নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের দুধ ও মাংস শিল্পে সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মারস অ্যাসোসিয়েশন (ডিএফএফএ)। সংস্থাটির নবনির্বাচিত সভাপতি মো. ইকবাল হোসেন বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেও খামারিরা উপেক্ষিত এবং নানা সংকটের মুখোমুখি হচ্ছে।
আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা এ আশঙ্কা প্রকাশ করেন।
মো. ইকবাল হোসেন বলেন, ‘দেশের তরল দুধ ও মাংসের চাহিদা মেটানো এবং কর্মসংস্থান সৃষ্টিতে খামারিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তবে বাণিজ্যিক খামার পরিচালনায় বিদ্যুৎ ও পানির অতিরিক্ত ব্যয়, সরকারের ন্যায্য ভর্তুকির অভাব এবং বিদেশি ভর্তুকি পাওয়া পণ্যের সঙ্গে অসম প্রতিযোগিতা আমাদের বড় সমস্যা।’
তিনি উল্লেখ করেন, ইউরোপীয় ও ভারতীয় খামারিরা যেখানে ৫০ থেকে ৯১ শতাংশ পর্যন্ত ভর্তুকি পান, সেখানে বাংলাদেশের খামারিরা সম্পূর্ণ নিজের খরচে দুধ ও মাংস উৎপাদন করছে
সংবাদ সম্মেলনে উল্লেখিত সমস্যাগুলোর মধ্যে আরও ছিল বিদ্যুৎ ও পানির বিল কৃষির আওতায় আনার প্রস্তাব, খামারিদের জন্য শুল্কমুক্ত গোখাদ্য আমদানির ব্যবস্থা এবং উন্নত বুল সিমেনের আমদানি করা। এ ছাড়া, এলএসডি এবং এফএমডি রোগ থেকে গবাদিপশুদের রক্ষায় সরকারি পদক্ষেপের ঘাটতি নিয়েও আলোচনা হয়।
খামারিদের পক্ষ থেকে সমাধানের প্রস্তাব হিসেবে বলা হয়, দুধ ও মাংসের ন্যায্যমূল্যের নিশ্চয়তা প্রদান করা। দেশের বাজারে বিদেশি পণ্যের সঙ্গে খামারিদের প্রতিযোগিতার জন্য ভর্তুকি ও নৈতিক সহায়তা দেওয়া। দেশীয় খামারিদের রক্ষায়, তাঁরা গুঁড়া দুধ আমদানিতে কর সমন্বয় করার দাবিও জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মারস অ্যাসোসিয়েশনের (ডিএফএফএ) সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্টু, মো. ওমরসহ অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
দেশের দুধ ও মাংস শিল্পে সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মারস অ্যাসোসিয়েশন (ডিএফএফএ)। সংস্থাটির নবনির্বাচিত সভাপতি মো. ইকবাল হোসেন বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেও খামারিরা উপেক্ষিত এবং নানা সংকটের মুখোমুখি হচ্ছে।
আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা এ আশঙ্কা প্রকাশ করেন।
মো. ইকবাল হোসেন বলেন, ‘দেশের তরল দুধ ও মাংসের চাহিদা মেটানো এবং কর্মসংস্থান সৃষ্টিতে খামারিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তবে বাণিজ্যিক খামার পরিচালনায় বিদ্যুৎ ও পানির অতিরিক্ত ব্যয়, সরকারের ন্যায্য ভর্তুকির অভাব এবং বিদেশি ভর্তুকি পাওয়া পণ্যের সঙ্গে অসম প্রতিযোগিতা আমাদের বড় সমস্যা।’
তিনি উল্লেখ করেন, ইউরোপীয় ও ভারতীয় খামারিরা যেখানে ৫০ থেকে ৯১ শতাংশ পর্যন্ত ভর্তুকি পান, সেখানে বাংলাদেশের খামারিরা সম্পূর্ণ নিজের খরচে দুধ ও মাংস উৎপাদন করছে
সংবাদ সম্মেলনে উল্লেখিত সমস্যাগুলোর মধ্যে আরও ছিল বিদ্যুৎ ও পানির বিল কৃষির আওতায় আনার প্রস্তাব, খামারিদের জন্য শুল্কমুক্ত গোখাদ্য আমদানির ব্যবস্থা এবং উন্নত বুল সিমেনের আমদানি করা। এ ছাড়া, এলএসডি এবং এফএমডি রোগ থেকে গবাদিপশুদের রক্ষায় সরকারি পদক্ষেপের ঘাটতি নিয়েও আলোচনা হয়।
খামারিদের পক্ষ থেকে সমাধানের প্রস্তাব হিসেবে বলা হয়, দুধ ও মাংসের ন্যায্যমূল্যের নিশ্চয়তা প্রদান করা। দেশের বাজারে বিদেশি পণ্যের সঙ্গে খামারিদের প্রতিযোগিতার জন্য ভর্তুকি ও নৈতিক সহায়তা দেওয়া। দেশীয় খামারিদের রক্ষায়, তাঁরা গুঁড়া দুধ আমদানিতে কর সমন্বয় করার দাবিও জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মারস অ্যাসোসিয়েশনের (ডিএফএফএ) সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্টু, মো. ওমরসহ অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়া ও বে টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে চায় চায় সরকার। এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা চার গুণ বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
২ ঘণ্টা আগেদেশের বড় রপ্তানিমুখী ব্যাগ ও লাগেজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ছিল মোংলার ইপিজেডে থাকা ভারতীয় মালিকানাধীন ভিআইপি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। ২০১৪ সাল থেকে এখানে তাদের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছিল এবং সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল। কিন্তু ২০২৩ সালের ৩১ জানুয়ারি ভিআইপির মোংলা কারখানায় অগ্নিকাণ্ড
৯ ঘণ্টা আগেকাস্টমসের নতুন শুল্কনীতির কারণে খরচ বেড়ে যাওয়ায় ভারত থেকে মাছ আমদানি বন্ধ রেখেছেন আমদানিকারকেরা। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুই দিনে সরকারের রাজস্ব ঘাটতি হয়েছে প্রায় ৩ কোটি টাকা। ভারত থেকে যেসব খাদ্যদ্রব্য আমদানি করা হয়, তার মধ্যে বড় একটি অংশ হচ্ছে হিমায়িত মিঠাপানির ও সামুদ্রিক মাছ।
৯ ঘণ্টা আগেচাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলনরত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এ অভিযোগ এনে ঘটনার বিচার ও ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিলের দাবি জানান। তাঁরা চেয়ারম্যান খাজা শাহরিয়ারের নিকটাত্মীয়
১০ ঘণ্টা আগে