আসাদুজ্জামান নূর, ঢাকা
পরিশোধিত মূলধনের আড়াই গুণ লোকসান দাঁড়িয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। একসময় দাপটের সঙ্গে ব্যবসা করলেও গত ৫ বছর লোকসান কাটাতে পারছে না কোম্পানিটি। লোকসান হয়েছে চলতি বছরের প্রথম প্রান্তিকেও। এমন অবস্থায়ও সিস্টার্ন কনসার্ন বা সহযোগী কোম্পানিতে পরিশোধিত মূলধনের বেশি অর্থ বিনিয়োগ করে রেখেছে কোম্পানিটি। অথচ সেখান থেকে কোনো আর্থিক সুবিধা বা রিটার্ন পাচ্ছে না জিকিউ বলপেন। এ ছাড়াও প্রভিডেন্ট ফান্ড বন্ধ রাখা এবং অপ্রাসঙ্গিক ট্যাক্স হলিডে রিজার্ভ রাখার অভিযোগও রয়েছে। কোম্পানির ২০২২-২৩ অর্থবছরের আর্থিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছেন নিরীক্ষক।
ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্যমতে, ১৯৮৬ সালে পুঁজিবাজারে আসা জিকিউ বলপেনের পরিশোধিত মূলধন প্রায় ৮ কোটি ৯৩ লাখ টাকা। অথচ ২০১৭-১৮ থেকে ২০২২-২৩ অর্থবছরে মোট ২২ কোটি ২৭ লাখ টাকার নিট লোকসান হয়েছে কোম্পানির। এ ছাড়া চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি ১ টাকা ৯ পয়সা করে মোট ৯৭ লাখ টাকার লোকসান হয়েছে।
এমন পরিস্থিতিতেও জিকিউ বলপেন সিস্টার কনসার্ন কোম্পানিতে ৯ কোটি ৫৫ লাখ ৫২ হাজার ৩৮০ টাকার বিনিয়োগ করেছে, যা নন-পারফরমিং বা অকাজের জায়গায় বিনিয়োগ করা হয়েছে বলে কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় জানিয়েছেন নিরীক্ষক। আর্থিক সংকটে থাকা জিকিউ বলপেন ওই বিনিয়োগ থেকে কোনো আর্থিক সুবিধা পাচ্ছে না। তারপরও ওই বিনিয়োগ প্রত্যাহার না করে কয়েক বছর ধরে আর্থিক হিসাবে দেখিয়ে আসছে কোম্পানিটি।
অথচ বিপুল লোকসানের কারণে জিকিউ বলপেনের ঋণ পরিশোধের সক্ষমতাও নেই। যার কারণে কোম্পানিটির চট্টগ্রামের আগ্রাবাদের ৭ দশমিক ৬৭ কাঠা জমি বিক্রি করা হয়েছে। সেই টাকা দিয়ে সাউথইস্ট ব্যাংকের ১ কোটি ১৬ লাখ টাকার ঋণ পরিশোধ করা হয়েছে।
এসব বিষয়ে জিকিউ বলপেনের ব্যবস্থাপনা পরিচালক উজ্জল কুমার সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের জমি, অ্যাসেট কোম্পানি এবং শেয়ার ব্যবসায় বিনিয়োগ আছে। উত্তরাতে আমাদের জমির ওপরে ভবনও করেছি। এ রকম বিনিয়োগের কিছু কিছু জায়গা থেকে ইনকাম আসছে, কিছু কিছু জায়গা থেকে আসছে না। যেমন ওই ৯ কোটি টাকা থেকে ইনকাম আসছে না।’
পরিশোধিত মূলধনের আড়াই গুণ লোকসান দাঁড়িয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। একসময় দাপটের সঙ্গে ব্যবসা করলেও গত ৫ বছর লোকসান কাটাতে পারছে না কোম্পানিটি। লোকসান হয়েছে চলতি বছরের প্রথম প্রান্তিকেও। এমন অবস্থায়ও সিস্টার্ন কনসার্ন বা সহযোগী কোম্পানিতে পরিশোধিত মূলধনের বেশি অর্থ বিনিয়োগ করে রেখেছে কোম্পানিটি। অথচ সেখান থেকে কোনো আর্থিক সুবিধা বা রিটার্ন পাচ্ছে না জিকিউ বলপেন। এ ছাড়াও প্রভিডেন্ট ফান্ড বন্ধ রাখা এবং অপ্রাসঙ্গিক ট্যাক্স হলিডে রিজার্ভ রাখার অভিযোগও রয়েছে। কোম্পানির ২০২২-২৩ অর্থবছরের আর্থিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছেন নিরীক্ষক।
ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্যমতে, ১৯৮৬ সালে পুঁজিবাজারে আসা জিকিউ বলপেনের পরিশোধিত মূলধন প্রায় ৮ কোটি ৯৩ লাখ টাকা। অথচ ২০১৭-১৮ থেকে ২০২২-২৩ অর্থবছরে মোট ২২ কোটি ২৭ লাখ টাকার নিট লোকসান হয়েছে কোম্পানির। এ ছাড়া চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি ১ টাকা ৯ পয়সা করে মোট ৯৭ লাখ টাকার লোকসান হয়েছে।
এমন পরিস্থিতিতেও জিকিউ বলপেন সিস্টার কনসার্ন কোম্পানিতে ৯ কোটি ৫৫ লাখ ৫২ হাজার ৩৮০ টাকার বিনিয়োগ করেছে, যা নন-পারফরমিং বা অকাজের জায়গায় বিনিয়োগ করা হয়েছে বলে কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় জানিয়েছেন নিরীক্ষক। আর্থিক সংকটে থাকা জিকিউ বলপেন ওই বিনিয়োগ থেকে কোনো আর্থিক সুবিধা পাচ্ছে না। তারপরও ওই বিনিয়োগ প্রত্যাহার না করে কয়েক বছর ধরে আর্থিক হিসাবে দেখিয়ে আসছে কোম্পানিটি।
অথচ বিপুল লোকসানের কারণে জিকিউ বলপেনের ঋণ পরিশোধের সক্ষমতাও নেই। যার কারণে কোম্পানিটির চট্টগ্রামের আগ্রাবাদের ৭ দশমিক ৬৭ কাঠা জমি বিক্রি করা হয়েছে। সেই টাকা দিয়ে সাউথইস্ট ব্যাংকের ১ কোটি ১৬ লাখ টাকার ঋণ পরিশোধ করা হয়েছে।
এসব বিষয়ে জিকিউ বলপেনের ব্যবস্থাপনা পরিচালক উজ্জল কুমার সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের জমি, অ্যাসেট কোম্পানি এবং শেয়ার ব্যবসায় বিনিয়োগ আছে। উত্তরাতে আমাদের জমির ওপরে ভবনও করেছি। এ রকম বিনিয়োগের কিছু কিছু জায়গা থেকে ইনকাম আসছে, কিছু কিছু জায়গা থেকে আসছে না। যেমন ওই ৯ কোটি টাকা থেকে ইনকাম আসছে না।’
২০২৫ সালের প্রথম তিন মাসে ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্ক ৫ হাজার কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন করেছে। রেকর্ড পরিমাণ এই ডিপোজিট প্রবৃদ্ধি আমানত সংগ্রহে ব্যাংকটির টেকসইতার প্রতিফলন।
১ ঘণ্টা আগেকর্মসংস্থান ব্যাংকের বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুর আঞ্চলিক ও শাখা ব্যবস্থাপক এবং মাঠকর্মীদের অংশগ্রহণে ‘ব্যবসায়িক উন্নয়ন সভা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পটুয়াখালীতে এ সভা অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগেজ্বালানি তেলের উচ্চমূল্য, অতিরিক্ত মাশুল ও নীতিগত সহায়তার অভাবে বাংলাদেশের অন্যতম বেসরকারি এয়ারলাইনস নভোএয়ার সাময়িকভাবে ফ্লাইট পরিচালনা বন্ধ করেছে। প্রতিষ্ঠানটি বিক্রির প্রক্রিয়ায় থাকলেও পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হলে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। একের পর এক দেশি এয়ারলাইনস বন্ধ হয়ে
২ ঘণ্টা আগেদেশের শিল্পকারখানায় চরম গ্যাস-সংকট দেখা দিয়েছে। গ্যাস না থাকায় অনেক স্থানে উৎপাদন বন্ধ রয়েছে। আবার কোথাও কোথাও উৎপাদন নেমে এসেছে তিন ভাগের এক ভাগে। শুধু শিল্প নয়, বাসাবাড়ি ও সিএনজি স্টেশনেও চলছে গ্যাসের জন্য হাহাকার। গ্রীষ্মে লোডশেডিং কমাতে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ বাড়ানোয় এই সংকট তৈরি হয়েছে বলে
২০ ঘণ্টা আগে