ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আসছে আরেকা সুপারি বীজের চালান। সৌদি আরবেও এই বীজের একটি চালান পাঠিয়েছে দেশটি। তবে চালানের পরিমাণ জানা যায়নি।
ইন্দোনেশিয়ার বার্তা সংস্থা অন্তরা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বাণিজ্যমন্ত্রী জুলকিফলি হাসান আজ শনিবার জাম্বি প্রদেশ থেকে সৌদি আরব ও বাংলাদেশে আরেকা সুপারির চালান পাঠানো হয়েছে। এই বীজের স্থানীয় নাম পিনাং।
মন্ত্রী বলেন, মুয়ারো জাম্বির কুম্পেহ থেকে আরেকা সুপারি রপ্তানি করা হয়। এই এলাকাটি জাম্বির বৃহত্তম সুপারি উৎপাদন কেন্দ্রগুলোর একটি। আমি নিশ্চিত করতে চাই যে, এখানকার এই প্রধান পণ্যটি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে পারে।
মন্ত্রী উল্লেখ করেন, ইন্দোনেশিয়া বিশ্বব্যাপী শীর্ষ আরেকা সুপারি রপ্তানিকারক। বিশ্বের ৩৫ শতাংশ আরেকা সুপারি সরবরাহ করে ইন্দোনেশিয়া।
পিনাং রপ্তানির চালান পাঠাতে পারার মাধ্যমে ইন্দোনেশিয়ার এই পণ্যের রপ্তানি বাজার সম্প্রসারণের পথ খুলে যাবে। জাতীয় ও আঞ্চলিক অর্থনীতিতে এই রপ্তানি বাণিজ্য অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে।
মন্ত্রী হাসান আরও বলেন, রপ্তানি গন্তব্য দেশগুলো এখন এই সুপারি উৎপাদন করতে শুরু করেছে। এ কারণে এখন দাম কমেছে।
তিনি বলেন, ‘আমরা দাম বাড়ানোর জন্য লড়াই করেছি। এমনকি আমি ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেছি। আমি পাঁচবার ভারতে গিয়েছি। ভারত সবচেয়ে বড় বাজার, আমাদের দাম তাদের ওপর নির্ভর করে। চ্যালেঞ্জ হলো, এই সুপারি ভারতের ভেতরেই উৎপাদিত হচ্ছে।’ তবে তিনি আশ্বস্ত করেন, এর জন্য তাঁর মন্ত্রণালয় বাণিজ্য কূটনীতি চালিয়ে যাবে।
সেই সঙ্গে চকলেট, কফি, গোলমরিচ, লবঙ্গ, আরেকা সুপারি, দারুচিনির মতো পণ্যের উৎপাদন বৃদ্ধিতে জোর দেওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, আরেকা সুপারি মূলত পাম জাতীয় উদ্ভিদ। এ ধরনের উদ্ভিদ সাধারণ গৃহসজ্জা ও সৌন্দর্যবর্ধনে রোপণ করা হয়ে থাকে।
ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আসছে আরেকা সুপারি বীজের চালান। সৌদি আরবেও এই বীজের একটি চালান পাঠিয়েছে দেশটি। তবে চালানের পরিমাণ জানা যায়নি।
ইন্দোনেশিয়ার বার্তা সংস্থা অন্তরা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বাণিজ্যমন্ত্রী জুলকিফলি হাসান আজ শনিবার জাম্বি প্রদেশ থেকে সৌদি আরব ও বাংলাদেশে আরেকা সুপারির চালান পাঠানো হয়েছে। এই বীজের স্থানীয় নাম পিনাং।
মন্ত্রী বলেন, মুয়ারো জাম্বির কুম্পেহ থেকে আরেকা সুপারি রপ্তানি করা হয়। এই এলাকাটি জাম্বির বৃহত্তম সুপারি উৎপাদন কেন্দ্রগুলোর একটি। আমি নিশ্চিত করতে চাই যে, এখানকার এই প্রধান পণ্যটি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে পারে।
মন্ত্রী উল্লেখ করেন, ইন্দোনেশিয়া বিশ্বব্যাপী শীর্ষ আরেকা সুপারি রপ্তানিকারক। বিশ্বের ৩৫ শতাংশ আরেকা সুপারি সরবরাহ করে ইন্দোনেশিয়া।
পিনাং রপ্তানির চালান পাঠাতে পারার মাধ্যমে ইন্দোনেশিয়ার এই পণ্যের রপ্তানি বাজার সম্প্রসারণের পথ খুলে যাবে। জাতীয় ও আঞ্চলিক অর্থনীতিতে এই রপ্তানি বাণিজ্য অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে।
মন্ত্রী হাসান আরও বলেন, রপ্তানি গন্তব্য দেশগুলো এখন এই সুপারি উৎপাদন করতে শুরু করেছে। এ কারণে এখন দাম কমেছে।
তিনি বলেন, ‘আমরা দাম বাড়ানোর জন্য লড়াই করেছি। এমনকি আমি ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেছি। আমি পাঁচবার ভারতে গিয়েছি। ভারত সবচেয়ে বড় বাজার, আমাদের দাম তাদের ওপর নির্ভর করে। চ্যালেঞ্জ হলো, এই সুপারি ভারতের ভেতরেই উৎপাদিত হচ্ছে।’ তবে তিনি আশ্বস্ত করেন, এর জন্য তাঁর মন্ত্রণালয় বাণিজ্য কূটনীতি চালিয়ে যাবে।
সেই সঙ্গে চকলেট, কফি, গোলমরিচ, লবঙ্গ, আরেকা সুপারি, দারুচিনির মতো পণ্যের উৎপাদন বৃদ্ধিতে জোর দেওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, আরেকা সুপারি মূলত পাম জাতীয় উদ্ভিদ। এ ধরনের উদ্ভিদ সাধারণ গৃহসজ্জা ও সৌন্দর্যবর্ধনে রোপণ করা হয়ে থাকে।
দেশের শিল্পকারখানায় চরম গ্যাস-সংকট দেখা দিয়েছে। গ্যাস না থাকায় অনেক স্থানে উৎপাদন বন্ধ রয়েছে। আবার কোথাও কোথাও উৎপাদন নেমে এসেছে তিন ভাগের এক ভাগে। শুধু শিল্প নয়, বাসাবাড়ি ও সিএনজি স্টেশনেও চলছে গ্যাসের জন্য হাহাকার। গ্রীষ্মে লোডশেডিং কমাতে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ বাড়ানোয় এই সংকট তৈরি হয়েছে বলে
১৬ ঘণ্টা আগেহংকংয়ের একটি বিউটি সেলুনের মালিক ক্রিস্টাল এনজি এইচএসবিসি ও ডাহ সিং ব্যাংকে অ্যাকাউন্ট খোলার আবেদন করলে তা প্রত্যাখ্যাত হয়। তিনি জানান, ২০২৩ সালের শেষদিকে যখন তিনি নতুন অফিসে স্থানান্তর করেন, তখন ব্যাংকগুলোর একটির মাধ্যমে জানতে পারেন, তার নতুন ঠিকানাটি যুক্তরাষ্ট্রের এনটিটি তালিকাভুক্ত। ওই ঠিকানার..
১ দিন আগেআদানি গ্রুপ আগে বলেছিল, প্রকল্পটি মূল্যায়ন করা হচ্ছে, কিন্তু এখন ভারতীয় এই সংস্থার অভ্যন্তরীণ মূল্যায়নে দেখা গেছে, এই ব্যবসা থেকে কতটা চাহিদা তৈরি হবে, বিশেষ করে ভারতের বাজারে, সে সম্পর্কে এখনো অনিশ্চয়তা রয়েছে। এরপরই টাওয়ারের সঙ্গে আলোচনা স্থগিত করা হয়েছে বলে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।
১ দিন আগেতিন বছরের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের অর্থনীতি সংকুচিত হওয়ার খবর প্রকাশের পর বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের ধস নেমেছে। সৌদি আরবের সরবরাহ বৃদ্ধির ইঙ্গিতও এই দরপতনে প্রভাব ফেলেছে বলে বিশ্লেষকদের ধারণা।
২ দিন আগে