নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিয়ম বহির্ভূতভাবে যারা কাঁচা পাট মজুত করেছেন, তাঁদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করবে সরকার। অভ্যন্তরীণ বাজারে কাঁচা পাট সরবরাহ নিশ্চিত করতে এবং পাট ও পাটজাত পণ্য রপ্তানির ধারা বেগবান করতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
সচিবালয়ে আজ রোববার বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ), বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন (বিজেএমএ) এবং বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠকে বস্ত্র ও পাটমন্ত্রী এ কথা বলেন।
বৈঠকে আলোচনা ও সিদ্ধান্তের বিষয়ে মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কাঁচা পাট সংকটে পাটকলগুলো উৎপাদন ঝুঁকিতে পড়েছে জানিয়ে পাটমন্ত্রী বলেছেন, কারখানাগুলোতে কাঁচা পাটের সরবরাহ নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয়ের ধারা অব্যাহত রাখতে হবে।
নিয়ম অনুযায়ী, ডিলার ও আড়তদারেরা ১ হাজার মণের বেশি কাঁচা পাট এক মাসের বেশি মজুত করতে পারবেন না। এটি নিশ্চিতের পাশাপাশি লাইসেন্সবিহীন ব্যবসায়ীদের কাঁচা পাট ক্রয়-বিক্রয় ও মজুত থেকে বিরত রাখা, ভেজা পাট ক্রয়-বিক্রয় রোধ করা এবং বাজারে কাঁচা পাটের সরবরাহ নিশ্চিতের পদক্ষেপ নিতে পাট অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘চলতি পাট মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী পাট চাষ নিশ্চিত করতে পাটের বীজ সরবরাহ ঠিক রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। মানসম্মত পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে পাঁচ বছরের জন্য কৃষি মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় যৌথভাবে রোডম্যাপ তৈরি করেছে। এবারের পাট মৌসুম থেকে রোডম্যাপ বাস্তবায়ন শুরু হয়ে ধাপে ধাপে আগামী পাঁচ বছরে শতভাগ বাস্তবায়ন করা হবে। এই রোডম্যাপ বাস্তবায়ন হলে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ উন্নত পাট বীজ উৎপাদনে স্বনির্ভর হবে। এতে করে প্রয়োজনীয় পাট বীজ সংগ্রহে আমদানি নির্ভরতা থাকবে না।’
২০২১-২২ অর্থ বছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ ৬ কোটি ৯৮ লাখ মার্কিন ডলার আয় করেছে। রপ্তানি আয়ে চামড়া খাতকে ছাড়িয়ে এখন দ্বিতীয় স্থানে রয়েছে পাট খাত।
নিয়ম বহির্ভূতভাবে যারা কাঁচা পাট মজুত করেছেন, তাঁদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করবে সরকার। অভ্যন্তরীণ বাজারে কাঁচা পাট সরবরাহ নিশ্চিত করতে এবং পাট ও পাটজাত পণ্য রপ্তানির ধারা বেগবান করতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
সচিবালয়ে আজ রোববার বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ), বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন (বিজেএমএ) এবং বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠকে বস্ত্র ও পাটমন্ত্রী এ কথা বলেন।
বৈঠকে আলোচনা ও সিদ্ধান্তের বিষয়ে মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কাঁচা পাট সংকটে পাটকলগুলো উৎপাদন ঝুঁকিতে পড়েছে জানিয়ে পাটমন্ত্রী বলেছেন, কারখানাগুলোতে কাঁচা পাটের সরবরাহ নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয়ের ধারা অব্যাহত রাখতে হবে।
নিয়ম অনুযায়ী, ডিলার ও আড়তদারেরা ১ হাজার মণের বেশি কাঁচা পাট এক মাসের বেশি মজুত করতে পারবেন না। এটি নিশ্চিতের পাশাপাশি লাইসেন্সবিহীন ব্যবসায়ীদের কাঁচা পাট ক্রয়-বিক্রয় ও মজুত থেকে বিরত রাখা, ভেজা পাট ক্রয়-বিক্রয় রোধ করা এবং বাজারে কাঁচা পাটের সরবরাহ নিশ্চিতের পদক্ষেপ নিতে পাট অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘চলতি পাট মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী পাট চাষ নিশ্চিত করতে পাটের বীজ সরবরাহ ঠিক রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। মানসম্মত পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে পাঁচ বছরের জন্য কৃষি মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় যৌথভাবে রোডম্যাপ তৈরি করেছে। এবারের পাট মৌসুম থেকে রোডম্যাপ বাস্তবায়ন শুরু হয়ে ধাপে ধাপে আগামী পাঁচ বছরে শতভাগ বাস্তবায়ন করা হবে। এই রোডম্যাপ বাস্তবায়ন হলে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ উন্নত পাট বীজ উৎপাদনে স্বনির্ভর হবে। এতে করে প্রয়োজনীয় পাট বীজ সংগ্রহে আমদানি নির্ভরতা থাকবে না।’
২০২১-২২ অর্থ বছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ ৬ কোটি ৯৮ লাখ মার্কিন ডলার আয় করেছে। রপ্তানি আয়ে চামড়া খাতকে ছাড়িয়ে এখন দ্বিতীয় স্থানে রয়েছে পাট খাত।
এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের সময়সীমা ৩ থেকে ৫ বছর পিছিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলো। তাদের মতে, উত্তরণের পর শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা হারানো, ওষুধ ও তৈরি পোশাক শিল্পের সংকট মোকাবিলা এবং বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার প্রস্তুতির জন্য এই অতিরিক
১ ঘণ্টা আগেদেশের বিদ্যুৎ ও জ্বালানির জন্য সুনির্দিষ্ট নীতিমালার দাবি জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। আজ রোববার রাজধানীর মহাখালীতে ব্র্যাক ইন সেন্টারে ‘এলডিসি ৩.০ ফর দ্য পাওয়ার সেক্টর ইজ বাংলাদেশ সেটিং এম্বিশাস টার্গেটস’ শীর্ষক সেমিনারে এ দাবি জানান বক্তারা।
২ ঘণ্টা আগেদুই মাসের ব্যবধানে শেয়ারদরে অস্বাভাবিক উত্থান ঘটেছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। জুনের শেষে কোম্পানিটির শেয়ারদর যেখানে ছিল ১৫৯ টাকা ৮০ পয়সা, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৬১ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ দাম বেড়েছে ২০১ টাকা ৫০ পয়সা বা ১২৬ শতাংশ। একই সঙ্গে লেনদেনের পরিমাণও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।
১৫ ঘণ্টা আগেঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও বড় মূলধনি কোম্পানিগুলোর শেয়ারের দরপতনের কারণে কমেছে বাজার মূলধন। টানা নয় সপ্তাহ বৃদ্ধির পর দ্বিতীয় সপ্তাহেও এ পতন অব্যাহত থাকল। তবে সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতা দেখা গেছে।
১৫ ঘণ্টা আগে