Ajker Patrika

পাঠাওয়ে চালু হলো বিমা সুবিধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাঠাওয়ে চালু হলো বিমা সুবিধা

দেশের অন্যতম রাইড শেয়ারিং অ্যাপ ‘পাঠাও’ তার ‘ইউজার’, ‘রাইডার’ ও ‘ক্যাপ্টেনদের’ জন্য সড়কে নিরাপদ যাতায়াত সেবা নিশ্চিত করতে বিমা সেবা চালু করেছে। গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে এ সেবা চালু করা হলো। আজ শুক্রবার ‘জাতীয় নিরাপদ সড়ক দিবসে’ এ বিমা সেবার যাত্রা শুরু হয়েছে। 

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের পলিসি অনুযায়ী, পাঠাও অ্যাপের রাইড শেয়ারিং সার্ভিস ব্যবহার করে কোনো ‘ইউজার’, ‘রাইডার’ ও ‘ক্যাপ্টেন’ দুর্ঘটনার শিকার হলে তাঁরা বিমা সুবিধা পাবেন। এ বিমা কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে-প্রাথমিক চিকিৎসা খরচ (হাসপাতালে ভর্তি না হলেও), হাসপাতালের ব্যয়, স্থায়ী অক্ষমতায় আর্থিক সাহায্য ও দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষতিপূরণ হিসেবে সর্বোচ্চ ১ লাখ টাকা দেওয়া হবে। 

নিরাপদ রাইড শেয়ারিং নিশ্চিত করতে পাঠাও এরই মধ্যে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা (যেমন-জিপিএস ট্র্যাকিং, চালক ও যাত্রীদের প্রয়োজনীয় তথ্য জমা রাখা, ভিওআইপি কল, জাতীয় জরুরি সেবায় সরাসরি যোগাযোগের জন্য ইমার্জেন্সি বাটন সুবিধা, অ্যাপে ২৪ ঘণ্টা সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিমের সাহায্য পাওয়ার সুযোগ, রাইড শেয়ারিং চলাকালীন ‘ট্রাস্টেড কন্টাক্ট’ অর্থাৎ পরিবার, বন্ধু বা বিশ্বস্ত কারও সঙ্গে রাইডের বিস্তারিত শেয়ারের অভিনব পদ্ধতি ইত্যাদি) নেওয়া হয়েছে। এতে যাত্রী ও চালকেরা সব সময় নিরাপদ ও সংযুক্ত থাকছেন। 

এবার প্ল্যাটফর্মের ইউজারদের জন্য কোনো একটি ‘ট্রিপ’ শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত বিমা সুবিধাও নিয়ে এসেছে ‘পাঠাও। তবে অফলাইন ট্রিপে (পাঠাও অ্যাপ ছাড়া) দুর্ঘটনা ঘটলে চালক ও যাত্রী কেউই বিমা সুবিধা পাবেন না। 

এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পাঠাও প্রেসিডেন্ট ফাহিম আহমেদ, গ্রীন ডেল্টা ইনস্যুরেন্সের ইভিপি অ্যান্ড হেড অব ইমপ্যাক্ট বিজনেস নিপুণ বড়ুয়া, এফএসভিপি অ্যান্ড ক্লাস্টার হেড মো. জাহাঙ্গীর কবির, ভিপি অ্যান্ড ব্র্যাঞ্চ ইনচার্জ মো. মইনুল ইসলাম ভূইঁয়া, এসভিপি, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স সাদাফ নাসিরসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

পাঠাও প্রেসিডেন্ট ফাহিম আহমেদ বলেন, এ ঘোষণা প্ল্যাটফর্মের ‘ইউজার’, ‘রাইডার’ ও ‘ক্যাপ্টেনদের’ মানসিক প্রশান্তি এবং তাদের আর্থিক সহযোগিতায় পাঠাওয়ের পাশে থাকার প্রতিশ্রুতিই পুনর্ব্যক্ত করছে। দিনে দিনে রাইড শেয়ারিংয়ের জনপ্রিয়তা ও ইউজারদের কাছে এ সেবার গ্রহণযোগ্যতা বাড়তে থাকায় বাংলাদেশে শুরু করা এ ইন্স্যুরেন্স পলিসি দৃষ্টান্ত হয়ে থাকবে। 

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী ফারজানা চৌধুরী বলেন, এ বিমা সেবা ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। ভিন্ন ভিন্ন ভোক্তাদের কথা মাথায় রেখে ইন্স্যুরেন্স সুবিধা দেওয়ার ক্ষেত্রে ঝুঁকি নির্ণয়ে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের পারদর্শিতা ও দীর্ঘদিনের অভিজ্ঞতা এ বিমা সেবার সলিউশন তৈরিতে আমাদের সাহায্য করেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত