Ajker Patrika

সরকারি-বেসরকারি ব্যাংক ভালো অবস্থানে আছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারি-বেসরকারি ব্যাংক ভালো অবস্থানে আছে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশের ব্যাংকিং খাত এখন একটি ভালো অবস্থানে আছে। আগে সরকারি ব্যাংকগুলো সরকার থেকে টাকা নিয়ে রিফাইন্যান্সিং করে চলত।  গত দুই-তিন বছর থেকে এ অবস্থার পরিবর্তন হয়েছে। এখন রিফান্ডিং এর কোনো ব্যবস্থা নেই। তিনি বলেন, আমাদের পুঁজিবাজারের বেসিক(মৌলিক) বিষয় হচ্ছে দেশের অর্থনীতি। দেশের অর্থনীতির অবস্থা যখন ভালো হবে, পুঁজিবাজারের অবস্থাও তখন চাঙা থাকবে। 

আজ বৃহস্পতিবার দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ব্যাংকিং খাত নিয়ে  সাংবাদকিদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী  বলেন, আপনারা জানেন প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলো আগে কী অবস্থা ছিল? এ বছর তাদের ব্যালেন্স শিট দেখলে খুব হেলদি ব্যালেন্সশিট দেখতে পাবেন। বেশির ভাগ ব্যাংকেরই ব্যালেন্সশিট ভালো, প্রফিট না থাকলে তো তারা ডিভিডেন্ট দিতে পারবে না। 

আ হ ম মুস্তফা কামাল বলেন, সরকারি ব্যাংকগুলোকে সুস্পষ্টভাবে আমরা বলে দিয়েছি আপনাদের আয় করে ব্যয় করতে হবে। তারা সেটি করে যাচ্ছে। সুতরাং সরকারি ব্যাংক ও বেসরকারি ব্যাংক সবাই একটু ভালো অবস্থানে আছে।

অর্থমন্ত্রী বলেন, আগে আশঙ্কা ছিল যদি ইন্টারেস্ট (সুদ) রেট কমানো হয় ৬ শতাংশ বা ৯ শতাংশ ইন্টারেস্ট রেটগুলো তাদের জন্য দিয়েছিলাম, সেটা আমরা দিয়েছিলাম আমাদের বিবেচনায় নয়, সারা বিশ্বের বিবেচনায়। কারণ আমরাও তো কোনো না কোনোভাবে অন্য দেশের সঙ্গে সম্পৃক্ত।  সেসব দেশে যারা ব্যবসা করে সেখানে ইন্টারেস্ট রেট অনেক কম। কম ইন্টারেস্ট নিয়ে আমাদের প্রতিদ্বন্দ্বীরা যদি ব্যবসা করতে পারে, তাদের কস্ট অব প্রোডাকশন কম হবে। অপরেশনাল কস্ট আমাদের চেয়ে কম হবে। তারা প্রতিযোগিতায় টিকবে আমাদের চেয়ে বেশি।

আ হ ম মুস্তফা কামাল আরও বলেন, সার্বিক বিষয়ে বিবেচনায় রেখে প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে বলেছেন, আমাদের ইন্টারেস্ট রেটটা সবার চাইতে বেশি। এটা বাস্তবধর্মী হওয়া উচিত, সেটি হয়েছে। 

পুঁজিবাজার বেশ ভালো অবস্থায় পৌঁছেছে তবে উৎপাদনে নেই, এমন প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য অনেক ওপরে উঠে যাচ্ছে-এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিষয়টি দেখবেন।  দেশের অর্থনীতির সঙ্গে পুঁজিবাজারের চাঙা থাকার সম্পর্ক রয়েছে। পুঁজিবাজারে যে অসংগতিগুলো রয়েছে সেগুলোর বিষয়ে আমি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের কাছে তুলে ধরব।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নতুন সচিব নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আমার এক্সপেক্টেশন (আকাঙ্ক্ষা)সব সময় আপনাদের মতোই বেশি। আমি আশা করব-তিনি আমাদের এক্সপেক্টেশন পূরণ করবেন।

দীর্ঘদিন  জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) লোক নিয়োগ বন্ধ  আছে- এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আ হ ম মুস্তফা কামাল বলেন, আমি বিষয়টি দেখব। মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে কথা বলবি। আমরা বিষয়টিকে আমরা বিবেচনায় নিয়ে ইতিবাচকভাবে দেখব  এবং সেভাবেই ব্যবস্থা নেব। এ বিষয়ে এনবিআরের চেয়ারম্যানের সঙ্গে কথা বলব, তাদের যদি কোনো দাবি থাকে অবশ্যই আমরা সেটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিবেচনা করব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত