Ajker Patrika

জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করতে হাইকোর্টের রুল জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করতে হাইকোর্টের রুল জারি

কেরোসিন ও ডিজেলসহ অন্যান্য পেট্রোলিয়াম জাতীয় জ্বালানির মূল্য নির্ধারণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এই রুল জারি করেন।

কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কনভেনর স্থপতি মোবাশ্বের হোসেনের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই রুল জারি করেছেন। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনসহ সংশ্লিষ্টদের আগামী এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত