Ajker Patrika

চলতি অর্থবছরে ২৫ বিলিয়ন ডলার রেমিট্যান্সের আশা অর্থমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি অর্থবছরে ২৫ বিলিয়ন ডলার রেমিট্যান্সের আশা অর্থমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের মাধ্যমে চলতি অর্থবছরে দেশে ২৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ সোমবার দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
 
অর্থমন্ত্রী বলেন, ‘রেমিট্যান্সে আমরা একটু পিছিয়ে আছি। রেমিট্যান্স প্রবাহ এখন যেভাবে এগোচ্ছে সেভাবে এগোলে ২১ বিলিয়ন ডলার পর্যন্ত আসবে বলে আমরা আশা করতে পারি।’
 
মুস্তফা কামাল বলেন, ‘ঈদের সময় বেশি রেমিট্যান্স দেশে আসে, আমাদের সামনে দুটি ঈদ রয়েছে। সেটা বাদ দিয়েই আমরা ২১ বিলিয়ন ডলার রেমিট্যান্স প্রত্যাশা করছি। রেমিট্যান্সের যে প্রবাহ আমরা প্রত্যাশা করছি সেটা অব্যাহত থাকলে এ বছর আশা করি আমরা ২৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স অর্জন করতে পারব।’
 
অর্থমন্ত্রী বলেন, ‘দেশের প্রতিটি খাতে আমাদের প্রবৃদ্ধি এগিয়ে আছে। আমরা যথাযথ প্রবৃদ্ধি অর্জন করে যাচ্ছি। আমাদের রপ্তানি বেড়েছে, আমরা যে পরিমাণ আশা করেছিলাম তার চেয়ে বেশি রপ্তানি হচ্ছে। নভেম্বরে এক মাসে আমাদের ৩১ শতাংশ রপ্তানি বেড়েছে। চলতি অর্থবছরের ৫ মাসে (নভেম্বর পর্যন্ত) আমাদের রপ্তানির প্রবৃদ্ধি ২৪ দশমিক ৩ শতাংশ।
 
মুস্তফা কামাল বলেন, ‘আমাদের আমদানি রপ্তানির অবস্থাও ভালো। দেশের আমদানি রপ্তানি যে গতিতে এগোচ্ছে, আমরা বিশ্বাস করি এ বছর রপ্তানিতে নতুন একটি মাইলফলক অর্জন করতে যাচ্ছি আমরা।’
 
অর্থমন্ত্রী বলেন, গত ৫০ বছরেই আমাদের যে অর্জন তা একইভাবে অগ্রগতি হয়েছে তা নয়। আমাদের জিডিপিতে প্রথম ১০০ বিলিয়ন ডলার অর্জন করতে লেগেছিল ৩৮ বছর। ৫০ বছরের মাঝে ৩৮ বছর বাদ দিলে থাকে ১২ বছর। আমাদের বেশির ভাগ অর্জনই হয়েছে এই ১২ বছরে। ২০০৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত আমাদের সকল অর্জন হয়েছে।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে মুস্তফা কামাল বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্ব এবং সুচিন্তিত মতামত আমাদের অর্থনীতিকে যে গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমি বিশ্বাস করি আগামীতে আমরা ভালো অর্জন করতে পারব। আমাদের লক্ষ্য হচ্ছে ২০৩০ সালের মধ্যে দেশকে উচ্চ মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশের কাতারে আমাদের সামিল করা।’   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত