শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ
উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ নৌবন্দর সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর, যা দেশের নৌপরিবহন-ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। প্রতিদিন চট্টগ্রাম, খুলনা, মোংলা এবং অন্যান্য নৌবন্দর থেকে সার, কয়লা, পাথর, সিমেন্ট, জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যবাহী জাহাজ এখানে নোঙর করে। তবে শুকনো মৌসুম এলেই নাব্যতা-সংকট প্রকট হয়ে ওঠে, যা বন্দর কার্যক্রমকে ব্যাহত করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। সংকটের কারণে বড় জাহাজগুলো সরাসরি বন্দরে ভিড়তে পারছে না, ফলে ব্যবসায়ীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
জাহাজচালক ও ব্যবসায়ীদের ভাষ্যমতে, চট্টগ্রাম ও মোংলা নৌবন্দর থেকে আসা সার, সিমেন্টের কাঁচামাল, কয়লা, পাথর, তেলসহ বিভিন্ন পণ্যবাহী জাহাজগুলোর নদীতে ন্যূনতম ১০-১২ ফুট গভীরতার পানি প্রয়োজন হয়। কিন্তু বর্তমানে বাঘাবাড়ী নৌবন্দরের চ্যানেলে মাত্র ৫-৭ ফুট গভীরতা রয়েছে। এই অবস্থায় বড় জাহাজগুলো বন্দর পর্যন্ত পৌঁছাতে পারছে না। ফলে দৌলতদিয়া, পাটুরিয়া ঘাটসহ বিভিন্ন স্থানে পণ্য খালাস করে ছোট লাইটার জাহাজে পরিবহন করতে হচ্ছে, যা পরিবহন ব্যয় বাড়িয়ে দিচ্ছে। শ্রমিকেরা পড়েছেন নানা দুর্ভোগে, পাশাপাশি নাব্যতা-সংকটের কারণে নৌপথের বিভিন্ন পয়েন্টে ডুবোচর জেগে উঠেছে, সরু হয়ে গেছে নৌ চ্যানেল। এতে নৌপথের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, ব্যবসায়ীরা পড়ছেন বাড়তি আর্থিক চাপে। দ্রুত এই সংকট সমাধানের জন্য তাঁরা নৌ চ্যানেল খননের দাবি জানিয়েছেন।
জাহাজের মাস্টার ইউসুফ মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘নদীর তলদেশে পলি জমে নাব্যতা-সংকট তৈরি হচ্ছে। এ কারণে বড় জাহাজগুলো বন্দরে পৌঁছাতে পারছে না। তাই দ্রুততম সময়ে ড্রেজিংয়ের মাধ্যমে নৌ চ্যানেলের গভীরতা বাড়ানো জরুরি। এতে ব্যবসায়ীরা উপকৃত হবেন এবং পণ্য পরিবহন আরও সহজ হয়ে উঠবে।’
নৌযান লেবার অ্যাসোসিয়েশন বাঘাবাড়ী ঘাট শাখার যুগ্ম সম্পাদক আবদুল ওয়াহাব মাস্টার জানান, বাঘাবাড়ী বন্দর থেকে উত্তরাঞ্চলের প্রায় ৯০ শতাংশ জ্বালানি তেল ও রাসায়নিক সার সরবরাহ করা হয়। পাশাপাশি উত্তরাঞ্চলের চাল, গমসহ অন্যান্য কৃষিপণ্যও বাঘাবাড়ী বন্দরের মাধ্যমে রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য জেলায় পৌঁছায়। কিন্তু বর্তমানে নাব্যতা-সংকট এতটাই প্রকট হয়েছে যে বড় জাহাজগুলো সরাসরি বন্দরে আসতে পারছে না। এতে নৌপথের গুরুত্ব যেমন কমছে, তেমনি ব্যবসায়ীদেরও গুনতে হচ্ছে অতিরিক্ত ব্যয়।
এ প্রসঙ্গে বাঘাবাড়ী পোর্ট অফিসার আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘বাঘাবাড়ী-আরিচা নৌপথটি বর্তমানে দ্বিতীয় শ্রেণির হিসেবে চিহ্নিত। দ্বিতীয় শ্রেণির নৌপথে ন্যূনতম ৭ ফুট গভীর পানি থাকলেই জাহাজ চলাচল করতে পারে। বর্তমানে এই পথে ৯ দশমিক ৫ ফুট গভীরতা রয়েছে, ফলে নৌযান চলাচলে তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। তবে ব্যবসায়ীরা অতিরিক্ত মালপত্র পরিবহনের জন্য বড় জাহাজ ব্যবহার করতে চান, যা মূলত প্রথম শ্রেণির নৌপথের জন্য উপযোগী। এটাই মূল সমস্যার কারণ। বন্দরটিকে প্রথম শ্রেণিতে উন্নীত করার প্রস্তাব পাঠানো হয়েছে, যা বাস্তবায়িত হলে এই সমস্যার সমাধান হবে।’
নাব্যতা-সংকট নিরসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ব্যবসায়ীরা আরও ক্ষতির মুখে পড়বেন। বন্দরটির গুরুত্ব বিবেচনায় রেখে দ্রুত ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা এবং একে প্রথম শ্রেণির নৌবন্দরে উন্নীত করা এখন সময়ের দাবি। এতে দেশের উত্তরাঞ্চলের নৌপরিবহন আরও গতিশীল হবে, অর্থনীতিতে আসবে ইতিবাচক পরিবর্তন, এবং ব্যবসায়ীদের জন্য পণ্য পরিবহন সহজ ও ব্যয়সাশ্রয়ী হবে।
উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ নৌবন্দর সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর, যা দেশের নৌপরিবহন-ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। প্রতিদিন চট্টগ্রাম, খুলনা, মোংলা এবং অন্যান্য নৌবন্দর থেকে সার, কয়লা, পাথর, সিমেন্ট, জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যবাহী জাহাজ এখানে নোঙর করে। তবে শুকনো মৌসুম এলেই নাব্যতা-সংকট প্রকট হয়ে ওঠে, যা বন্দর কার্যক্রমকে ব্যাহত করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। সংকটের কারণে বড় জাহাজগুলো সরাসরি বন্দরে ভিড়তে পারছে না, ফলে ব্যবসায়ীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
জাহাজচালক ও ব্যবসায়ীদের ভাষ্যমতে, চট্টগ্রাম ও মোংলা নৌবন্দর থেকে আসা সার, সিমেন্টের কাঁচামাল, কয়লা, পাথর, তেলসহ বিভিন্ন পণ্যবাহী জাহাজগুলোর নদীতে ন্যূনতম ১০-১২ ফুট গভীরতার পানি প্রয়োজন হয়। কিন্তু বর্তমানে বাঘাবাড়ী নৌবন্দরের চ্যানেলে মাত্র ৫-৭ ফুট গভীরতা রয়েছে। এই অবস্থায় বড় জাহাজগুলো বন্দর পর্যন্ত পৌঁছাতে পারছে না। ফলে দৌলতদিয়া, পাটুরিয়া ঘাটসহ বিভিন্ন স্থানে পণ্য খালাস করে ছোট লাইটার জাহাজে পরিবহন করতে হচ্ছে, যা পরিবহন ব্যয় বাড়িয়ে দিচ্ছে। শ্রমিকেরা পড়েছেন নানা দুর্ভোগে, পাশাপাশি নাব্যতা-সংকটের কারণে নৌপথের বিভিন্ন পয়েন্টে ডুবোচর জেগে উঠেছে, সরু হয়ে গেছে নৌ চ্যানেল। এতে নৌপথের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, ব্যবসায়ীরা পড়ছেন বাড়তি আর্থিক চাপে। দ্রুত এই সংকট সমাধানের জন্য তাঁরা নৌ চ্যানেল খননের দাবি জানিয়েছেন।
জাহাজের মাস্টার ইউসুফ মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘নদীর তলদেশে পলি জমে নাব্যতা-সংকট তৈরি হচ্ছে। এ কারণে বড় জাহাজগুলো বন্দরে পৌঁছাতে পারছে না। তাই দ্রুততম সময়ে ড্রেজিংয়ের মাধ্যমে নৌ চ্যানেলের গভীরতা বাড়ানো জরুরি। এতে ব্যবসায়ীরা উপকৃত হবেন এবং পণ্য পরিবহন আরও সহজ হয়ে উঠবে।’
নৌযান লেবার অ্যাসোসিয়েশন বাঘাবাড়ী ঘাট শাখার যুগ্ম সম্পাদক আবদুল ওয়াহাব মাস্টার জানান, বাঘাবাড়ী বন্দর থেকে উত্তরাঞ্চলের প্রায় ৯০ শতাংশ জ্বালানি তেল ও রাসায়নিক সার সরবরাহ করা হয়। পাশাপাশি উত্তরাঞ্চলের চাল, গমসহ অন্যান্য কৃষিপণ্যও বাঘাবাড়ী বন্দরের মাধ্যমে রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য জেলায় পৌঁছায়। কিন্তু বর্তমানে নাব্যতা-সংকট এতটাই প্রকট হয়েছে যে বড় জাহাজগুলো সরাসরি বন্দরে আসতে পারছে না। এতে নৌপথের গুরুত্ব যেমন কমছে, তেমনি ব্যবসায়ীদেরও গুনতে হচ্ছে অতিরিক্ত ব্যয়।
এ প্রসঙ্গে বাঘাবাড়ী পোর্ট অফিসার আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘বাঘাবাড়ী-আরিচা নৌপথটি বর্তমানে দ্বিতীয় শ্রেণির হিসেবে চিহ্নিত। দ্বিতীয় শ্রেণির নৌপথে ন্যূনতম ৭ ফুট গভীর পানি থাকলেই জাহাজ চলাচল করতে পারে। বর্তমানে এই পথে ৯ দশমিক ৫ ফুট গভীরতা রয়েছে, ফলে নৌযান চলাচলে তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। তবে ব্যবসায়ীরা অতিরিক্ত মালপত্র পরিবহনের জন্য বড় জাহাজ ব্যবহার করতে চান, যা মূলত প্রথম শ্রেণির নৌপথের জন্য উপযোগী। এটাই মূল সমস্যার কারণ। বন্দরটিকে প্রথম শ্রেণিতে উন্নীত করার প্রস্তাব পাঠানো হয়েছে, যা বাস্তবায়িত হলে এই সমস্যার সমাধান হবে।’
নাব্যতা-সংকট নিরসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ব্যবসায়ীরা আরও ক্ষতির মুখে পড়বেন। বন্দরটির গুরুত্ব বিবেচনায় রেখে দ্রুত ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা এবং একে প্রথম শ্রেণির নৌবন্দরে উন্নীত করা এখন সময়ের দাবি। এতে দেশের উত্তরাঞ্চলের নৌপরিবহন আরও গতিশীল হবে, অর্থনীতিতে আসবে ইতিবাচক পরিবর্তন, এবং ব্যবসায়ীদের জন্য পণ্য পরিবহন সহজ ও ব্যয়সাশ্রয়ী হবে।
জনসংখ্যায় ক্ষুদ্র, কিন্তু প্রভাবের বিচারে বিশাল নর্ডিক দেশগুলো যেন এক অর্থনৈতিক বিস্ময়। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড—এই চার দেশের জনসংখ্যা ও অর্থনৈতিক আকার যতই ছোট হোক না কেন, এখান থেকেই জন্ম নিয়েছে আইকিয়া, লেগো, স্পটিফাই, নোভো নর্ডিস্ক, নোকিয়া ও কার্লসবার্গের মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলো।
২২ মিনিট আগেহজ মৌসুমে সম্মানিত হজযাত্রীদের জন্য উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পে সেবা বুথ উদ্বোধন করেছে এক্সিম ব্যাংক। ২৮ এপ্রিল হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২ ঘণ্টা আগেইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ওয়েস্টার্ন ইউনিয়নের ‘স্পেশাল ঈদ রেমিট্যান্স ক্যাম্পেইন’ শীর্ষক মাসব্যাপী ক্যাম্পেইন আজ মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পেইন চলাকালে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংকে রেমিট্যান্স প্রেরণকারীদের ডিজিটাল ড্রর মাধ্যমে প্রতি সপ্তাহে ৩টি করে
৩ ঘণ্টা আগেএনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় সম্প্রতি আবদুস সালাম (উদ্যোক্তা পরিচালক) সর্বসম্মতিক্রমে ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। ইঞ্জিনিয়ার আবদুস সালাম দেশের একজন স্বনামধন্য প্রকৌশলী এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী। প্রতিষ্ঠানের খবর, করপোরেট, ব্যাংক, বিজ্ঞপ্তি, এনসিসি ব্যাংক
৩ ঘণ্টা আগে