নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে চার দিনব্যাপী ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’ শেষ হয়েছে আজ বৃহস্পতিবার। এই সম্মেলনে অংশ নেওয়া অনেক বিদেশি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে আর বিনিয়োগে চুক্তি করেছে দুটি প্রতিষ্ঠান। এখন আগ্রহী প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ চূড়ান্ত করতে রোডম্যাপ তৈরি করে তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবে বিডা।
বিনিয়োগ সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন বিডার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ওই সমাপনী সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ মাহবুব এবং প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।
নাহিয়ান রহমান রচি বলেন, এবারের সম্মেলনে যেসব বিদেশি এসেছেন, তাঁদের বিনিয়োগের পাইপলাইন তৈরি হয়েছে। কিছু প্রতিষ্ঠান বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। তাদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রক্ষা করা হবে। বিদেশি যাঁরা বাংলাদেশে এসেছেন, তাঁরা যেন সত্যিকারের বিনিয়োগ করেন, সে জন্য তাঁদেরকে আমরা ধারাবাহিকভাবে মনিটরিং করব।’
এই সম্মেলনে আসা উদ্যোক্তাদের বিনিয়োগ পেতে ১৮ থেকে ২৪ মাস সময় লাগতে পারে বলেও জানান বিডার এই কর্মকর্তা। তিনি বলেন, ‘আমরা বিনিয়োগ না পাওয়া পর্যন্ত প্রতিটি প্রতিষ্ঠান ধরে যোগাযোগ করব।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিনিয়োগ সম্মেলন উপলক্ষে চীনা আরএমজি প্রতিষ্ঠান হান্ডার সঙ্গে ১৫ কোটি মার্কিন ডলারের চুক্তি হয়েছে। এ ছাড়া ১১ কোটি ডলারের বিনিয়োগ চুক্তি হয়েছে শপআপ নামের আরেকটি প্রতিষ্ঠানের সঙ্গে।
সম্মেলনে কতজন বিদেশি উদ্যোক্তা ও প্রতিষ্ঠান এসেছে, এমন প্রশ্নের জবাবে নাহিয়ান রহমান বলেন, ‘আমাদের এখানে সাড়ে ৫০০ রেজিস্ট্রেশন ছিল। এর মধ্যে প্রায় সাড়ে ৪০০ বিদেশি প্রতিনিধি এসেছেন। কোনো কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে দুজন প্রতিনিধি এসেছেন। পূর্ণাঙ্গ বিনিয়োগ ও বিনিয়োগকারীর তথ্য আমরা পরবর্তী সময়ে জানাব।’
সম্মেলনে আসা উদ্যোক্তারা কী ধরনের সমস্যার কথা জানিয়েছেন প্রশ্নের জবাবে বিডার নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ মাহবুব বলেন, ‘বিনিয়োগকারীরা কয়েকটি চ্যালেঞ্জ তুলে ধরেছেন। বিশেষ করে নীতির ধারাবাহিকতা, অ্যাকসেস টু রিসোর্স ও দুর্নীতির চ্যালেঞ্জ তুলে ধরেছেন তাঁরা। আমলাতান্ত্রিক জটিলতা আমাদের রয়েছে, তা দূর করার চেষ্টা চলছে।’
বিনিয়োগ সম্মেলনে গত মঙ্গলবার বিশ্বব্যাংকের বেসরকারি খাতবিষয়ক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) এক প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে দেশে ব্যবসায় পরিবেশ তথা বিনিয়োগের ক্ষেত্রে এখনো পাঁচটি বড় বাধার কথা তুলে ধরা হয়। এগুলো হলো বিদ্যুতের সমস্যা, অর্থায়নের সীমিত সুযোগ, দুর্নীতি, অনানুষ্ঠানিক খাতের আধিক্য ও উচ্চ করহার।
এর আগের সম্মেলনের তৃতীয় দিন শেষে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, দেশে বিনিয়োগের জন্য আগামী মাসে ২০০ বিনিয়োগকারীসহ বাংলাদেশ সফরে আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। তাঁদের সাপোর্ট দিতে পারলে তাঁরা দ্রুত বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন বলেও জানান তিনি।
জামায়াতে ইসলামীর অংশগ্রহণ
এদিকে বিদেশি ও দেশি বিনিয়োগকারীদের সঙ্গে ইনভেস্টমেন্ট সামিটে প্রথমবারের মতো অংশ নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল। এতে নেতৃত্ব দেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
গতকাল সংবাদ সম্মেলনে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, বিদেশি বিনিয়োগের পরিবেশসহ বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে অত্যন্ত খোলামেলা আলোচনা ও মতবিনিময় করা হয়েছে চায়না, ব্রিটেন, কানাডা, নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের সঙ্গে।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিনিয়োগকারীদের সর্বাত্মক সহায়তা দেওয়া হবে। তিনি বাংলাদেশে বিনিয়োগ করার জন্য বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। বিদেশি বিনিয়োগকারীদের পক্ষ থেকে নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামোগত উন্নয়ন, টেক্সটাইল, কৃষিজ
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে চার দিনব্যাপী ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’ শেষ হয়েছে আজ বৃহস্পতিবার। এই সম্মেলনে অংশ নেওয়া অনেক বিদেশি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে আর বিনিয়োগে চুক্তি করেছে দুটি প্রতিষ্ঠান। এখন আগ্রহী প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ চূড়ান্ত করতে রোডম্যাপ তৈরি করে তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবে বিডা।
বিনিয়োগ সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন বিডার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ওই সমাপনী সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ মাহবুব এবং প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।
নাহিয়ান রহমান রচি বলেন, এবারের সম্মেলনে যেসব বিদেশি এসেছেন, তাঁদের বিনিয়োগের পাইপলাইন তৈরি হয়েছে। কিছু প্রতিষ্ঠান বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। তাদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রক্ষা করা হবে। বিদেশি যাঁরা বাংলাদেশে এসেছেন, তাঁরা যেন সত্যিকারের বিনিয়োগ করেন, সে জন্য তাঁদেরকে আমরা ধারাবাহিকভাবে মনিটরিং করব।’
এই সম্মেলনে আসা উদ্যোক্তাদের বিনিয়োগ পেতে ১৮ থেকে ২৪ মাস সময় লাগতে পারে বলেও জানান বিডার এই কর্মকর্তা। তিনি বলেন, ‘আমরা বিনিয়োগ না পাওয়া পর্যন্ত প্রতিটি প্রতিষ্ঠান ধরে যোগাযোগ করব।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিনিয়োগ সম্মেলন উপলক্ষে চীনা আরএমজি প্রতিষ্ঠান হান্ডার সঙ্গে ১৫ কোটি মার্কিন ডলারের চুক্তি হয়েছে। এ ছাড়া ১১ কোটি ডলারের বিনিয়োগ চুক্তি হয়েছে শপআপ নামের আরেকটি প্রতিষ্ঠানের সঙ্গে।
সম্মেলনে কতজন বিদেশি উদ্যোক্তা ও প্রতিষ্ঠান এসেছে, এমন প্রশ্নের জবাবে নাহিয়ান রহমান বলেন, ‘আমাদের এখানে সাড়ে ৫০০ রেজিস্ট্রেশন ছিল। এর মধ্যে প্রায় সাড়ে ৪০০ বিদেশি প্রতিনিধি এসেছেন। কোনো কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে দুজন প্রতিনিধি এসেছেন। পূর্ণাঙ্গ বিনিয়োগ ও বিনিয়োগকারীর তথ্য আমরা পরবর্তী সময়ে জানাব।’
সম্মেলনে আসা উদ্যোক্তারা কী ধরনের সমস্যার কথা জানিয়েছেন প্রশ্নের জবাবে বিডার নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ মাহবুব বলেন, ‘বিনিয়োগকারীরা কয়েকটি চ্যালেঞ্জ তুলে ধরেছেন। বিশেষ করে নীতির ধারাবাহিকতা, অ্যাকসেস টু রিসোর্স ও দুর্নীতির চ্যালেঞ্জ তুলে ধরেছেন তাঁরা। আমলাতান্ত্রিক জটিলতা আমাদের রয়েছে, তা দূর করার চেষ্টা চলছে।’
বিনিয়োগ সম্মেলনে গত মঙ্গলবার বিশ্বব্যাংকের বেসরকারি খাতবিষয়ক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) এক প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে দেশে ব্যবসায় পরিবেশ তথা বিনিয়োগের ক্ষেত্রে এখনো পাঁচটি বড় বাধার কথা তুলে ধরা হয়। এগুলো হলো বিদ্যুতের সমস্যা, অর্থায়নের সীমিত সুযোগ, দুর্নীতি, অনানুষ্ঠানিক খাতের আধিক্য ও উচ্চ করহার।
এর আগের সম্মেলনের তৃতীয় দিন শেষে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, দেশে বিনিয়োগের জন্য আগামী মাসে ২০০ বিনিয়োগকারীসহ বাংলাদেশ সফরে আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। তাঁদের সাপোর্ট দিতে পারলে তাঁরা দ্রুত বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন বলেও জানান তিনি।
জামায়াতে ইসলামীর অংশগ্রহণ
এদিকে বিদেশি ও দেশি বিনিয়োগকারীদের সঙ্গে ইনভেস্টমেন্ট সামিটে প্রথমবারের মতো অংশ নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল। এতে নেতৃত্ব দেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
গতকাল সংবাদ সম্মেলনে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, বিদেশি বিনিয়োগের পরিবেশসহ বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে অত্যন্ত খোলামেলা আলোচনা ও মতবিনিময় করা হয়েছে চায়না, ব্রিটেন, কানাডা, নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের সঙ্গে।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিনিয়োগকারীদের সর্বাত্মক সহায়তা দেওয়া হবে। তিনি বাংলাদেশে বিনিয়োগ করার জন্য বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। বিদেশি বিনিয়োগকারীদের পক্ষ থেকে নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামোগত উন্নয়ন, টেক্সটাইল, কৃষিজ
নিষেধাজ্ঞা শেষে গত ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ইলিশ ধরার মৌসুম, যা চলবে আগস্টের শেষ পর্যন্ত। কিন্তু অবাক করার মতো বিষয় হলো—ভরা মৌসুমেও সাগর-নদী থেকে জেলেরা প্রত্যাশিত ইলিশ পাচ্ছেন না। প্রতিবছর এই সময় দ্বীপ উপজেলা হাতিয়ার জেলেরা রুপালি ইলিশ শিকারে ব্যস্ত সময়...
৭ ঘণ্টা আগেটেকসই কৃষি উন্নয়নের অংশ হিসেবে রংপুর অঞ্চলে ‘আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে টেকসই কৃষি উন্নয়ন’ প্রকল্প হাতে নিয়েছে সরকার। পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪২ কোটি ৯৯ লাখ ৫৬ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে রংপুর বিভাগের ৫ জেলার গ্রামীণ দারিদ্র্য কমবে, টেকসই কৃষি...
৯ ঘণ্টা আগেব্র্যাক ব্যাংকের স্মার্ট ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’ সম্প্রতি ১০ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন করেছে। একই সঙ্গে, ২০২৫ সালের জুলাই মাসে এই অ্যাপের মাধ্যমে ২০ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে, যা বাংলাদেশের ব্যাংকিং খাতে মাসিক অ্যাপ-ভিত্তিক লেনদেনের একটি নতুন রেকর্ড।
৯ ঘণ্টা আগেআমাদের দেশে ড্রাইভিংয়ের অভিজ্ঞতা অন্যান্য দেশের চেয়ে ভিন্ন। এখানকার রাস্তা, আবহাওয়া আর ট্রাফিকের ধরন গাড়ির ইঞ্জিনের ওপর বেশ লোড বাড়িয়ে দেয়। এ বিষয়গুলো মাথায় রেখে এমজেএল বাংলাদেশ পিএলসি বাজারে নিয়ে এসেছে Mobil Super™ All-In-One Protection 0 W-16।
১২ ঘণ্টা আগে