নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের জকিগঞ্জ, সুতারকান্দি ও জুড়িসহ প্রায় সবগুলো শুল্ক স্টেশন দিয়ে পণ্য আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভারতের শ্রীভূমি (সাবেক করিমগঞ্জ) সনাতনী ঐক্য মঞ্চের নেতাকর্মীরা। আজ সোমবার রাতে জকিগঞ্জ শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন।
আগামীকাল মঙ্গলবার সকাল ৬টার মধ্যে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কে মুক্তি না দিলে দেশের সকল শুল্ক স্টেশন দিয়ে সবধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে সংগঠনটি।
রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ভারতের শ্রীভূমি শুল্ক স্টেশনে সেখানকার বিক্ষোভকারীরা দুপুরের দিকে বিক্ষোভ করে বাংলাদেশি ব্যবসায়ীদের এলসি করা মালামালের গাড়ি ফেরত দিয়েছেন। এ নিয়ে জকিগঞ্জ শুল্ক স্টেশন থেকে আমরা ভারতের শ্রীভূমি শুল্ক স্টেশনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলেও সেখানকার কর্মকর্তারা কল রিসিভ করেননি। তবে সকালের দিকে প্রায় ৬ টন কমলা বাংলাদেশে আমদানি হয়েছে। জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারতে কোন পণ্য দীর্ঘদিন ধরে রপ্তানি হয় না। সুতারকন্দি শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশি পণ্য ভারতে যায়। খবর পেয়েছি আজ সুতারকান্দি ও জুড়ি সহ কোনো স্টেশন দিয়ে বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হয়নি।’
ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই কর্মকর্তা জানান, আগামীকাল সকাল ৬টার মধ্যে চিন্ময় কৃষ্ণ বহ্মচারীকে মুক্তি না দিলে সারাদেশে সকল শুল্ক স্টেশন দিয়ে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে তারা।
জকিগঞ্জের স্থানীয়রা জানান, সোমবার দুপুরের দিকে ভারতের শ্রীভূমি শুল্ক স্টেশন এলাকায় বিক্ষোভ শুরু করেন সনাতনী ঐক্য মঞ্চ সংগঠনের সদস্যরা। পরে জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেন বিক্ষোভকারী। এর আগে এদিন সকালের দিকে জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারতের শ্রীভূমি থেকে প্রায় ৬ টন কমলা বাংলাদেশে আমদানি হয়। পরে সেখানকার বিক্ষোভকারীরা আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেন। বাংলাদেশি আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীদের এলসি করা মালামালের গাড়ি ভারতের শ্রীভূমি শুল্ক স্টেশন থেকে ফেরত গেছে। এতে বাংলাদেশি ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন।
তবে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের উপ কমিশনার (অতিরিক্ত দায়িত্ব-সদর দপ্তর) মমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বড়ছড়াসহ কয়েকটি স্টেশন দিয়ে পাথর-কয়লাসহ বিভিন্ন পণ্য আমদানির হয়েছে জেনেছি। জকিগঞ্জ দিয়ে এমনিতেই তেমন একটা আমদানি-রপ্তানি হয় না। আর ওই দেশে কিছু হলে তো আমাদের কিছু করার নাই। তাছাড়া আমাদের কোনো আমদানি-রপ্তানিকারক অভিযোগও করেননি যে, তারা ইম্পোর্ট-এক্সপোর্ট করতে পারছেন না।’
সিলেটের জকিগঞ্জ, সুতারকান্দি ও জুড়িসহ প্রায় সবগুলো শুল্ক স্টেশন দিয়ে পণ্য আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভারতের শ্রীভূমি (সাবেক করিমগঞ্জ) সনাতনী ঐক্য মঞ্চের নেতাকর্মীরা। আজ সোমবার রাতে জকিগঞ্জ শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন।
আগামীকাল মঙ্গলবার সকাল ৬টার মধ্যে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কে মুক্তি না দিলে দেশের সকল শুল্ক স্টেশন দিয়ে সবধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে সংগঠনটি।
রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ভারতের শ্রীভূমি শুল্ক স্টেশনে সেখানকার বিক্ষোভকারীরা দুপুরের দিকে বিক্ষোভ করে বাংলাদেশি ব্যবসায়ীদের এলসি করা মালামালের গাড়ি ফেরত দিয়েছেন। এ নিয়ে জকিগঞ্জ শুল্ক স্টেশন থেকে আমরা ভারতের শ্রীভূমি শুল্ক স্টেশনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলেও সেখানকার কর্মকর্তারা কল রিসিভ করেননি। তবে সকালের দিকে প্রায় ৬ টন কমলা বাংলাদেশে আমদানি হয়েছে। জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারতে কোন পণ্য দীর্ঘদিন ধরে রপ্তানি হয় না। সুতারকন্দি শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশি পণ্য ভারতে যায়। খবর পেয়েছি আজ সুতারকান্দি ও জুড়ি সহ কোনো স্টেশন দিয়ে বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হয়নি।’
ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই কর্মকর্তা জানান, আগামীকাল সকাল ৬টার মধ্যে চিন্ময় কৃষ্ণ বহ্মচারীকে মুক্তি না দিলে সারাদেশে সকল শুল্ক স্টেশন দিয়ে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে তারা।
জকিগঞ্জের স্থানীয়রা জানান, সোমবার দুপুরের দিকে ভারতের শ্রীভূমি শুল্ক স্টেশন এলাকায় বিক্ষোভ শুরু করেন সনাতনী ঐক্য মঞ্চ সংগঠনের সদস্যরা। পরে জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেন বিক্ষোভকারী। এর আগে এদিন সকালের দিকে জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারতের শ্রীভূমি থেকে প্রায় ৬ টন কমলা বাংলাদেশে আমদানি হয়। পরে সেখানকার বিক্ষোভকারীরা আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেন। বাংলাদেশি আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীদের এলসি করা মালামালের গাড়ি ভারতের শ্রীভূমি শুল্ক স্টেশন থেকে ফেরত গেছে। এতে বাংলাদেশি ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন।
তবে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের উপ কমিশনার (অতিরিক্ত দায়িত্ব-সদর দপ্তর) মমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বড়ছড়াসহ কয়েকটি স্টেশন দিয়ে পাথর-কয়লাসহ বিভিন্ন পণ্য আমদানির হয়েছে জেনেছি। জকিগঞ্জ দিয়ে এমনিতেই তেমন একটা আমদানি-রপ্তানি হয় না। আর ওই দেশে কিছু হলে তো আমাদের কিছু করার নাই। তাছাড়া আমাদের কোনো আমদানি-রপ্তানিকারক অভিযোগও করেননি যে, তারা ইম্পোর্ট-এক্সপোর্ট করতে পারছেন না।’
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, দেশের পুঁজিবাজারকে টেকসই ও বিনিয়োগবান্ধব করতে সঠিক নিরপেক্ষ ও বিশ্লেষণধর্মী সংবাদ অপরিহার্য। এর মাধ্যমে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়ে এবং তাঁদের সিদ্ধান্ত নেওয়া সহজ হ
৩ ঘণ্টা আগেআগামী ১ অক্টোবর থেকে ব্র্যান্ডেড ও পেটেন্ট করা ফার্মাসিউটিক্যাল ওষুধ আমদানির ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক কার্যকর করছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন।
১০ ঘণ্টা আগেডিজিটাল ব্যাংকিংয়ের সম্ভাবনা বিশাল, কিন্তু দেশ এখনো তা কাজে লাগাতে পারছে না। বর্তমানে আর্থিক খাতের মোট লেনদেনের ২৭-২৮ শতাংশ হচ্ছে ডিজিটাল মাধ্যমে, বাকিটা প্রথাগত ব্যাংকিংয়ের ওপর নির্ভরশীল। এর পেছনে রয়েছে সহায়ক নীতিমালার ঘাটতি, গ্রাহকের আস্থার সংকট, দুর্বল অবকাঠামো, সমন্বয়ের অভাব আর সাইবার...
২০ ঘণ্টা আগেবন্ড সুবিধার অপব্যবহারের ঘটনায় চট্টগ্রাম কাস্টম হাউসের আট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ, তাঁরা কনটেইনারপ্রতি ঘুষ নিয়ে প্রাপ্যতার বাইরে বিপুল কাপড় খালাস দিয়েছেন, যার ফলে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে।
২০ ঘণ্টা আগে