Ajker Patrika

এসপিসি ওয়ার্ল্ডের সিইও আল-আমিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এসপিসি ওয়ার্ল্ডের সিইও আল-আমিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর

রাজধানীর কলাবাগান থানায় মানি লন্ডারিং আইনের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আল-আমিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এই রিমান্ড মঞ্জুর করেন।

আজ দুপুরের দিকে আল–আমিনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আল–আমিনের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আসামি পক্ষ জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করেন। 

গত সোমবার আল–আমিন ও তার স্ত্রী শারমিন আক্তারকে কারাগারে পাঠানো হয়। এর আগে গত রোববার রাতে রাজধানীর রমনা এলাকা থেকে আল-আমিন ও শারমিনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া ২৬ আগস্ট কলাবাগান থানায় তাঁদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেন সিআইডির এসআই নাফিজুর রহমান। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড নামের ই-কমার্স ব্যবসার আড়ালে আসামিরা অনুমোদনহীন মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসা পরিচালনা করেন। তাঁরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে কৌশলে নানা প্রলোভন দেখিয়ে টাকা নেন। এ ছাড়া তাঁরা কোম্পানির হিসাব থেকে এক কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করে মানি লন্ডারিং করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত