নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারি অফিস-আদালতের মতো ব্যাংক ও পুঁজিবাজারের কর্মসূচিও চলবে আগের নিয়মে। আজ বুধবার থেকে দেশের সব ব্যাংকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন করা যাবে। আর সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংকের দাপ্তরিক কার্যক্রম চলবে। অন্যদিকে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন হবে। বাংলাদেশ ব্যাংক ও স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক জানান, পরিস্থিতি উন্নতি হওয়ায় সরকারের নির্দেশনা অনুযায়ী ব্যাংকের কর্মঘণ্টা হবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে লেনদেন করা যাবে বিকেল ৪টা পর্যন্ত।
পাঁচ দিন সীমিত সময়ে লেনদেনের পর পুঁজিবাজারও স্বাভাবিক সূচিতে ফিরছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান জানান, অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে চলবে আড়াইটা পর্যন্ত। এর মধ্যে শেষের ১০ মিনিট থাকবে ক্লোজিং সেশন।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে প্রাণঘাতী সংঘর্ষে ১৮ জুলাই থেকেই স্থবির হয়ে পড়েছিল রাজধানীর জনজীবন। পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়লে ১৯ জুলাই রাত ১২টা থেকে দেশজুড়ে কারফিউ জারি করে সরকার। কারফিউর মধ্যে ২১ থেকে ২৩ জুলাই ছিল সাধারণ ছুটি।
কারফিউ কিছুটা শিথিল হলে ২৪ জুলাই অফিস খোলে। ব্যাংক ও পুঁজিবাজারেও লেনদেন শুরু হয়। ওই দফায় দুই দিন বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলে। আর পুঁজিবাজারে লেনদেন চলে বেলা ২টা পর্যন্ত।
সরকারি অফিস-আদালতের মতো ব্যাংক ও পুঁজিবাজারের কর্মসূচিও চলবে আগের নিয়মে। আজ বুধবার থেকে দেশের সব ব্যাংকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন করা যাবে। আর সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংকের দাপ্তরিক কার্যক্রম চলবে। অন্যদিকে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন হবে। বাংলাদেশ ব্যাংক ও স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক জানান, পরিস্থিতি উন্নতি হওয়ায় সরকারের নির্দেশনা অনুযায়ী ব্যাংকের কর্মঘণ্টা হবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে লেনদেন করা যাবে বিকেল ৪টা পর্যন্ত।
পাঁচ দিন সীমিত সময়ে লেনদেনের পর পুঁজিবাজারও স্বাভাবিক সূচিতে ফিরছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান জানান, অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে চলবে আড়াইটা পর্যন্ত। এর মধ্যে শেষের ১০ মিনিট থাকবে ক্লোজিং সেশন।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে প্রাণঘাতী সংঘর্ষে ১৮ জুলাই থেকেই স্থবির হয়ে পড়েছিল রাজধানীর জনজীবন। পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়লে ১৯ জুলাই রাত ১২টা থেকে দেশজুড়ে কারফিউ জারি করে সরকার। কারফিউর মধ্যে ২১ থেকে ২৩ জুলাই ছিল সাধারণ ছুটি।
কারফিউ কিছুটা শিথিল হলে ২৪ জুলাই অফিস খোলে। ব্যাংক ও পুঁজিবাজারেও লেনদেন শুরু হয়। ওই দফায় দুই দিন বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলে। আর পুঁজিবাজারে লেনদেন চলে বেলা ২টা পর্যন্ত।
ঋণ পুনঃ তফসিলের জন্য সরকারি ব্যাংকের দেওয়া বিশেষ সুযোগ নিতে ১ হাজার ২৫৩টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে প্রায় ৩০০ আবেদন প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। এই আবেদনগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে চলতি আগস্ট মাসে ব্যাংকগুলোর কাছে পাঠানো হবে।
৪ ঘণ্টা আগেসরকার কাগজে-কলমে পাম তেলের দাম লিটারপ্রতি ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের ভাষ্য, আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে এই সিদ্ধান্ত। ঘোষণার দিন থেকেই নতুন দাম কার্যকর হওয়ার কথা ছিল।
৪ ঘণ্টা আগেদেশের শীর্ষ আলু উৎপাদনকারী জেলা মুন্সিগঞ্জে কৃষকেরা এবার চরম লোকসানে পড়েছেন। বেশি ফলন ও হিমাগার-সংকটে বিপাকে পড়া এ জেলার কৃষকদের উৎপাদন খরচের অর্ধেকও উঠছে না। প্রতি কেজি আলুতে কৃষকের লোকসান গুনতে হচ্ছে ১৪-১৬ টাকা। বর্তমানে পাইকারি বাজারে আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১২ ও খুচরা বাজারে ১৮-২০ টাকায়।
৪ ঘণ্টা আগেজাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৯ হাজার ৩৬১ কোটি ৯২ লাখ টাকা। এর মধ্যে ৬ হাজার ৬৭৭ কোটি টাকা অর্থায়ন করবে সরকার। বৈদেশিক ঋণের অর্থায়ন হবে ২ হাজার ৪২৮ কোটি ৪ লাখ টাকা
৭ ঘণ্টা আগে