Ajker Patrika

বাজেটে দরিদ্র মানুষ অগ্রাধিকার পাবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
বাজেটে দরিদ্র মানুষ অগ্রাধিকার পাবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের জন্য জীবন–জীবিকার জায়গা করে দেওয়া হবে। একই সঙ্গে আগামী বাজেট দেশের দরিদ্র মানুষের জন্য নিবেদিত থাকবে।

আজ বুধবার অর্থনৈতিক বিষয়–সংক্রান্ত ও সরকারি ক্রয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চ্যুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

আ হ ম মুস্তফা কামাল বলেন, `গরিব মানুষের জন্য আমাদের লক্ষ্য হচ্ছে তাদের সে অবস্থা থেকে বের করে নিয়ে আসা।’

অতিদরিদ্রদের দরিদ্র স্তরে এবং দরিদ্রদের সমাজের মূল স্রোতে নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এ লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। এ ক্ষেত্রে পরিসংখ্যান ব্যুরোর গবেষণা ও পর্যালোচনা আমরা গ্রহণ করব। সেটা এখনো তৈরি হয়নি, হলে আমরা অবশ্যই আপনাদের জানাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত