Ajker Patrika

কানাডার তেল রপ্তানি এক মাসেই ছয়গুণ বাড়বে: ব্লুমবার্গ

কানাডার তেল রপ্তানি এক মাসেই ছয়গুণ বাড়বে: ব্লুমবার্গ

সৌদি আরব ও রাশিয়ার উৎপাদন কমায় বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের চাহিদা বাড়বে। এতে মার্কিন উপসাগরীয় টার্মিনালগুলো থেকে কানাডার তেল রপ্তানি অক্টোবরে ব্যাপক বাড়ার আভাস দিয়েছে ব্লুমবার্গ।

ব্লুমবার্গ এক প্রতিবেদনে বলেছে, অক্টোবরে কানাডার অপরিশোধিত তেলের চালান ১ কোটি ১০ লাখ ব্যারেলে গিয়ে পৌঁছাতে পারে বলে নাম প্রকাশ না করার শর্তে বাজারসংশ্লিষ্টরা জানান। সেপ্টেম্বরের রপ্তানি থেকে এটি হবে ছয়গুণ বেশি।

কানাডার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা যুক্তরাষ্ট্র তাদের শোধনাগারগুলোর রক্ষণাবেক্ষণের জন্য কম তেল কেনা এবং এশিয়া ও ইউরোপের ক্রেতাদের জন্য বেশিসংখ্যক ব্যারেল খালি করার পরিকল্পনা নিয়েছে।

সৌদি আরব ও রাশিয়ার তেল উৎপাদন হ্রাস এবং কানাডার তেলের দাম বাড়িয়ে দেওয়ায় বিশ্বজুড়ে রয়েছে তেল সরবরাহের চাপ। আর এসবের মধ্যেই দেশটির তেল রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে।

লিংক ডেটা সার্ভিসেস অনুসারে, গত দুই মাসের মধ্যে নিমেক্স ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচারে এই সপ্তাহের শুরুর দিকে কানাডীয় অপরিশোধিত তেলের দামে সবচেয়ে কম ডিসকাউন্ট দেওয়া হয়েছে।

কানাডার তেল রপ্তানির খতিয়ানস্থলবেষ্টিত আলবার্টাতে উৎপাদিত তেল বালির ব্যারেলগুলো পাইপলাইনের মাধ্যমে পৌঁছানো হয় জলপথে। পাইপলাইন দিয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসের বন্দরে যায় এই ব্যারেলগুলো এবং সেখান থেকে চীন, ভারত এবং স্পেনের শোধনাগারগুলোয় পাঠানো হয়। সালফারযুক্ত তেল মার্কিন জ্বালানি নির্মাতাদের পছন্দের। কিন্তু মৌসুমি শোধনাগারগুলো উত্তর আমেরিকার বাইরের বাজারের জন্য আরও ব্যারেল খালি করছে।

বিপি পিএলসির শোধনাগার যুক্তরাষ্ট্রে কানাডীয় তেলের বৃহত্তম ব্যবহারকারীদের মধ্যে অন্যতম। এই শোধনাগারটিও রক্ষণাবেক্ষণের জন্য তেলের মজুত কমিয়ে দেবে,যা অক্টোবরের শেষ পর্যন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে।

অক্টোবরে ভরা ব্যারেলগুলো ভারতে আসতে শুরু করবে নভেম্বরে। সে সময় ভারত উদযাপন করবে দীপাবলি। আলোর এই উৎসবে ভোক্তাদের বড় রকমের জ্বালানি খরচ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত