Ajker Patrika

ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেনের সময় কিছুটা বাড়ল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৩ মে ২০২১, ১৮: ২৪
ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেনের সময় কিছুটা বাড়ল

ঢাকা: দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ আগামী ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। ঘোষিত বিধিনিষেধের সময় সীমিত পরিসরে ব্যাংক লেনদেনের সময়সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি পুঁজিবাজারে লেনদেনের সময় আধা ঘণ্টা বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে ব্যাংকিং লেনদেনের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনটি দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে আগামী ৩০ মে পর্যন্ত সীমিত পরিসরে ব্যাংকিং লেনদেন চলবে। ব্যাংকিং লেনদেনের সময়সূচি সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। তবে ব্যাংকের আনুষঙ্গিক কাজ চলবে বেলা ৪টা পর্যন্ত।

রোববার পর্যন্ত ব্যাংক লেনদেনের সময়সীমা ছিল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১৩ এপ্রিল ২০২১ তারিখে জারিকৃত ডিওএস সার্কুলার লেটার নং-১৫ এ প্রদত্ত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

এদিকে, ব্যাংকের পাশাপাশি পুঁজিবাজারে লেনদেনের সময়ও আধা ঘণ্টা বাড়ানো হয়েছে। ফলে আগামীকাল সোমবার থেকে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির মুখপাত্র রেজাউল করিম। তিনি বলেন, ব্যাংকের সঙ্গে সমন্বয় রেখে লেনদেনের সময় আধা ঘণ্টা বাড়ানো হয়েছে। বর্তমানে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী লেনদেন চলবে বেলা ২টা পর্যন্ত।

আগামী ৩০ মে পর্যন্ত বিধিনিষেধ বাড়িয়ে আজ মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান করোনা ভাইরাসজনিত পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ২৩ মে মধ্যরাত থেকে ৩০ মে মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হলো। তবে বিধিনিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার গণপরিবহন চলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত