হঠাৎ করে দেশে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। আগের মূল্যের তুলনায় প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে নতুন মূল্য কার্যকর করা হয়েছে। ঘোষণা অনুসারে, শুক্রবার রাত ১২টার পর থেকে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের খুচরা মূল্য প্রতি লিটার ১১৪ টাকা, পেট্রল ১৩০ ও অকটেন ১৩৫ টাকা কার্যকর হয়েছে।
বৈশ্বিক রাজনীতিতে অস্থিতিশীলতার প্রভাবে জ্বালানি তেলের বাজারেও শুরু হয়েছে অস্থিরতা। সেই ঢেউ লেগেছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপর।
পেট্রল, অকটেন, ডিজেল ও প্রাকৃতিক গ্যাসের বৈশ্বিক পরিসংখ্যান প্রদর্শনকারী ওয়েবসাইট গ্লোবালপেট্রলপ্রাইস ডটকমের তথ্যানুসারে, অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশ শ্রীলঙ্কায় বাংলাদেশি মুদ্রায় জ্বালানি তেলের দাম সবচেয়ে বেশি। সবচেয়ে কম মালদ্বীপে।
দেখা গেছে, বাংলাদেশি মুদ্রার বাইরে নিজ নিজ দেশীয় মুদ্রায় শ্রীলঙ্কায় এক লিটার অকটেনের দাম ৫৪০ শ্রীলঙ্কান রুপি, পাকিস্তানে ২৩০ পাকিস্তানি রুপি, আফগানিস্তানে ৮৮ আফগানি, ভারতে ১০৮ ভারতীয় রুপি, নেপালে ১৮১ নেপালি রুপি, ভুটানে ১২০ দশমিক ৬৮ ভারতীয় রুপি এবং মালদ্বীপে ১ লিটার অকটেন কিনতে খরচ হচ্ছে ১৬ দশমিক ৭৭ রুপিয়া।
একইভাবে, শ্রীলঙ্কায় এক লিটার ডিজেলের দাম ৪৩০ শ্রীলঙ্কান রুপি, পাকিস্তানে ২৩৬ পাকিস্তানি রুপি, আফগানিস্তানে ১১৮ আফগানি, ভারতে ৯৩ দশমিক ৪৭৫ ভারতীয় রুপি, নেপালে ১৭২ নেপালি রুপি, ভুটানে ১০০ দশমিক ৫২ ভারতীয় রুপি এবং মালদ্বীপে ১৬ দশমিক ৫৫ রুপিয়া।
অবশ্য এর মধ্যে ডলারের বিপরীতে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপালের মুদ্রার মান বাংলাদেশের বেশ নিচে।
গত ১ আগস্ট পর্যন্ত হালনাগাদ তথ্যে এ চিত্র দিয়েছে গ্লোবালপেট্রলপ্রাইস ডটকম।
তথ্যসূত্র: গ্লোবালপেট্রলপ্রাইস ডটকম ও এক্সই ডটকম
বাংলাদেশি মুদ্রায় হিসাব করলে বিশ্বে বর্তমানে সবচেয়ে কম খরচে অকটেন পাওয়া যাবে ভেনেজুয়েলায়। দেশটিতে বাংলাদেশি মুদ্রায় ২ দশমিক ১০৩ টাকায় এক লিটার অকটেন পাওয়া যাবে। অপরদিকে বাংলাদেশি মুদ্রায় সবচেয়ে বেশি দামে অকটেন কিনতে হবে হংকংয়ে। সেখানে এক লিটার অকটেন কিনতে গেলে আপনাকে পরিশোধ করতে হবে ২৮২ দশমিক ২৫১ টাকা।
অপরদিকে, বাংলাদেশি মুদ্রায় সবচেয়ে কম খরচে ডিজেল কিনতে পাওয়া যাবে ইরানে। দেশটিতে আপনি ১ দশমিক ০১২ টাকা দিয়েই কিনতে পারবেন এক লিটার অকটেন এবং ডিজেল কিনতে গেলে বাংলাদেশি টাকায় সবচেয়ে বেশি খরচ করতে হবে হংকংয়ে। সেখানে এক লিটার ডিজেলের কিনতে আপনাকে পরিশোধ করতে হবে ২৬০ দশমিক ৬৫১ টকা।
ভেনেজুয়েলা এবং ইরান একই সঙ্গে বিশ্ববাজারে তেলের অন্যতম সরবরাহকারী।
জ্বালানি তেল সম্পর্কিত আরও পড়ুন:
হঠাৎ করে দেশে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। আগের মূল্যের তুলনায় প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে নতুন মূল্য কার্যকর করা হয়েছে। ঘোষণা অনুসারে, শুক্রবার রাত ১২টার পর থেকে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের খুচরা মূল্য প্রতি লিটার ১১৪ টাকা, পেট্রল ১৩০ ও অকটেন ১৩৫ টাকা কার্যকর হয়েছে।
বৈশ্বিক রাজনীতিতে অস্থিতিশীলতার প্রভাবে জ্বালানি তেলের বাজারেও শুরু হয়েছে অস্থিরতা। সেই ঢেউ লেগেছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপর।
পেট্রল, অকটেন, ডিজেল ও প্রাকৃতিক গ্যাসের বৈশ্বিক পরিসংখ্যান প্রদর্শনকারী ওয়েবসাইট গ্লোবালপেট্রলপ্রাইস ডটকমের তথ্যানুসারে, অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশ শ্রীলঙ্কায় বাংলাদেশি মুদ্রায় জ্বালানি তেলের দাম সবচেয়ে বেশি। সবচেয়ে কম মালদ্বীপে।
দেখা গেছে, বাংলাদেশি মুদ্রার বাইরে নিজ নিজ দেশীয় মুদ্রায় শ্রীলঙ্কায় এক লিটার অকটেনের দাম ৫৪০ শ্রীলঙ্কান রুপি, পাকিস্তানে ২৩০ পাকিস্তানি রুপি, আফগানিস্তানে ৮৮ আফগানি, ভারতে ১০৮ ভারতীয় রুপি, নেপালে ১৮১ নেপালি রুপি, ভুটানে ১২০ দশমিক ৬৮ ভারতীয় রুপি এবং মালদ্বীপে ১ লিটার অকটেন কিনতে খরচ হচ্ছে ১৬ দশমিক ৭৭ রুপিয়া।
একইভাবে, শ্রীলঙ্কায় এক লিটার ডিজেলের দাম ৪৩০ শ্রীলঙ্কান রুপি, পাকিস্তানে ২৩৬ পাকিস্তানি রুপি, আফগানিস্তানে ১১৮ আফগানি, ভারতে ৯৩ দশমিক ৪৭৫ ভারতীয় রুপি, নেপালে ১৭২ নেপালি রুপি, ভুটানে ১০০ দশমিক ৫২ ভারতীয় রুপি এবং মালদ্বীপে ১৬ দশমিক ৫৫ রুপিয়া।
অবশ্য এর মধ্যে ডলারের বিপরীতে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপালের মুদ্রার মান বাংলাদেশের বেশ নিচে।
গত ১ আগস্ট পর্যন্ত হালনাগাদ তথ্যে এ চিত্র দিয়েছে গ্লোবালপেট্রলপ্রাইস ডটকম।
তথ্যসূত্র: গ্লোবালপেট্রলপ্রাইস ডটকম ও এক্সই ডটকম
বাংলাদেশি মুদ্রায় হিসাব করলে বিশ্বে বর্তমানে সবচেয়ে কম খরচে অকটেন পাওয়া যাবে ভেনেজুয়েলায়। দেশটিতে বাংলাদেশি মুদ্রায় ২ দশমিক ১০৩ টাকায় এক লিটার অকটেন পাওয়া যাবে। অপরদিকে বাংলাদেশি মুদ্রায় সবচেয়ে বেশি দামে অকটেন কিনতে হবে হংকংয়ে। সেখানে এক লিটার অকটেন কিনতে গেলে আপনাকে পরিশোধ করতে হবে ২৮২ দশমিক ২৫১ টাকা।
অপরদিকে, বাংলাদেশি মুদ্রায় সবচেয়ে কম খরচে ডিজেল কিনতে পাওয়া যাবে ইরানে। দেশটিতে আপনি ১ দশমিক ০১২ টাকা দিয়েই কিনতে পারবেন এক লিটার অকটেন এবং ডিজেল কিনতে গেলে বাংলাদেশি টাকায় সবচেয়ে বেশি খরচ করতে হবে হংকংয়ে। সেখানে এক লিটার ডিজেলের কিনতে আপনাকে পরিশোধ করতে হবে ২৬০ দশমিক ৬৫১ টকা।
ভেনেজুয়েলা এবং ইরান একই সঙ্গে বিশ্ববাজারে তেলের অন্যতম সরবরাহকারী।
জ্বালানি তেল সম্পর্কিত আরও পড়ুন:
কর দিতে গিয়েও দিতে হয় ঘুষ—শিল্পমালিকদের এই বিস্ফোরক ক্ষোভ এখন আর কানে কানে বলা গুঞ্জন নয়, বরং অর্থনীতির কেন্দ্রবিন্দুতে প্রকাশ্য প্রতিবাদ। নিয়মিত করদাতারা পাচ্ছেন না ন্যায্য সম্মান, বরং তাঁদের ঘাড়ে চাপছে অতিরিক্ত বোঝা। উৎপাদনে ব্যবহৃত গ্যাস-বিদ্যুৎ নেই, অথচ কর চাই নিরবচ্ছিন্নভাবে। বিনিয়োগ থমকে...
১ ঘণ্টা আগেআগামী এক বছরের মধ্যে একটি পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য অঞ্চল (এফটিজেড) স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এই পদক্ষেপের মাধ্যমে দেশকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র বা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করার লক্ষ্যে কাজ শুরু হচ্ছে।
১ ঘণ্টা আগেরাজধানীর অলিগলিতে প্রতিদিনের চেনা দৃশ্য—রোদে ঝলসে গেলেও থামে না শ্রমিকের কাজ। কেউ ড্রেন খুঁড়ছেন, কেউ টানছেন ইট-বালু। কোটি কোটি টাকার ঠিকাদারি প্রকল্পে সড়ক আর ভবন গড়ে উঠলেও সেই সব নির্মাণের ভিত গাঁথা শ্রমিকদের মজুরি থাকে বড্ড কম। কাজের ভার আর দক্ষতার ভিত্তিতে নয়—তাঁদের ঘামের দাম ঠিক হয় মালিকের...
১ ঘণ্টা আগেদেশে রপ্তানি ও প্রবাসী আয় বাড়লেও বিদেশি উন্নয়ন সহযোগীদের প্রকল্প ঋণের প্রতিশ্রুতি আশঙ্কাজনক হারে কমেছে। বিপরীতে পুরোনো ঋণ পরিশোধের চাপ বেড়েছে।
১ ঘণ্টা আগে