Ajker Patrika

গত ৪ মাসে দেড় লাখ কর্মী বিদেশে গেছেন: প্রবাসী কল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২১: ৪৮
গত ৪ মাসে দেড় লাখ কর্মী বিদেশে গেছেন: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বর্তমানে বিদেশে কর্মী যাওয়ার হার বেড়েছে। গত জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত বাংলাদেশ থেকে দেড় লাখেরও বেশি কর্মী কর্মসংস্থানের উদ্দেশ্যে বিভিন্ন দেশে গেছেন। বর্তমানে রেমিট্যান্স প্রবাহ কিছুটা কম থাকলেও শিগগিরই এটা ঊর্ধ্বমুখী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

আজ বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে কেবিনেট কমিটি কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৪তম বৈঠকে তিনি এসব বলেন।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, বর্তমানে বৈদেশিক কর্মসংস্থানের হার কোভিড-পূর্ববর্তী অবস্থায় ফিরে এসেছে। এ প্রবাহ চলমান থাকলে বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসতে থাকায় বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র আসছে। 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, মৃণাল কান্তি দাস, পংকজ নাথ, সাদেক খান এবং মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। 

বৈঠকের পর প্রবাসী কল্যাণমন্ত্রী মন্ত্রণালয়ের ২০২০-২১ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন কমিটির সভাপতি ও সদস্যদের হাতে তুলে দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত