশগুলো হলো—সৌদি আরব, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), মালয়েশিয়া, যুক্তরাজ্য, কুয়েত, ওমান, কাতার, ইতালি ও সিঙ্গাপুর। 

অবশ্য চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম মাস জুলাই থেকেই রেমিট্যান্সপ্রবাহ কিছুটা কমেছে। জুলাই মাসে ১৮৭ কোটি ১৪ লাখ ৯০ হাজার (১ দশমিক ৮৭ বিলিয়ন) ডলার রেমিট্যান্স আসে দেশে, যা তার আগের মাসে চেয়ে ৬ কোটি ৯৩ লাখ ডলার কম এবং ২০২০ সালের জুলাইয়ের তুলনায় ২৭ দশমিক ৯৭ শতাংশ কম। 

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত জুলাই ও আগস্ট—এই দুই মাসে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৩৬৮ কোটি ২০ লাখ ডলার। আগের বছরের একই সময়ে প্রবাসীরা ৪৫৬ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন। 

অর্থবছরের হিসাবে ২০২০-২১ অর্থবছরে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছিল দেশে। ওই অর্থবছরে মোট ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার রেমিট্যান্স দেশে আসে, যা আগের অর্থবছরের চেয়ে ৩৬ দশমিক ১০ শতাংশ বেশি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত