Ajker Patrika

অভ্যন্তরীণ রুটে সেরা ইউএস-বাংলা এয়ারলাইনস

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ২২: ৪১
রাজধানীর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে ‘শেয়ারট্রিপ-মনিটর এয়ারলাইন অব দ্য এয়ার-২০২৪’ এর বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। ছবি: সংগৃহীত
রাজধানীর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে ‘শেয়ারট্রিপ-মনিটর এয়ারলাইন অব দ্য এয়ার-২০২৪’ এর বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাতের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ‘শেয়ারট্রিপ-মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৪’-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রুটে নিরবচ্ছিন্ন সেবা, সময়ানুবর্তিতা এবং যাত্রীসন্তুষ্টির জন্য ‘সেরা ডমেস্টিক এয়ারলাইন’-এর স্বীকৃতি পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। অভ্যন্তরীণ ফ্লাইটসেবায় নিজেদের অবস্থান সুদৃঢ় করার পাশাপাশি যাত্রীসেবার মান উন্নত করতে সংস্থাটির অঙ্গীকার এই স্বীকৃতির পেছনে বড় ভূমিকা রেখেছে।

ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এ বছরের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনলাইনে পরিচালিত মতামত জরিপের ভিত্তিতে এবারের আয়োজনে অংশ নেন তিন হাজারের বেশি নিয়মিত আকাশভ্রমণকারী। রেকর্ডসংখ্যক ২৩টি ক্যাটাগরিতে বিভিন্ন এয়ারলাইনস, এয়ারপোর্ট লাউঞ্জ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ ট্রফি দেওয়া হয়।

বিশ্বখ্যাত দুবাইভিত্তিক এয়ারলাইনস এমিরেটস আবারও বাংলাদেশের আকাশপথে যাত্রীদের সবচেয়ে পছন্দের আন্তর্জাতিক এয়ারলাইনস হিসেবে স্বীকৃতি লাভ করেছে। মানসম্পন্ন সেবা, যাত্রীবান্ধব অভিজ্ঞতা এবং পেশাদারত্বের কারণে এমিরেটস এই পুরস্কার অর্জন করে।

এ ছাড়া ‘সেরা কার্গো এয়ারলাইন’ পুরস্কার লাভ করে সৌদিয়া কার্গো, যারা বাংলাদেশ থেকে আন্তর্জাতিক পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

বাংলাদেশের ভ্রমণ ও পর্যটনশিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘গ্যালাক্সি বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তৌফিক উদ্দীন আহমেদকে জুরি কমিটির বিশেষ বিবেচনায় আজীবন সম্মাননা ট্রফি দেওয়া হয়। তাঁর দীর্ঘদিনের অবদান ও অগ্রণী ভূমিকা ভ্রমণশিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, জুরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম. সাদিকুল ইসলাম, শেয়ারট্রিপের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাদিয়া হক, স্যাবর বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার ও সিইও মো. সাইফুল হক এবং প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার আসিফ আহমেদ।

বক্তারা বাংলাদেশের এভিয়েশন খাতের ইতিবাচক পরিবর্তন এবং ভ্রমণ ও পর্যটনশিল্পের টেকসই উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এবারের আয়োজনে বেশ কিছু নতুন ক্যাটাগরি যুক্ত করা হয়। এগুলোর মধ্যে ‘বাংলাদেশে জনপ্রিয় এয়ারলাইন ব্র্যান্ড’ অন্যতম। এই ক্যাটাগরিতে ১২টি এয়ারলাইনসকে সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে ‘সেরা এয়ারপোর্ট লাউঞ্জ’ ক্যাটাগরিতে এমটিবি এয়ার লাউঞ্জ গোল্ড, ইবিএল স্কাই লাউঞ্জ সিলভার এবং সিটি ব্যাংকের এমেক্স লাউঞ্জ ব্রোঞ্জ ট্রফি অর্জন করে। যাত্রীসেবার মান উন্নয়নে এই ক্যাটাগরিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

১১ সদস্যবিশিষ্ট বিচারক প্যানেল প্রাপ্ত অনলাইন ভোট যাচাই-বাছাই করে প্রতিটি ক্যাটাগরিতে বিজয়ীদের নির্বাচন করেন। এই বিচারক প্যানেলে ছিলেন এভিয়েশন, পর্যটন, একাডেমিক ও বাণিজ্যিক খাতের স্বনামধন্য ব্যক্তিরা। তাঁদের নিরপেক্ষ বিশ্লেষণ এবং মূল্যায়নের মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশের শীর্ষস্থানীয় এভিয়েশন ও পর্যটনবিষয়ক প্রকাশনা ‘বাংলাদেশ মনিটর’ ২০০৭ সালে এই পুরস্কার প্রবর্তন করে। এবারের আয়োজন ছিল ১১তম আসর। লিড স্পনসর হিসেবে ছিল দেশের শীর্ষ অনলাইন ট্রাভেল এজেন্সি শেয়ারট্রিপ। পাশাপাশি ইস্টার্ন ব্যাংক, স্যাবর বাংলাদেশ, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ও বাইটিকিটস পার্টনার হিসেবে সহযোগিতা করেছে।

বাংলাদেশের এভিয়েশন খাতের মানোন্নয়ন, যাত্রীসেবার উন্নয়ন এবং ভ্রমণশিল্পের বিকাশে ‘এয়ারলাইন অব দ্য ইয়ার’ পুরস্কার একটি ইতিবাচক উদাহরণ। এটি যাত্রীদের মতামতের ভিত্তিতে এয়ারলাইনসগুলোর সেবা উন্নয়নে উৎসাহ জোগাচ্ছে এবং প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে গুলিতে নিহত মামুন শীর্ষ সন্ত্রাসী ইমনের প্রধান সহযোগী

আসিফ ক্ষমা না চাইলে অ্যাকশনে যাওয়ার হুমকি ফুটবলারদের

দিনদুপুরে রাজধানীতে হাসপাতালের সামনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণ

আজকের রাশিফল: প্রপোজের জন্য বিপজ্জনক দিন, গ্রহরা একগুঁয়েমিটা ছাড়তে বলছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ