নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের মাধ্যমে চলতি অর্থবছরে দেশে ২৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ সোমবার দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
অর্থমন্ত্রী বলেন, ‘রেমিট্যান্সে আমরা একটু পিছিয়ে আছি। রেমিট্যান্স প্রবাহ এখন যেভাবে এগোচ্ছে সেভাবে এগোলে ২১ বিলিয়ন ডলার পর্যন্ত আসবে বলে আমরা আশা করতে পারি।’
মুস্তফা কামাল বলেন, ‘ঈদের সময় বেশি রেমিট্যান্স দেশে আসে, আমাদের সামনে দুটি ঈদ রয়েছে। সেটা বাদ দিয়েই আমরা ২১ বিলিয়ন ডলার রেমিট্যান্স প্রত্যাশা করছি। রেমিট্যান্সের যে প্রবাহ আমরা প্রত্যাশা করছি সেটা অব্যাহত থাকলে এ বছর আশা করি আমরা ২৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স অর্জন করতে পারব।’
অর্থমন্ত্রী বলেন, ‘দেশের প্রতিটি খাতে আমাদের প্রবৃদ্ধি এগিয়ে আছে। আমরা যথাযথ প্রবৃদ্ধি অর্জন করে যাচ্ছি। আমাদের রপ্তানি বেড়েছে, আমরা যে পরিমাণ আশা করেছিলাম তার চেয়ে বেশি রপ্তানি হচ্ছে। নভেম্বরে এক মাসে আমাদের ৩১ শতাংশ রপ্তানি বেড়েছে। চলতি অর্থবছরের ৫ মাসে (নভেম্বর পর্যন্ত) আমাদের রপ্তানির প্রবৃদ্ধি ২৪ দশমিক ৩ শতাংশ।
মুস্তফা কামাল বলেন, ‘আমাদের আমদানি রপ্তানির অবস্থাও ভালো। দেশের আমদানি রপ্তানি যে গতিতে এগোচ্ছে, আমরা বিশ্বাস করি এ বছর রপ্তানিতে নতুন একটি মাইলফলক অর্জন করতে যাচ্ছি আমরা।’
অর্থমন্ত্রী বলেন, গত ৫০ বছরেই আমাদের যে অর্জন তা একইভাবে অগ্রগতি হয়েছে তা নয়। আমাদের জিডিপিতে প্রথম ১০০ বিলিয়ন ডলার অর্জন করতে লেগেছিল ৩৮ বছর। ৫০ বছরের মাঝে ৩৮ বছর বাদ দিলে থাকে ১২ বছর। আমাদের বেশির ভাগ অর্জনই হয়েছে এই ১২ বছরে। ২০০৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত আমাদের সকল অর্জন হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে মুস্তফা কামাল বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্ব এবং সুচিন্তিত মতামত আমাদের অর্থনীতিকে যে গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমি বিশ্বাস করি আগামীতে আমরা ভালো অর্জন করতে পারব। আমাদের লক্ষ্য হচ্ছে ২০৩০ সালের মধ্যে দেশকে উচ্চ মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশের কাতারে আমাদের সামিল করা।’
বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের মাধ্যমে চলতি অর্থবছরে দেশে ২৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ সোমবার দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
অর্থমন্ত্রী বলেন, ‘রেমিট্যান্সে আমরা একটু পিছিয়ে আছি। রেমিট্যান্স প্রবাহ এখন যেভাবে এগোচ্ছে সেভাবে এগোলে ২১ বিলিয়ন ডলার পর্যন্ত আসবে বলে আমরা আশা করতে পারি।’
মুস্তফা কামাল বলেন, ‘ঈদের সময় বেশি রেমিট্যান্স দেশে আসে, আমাদের সামনে দুটি ঈদ রয়েছে। সেটা বাদ দিয়েই আমরা ২১ বিলিয়ন ডলার রেমিট্যান্স প্রত্যাশা করছি। রেমিট্যান্সের যে প্রবাহ আমরা প্রত্যাশা করছি সেটা অব্যাহত থাকলে এ বছর আশা করি আমরা ২৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স অর্জন করতে পারব।’
অর্থমন্ত্রী বলেন, ‘দেশের প্রতিটি খাতে আমাদের প্রবৃদ্ধি এগিয়ে আছে। আমরা যথাযথ প্রবৃদ্ধি অর্জন করে যাচ্ছি। আমাদের রপ্তানি বেড়েছে, আমরা যে পরিমাণ আশা করেছিলাম তার চেয়ে বেশি রপ্তানি হচ্ছে। নভেম্বরে এক মাসে আমাদের ৩১ শতাংশ রপ্তানি বেড়েছে। চলতি অর্থবছরের ৫ মাসে (নভেম্বর পর্যন্ত) আমাদের রপ্তানির প্রবৃদ্ধি ২৪ দশমিক ৩ শতাংশ।
মুস্তফা কামাল বলেন, ‘আমাদের আমদানি রপ্তানির অবস্থাও ভালো। দেশের আমদানি রপ্তানি যে গতিতে এগোচ্ছে, আমরা বিশ্বাস করি এ বছর রপ্তানিতে নতুন একটি মাইলফলক অর্জন করতে যাচ্ছি আমরা।’
অর্থমন্ত্রী বলেন, গত ৫০ বছরেই আমাদের যে অর্জন তা একইভাবে অগ্রগতি হয়েছে তা নয়। আমাদের জিডিপিতে প্রথম ১০০ বিলিয়ন ডলার অর্জন করতে লেগেছিল ৩৮ বছর। ৫০ বছরের মাঝে ৩৮ বছর বাদ দিলে থাকে ১২ বছর। আমাদের বেশির ভাগ অর্জনই হয়েছে এই ১২ বছরে। ২০০৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত আমাদের সকল অর্জন হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে মুস্তফা কামাল বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্ব এবং সুচিন্তিত মতামত আমাদের অর্থনীতিকে যে গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমি বিশ্বাস করি আগামীতে আমরা ভালো অর্জন করতে পারব। আমাদের লক্ষ্য হচ্ছে ২০৩০ সালের মধ্যে দেশকে উচ্চ মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশের কাতারে আমাদের সামিল করা।’
ঢাকা ব্যাংকের এমডি হিসেবে যোগ দেওয়ার এক বছরেরও কম সময়ে পদত্যাগ করলেন শেখ মোহাম্মদ মারুফ। এর আগে তিনি সিটি ব্যাংকে অতিরিক্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। সূত্র জানিয়েছে, গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ঢাকা ব্যাংকের কয়েকজন সাবেক ও বর্তমান পরিচালক সক্রিয় হয়ে ওঠেন।
৪ ঘণ্টা আগেজাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৬ হাজার ৫০৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয় সংবলিত ১০টি প্রকল্প অনুমোদিত হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৮২১ কোটি ৫৮ লাখ টাকা, প্রকল্প ঋণ ২ হাজার ৪২৮ কোটি ৪ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২৫৬ কোটি ৮৯ লাখ টাকা।
৬ ঘণ্টা আগেদেশের মুদ্রাবাজারে আজ রোববার সপ্তাহের প্রথম দিনে লেনদেন চলছে পুরোদমে। গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারের তুলনায় আজ ডলারের দাম কিছুটা কমেছে। এদিন ইউরোর দাম কিছুটা কমলেও ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের দাম কিছুটা বেড়েছে।
৭ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এর ফলে, ভারতের রপ্তানির প্রায় ৭০ শতাংশ, যার আর্থিক মূল্য ৬০ দশমিক ৮৫ বিলিয়ন ডলার, এখন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের আওতায় পড়েছে। ভারতীয় আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক গবেষণা পরিষদের (আইসিআরআইইআর)
৭ ঘণ্টা আগে