Ajker Patrika

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের জন্য কাস্টমসের ‘ফাস্ট ট্র্যাক সার্ভিস’ চালু

অনলাইন ডেস্ক
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ১৬: ০০
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ভোগান্তি কমাতে নতুন সেবা চালু করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ‘ফাস্ট ট্র্যাক সার্ভিস’ নামে পরিচিত এই সেবা অনুমোদিত পরিমাণের অতিরিক্ত শুল্কারোপযোগ্য পণ্য তাৎক্ষণিক শুল্ক পরিশোধের মাধ্যমে খালাস করার সুযোগ দিচ্ছে।

এতে করে এখন থেকে অতিরিক্ত মালামাল নিয়ে আসা যাত্রীরা বিমানবন্দরেই শুল্ক প্রদান করে পণ্য নিতে পারবেন। শুল্ক পরিশোধে সাময়িক অসুবিধা হলে, যাত্রীরা ২১ দিনের মধ্যে শুল্ক প্রদান করে পণ্য ছাড়িয়ে নিতে পারবেন। এর আগে এসব মালামাল আটক হলে কাস্টম হাউসে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তা ছাড়ানোর ঝামেলায় পড়তে হতো।

ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার আল আমীন বলেন, এখন যাত্রীরা দালালের খপ্পরে পড়বেন না এবং দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় শুল্ক পরিশোধ করতে পারবেন। এটি প্রবাসী ও সাধারণ যাত্রীদের জন্য সুসংবাদ।

ব্যবসায়ীরাও এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁদের মতে, নতুন নিয়মে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। বিশেষ করে কসমেটিকস, পারফিউম, বেবিফুড, এবং মোবাইলের মতো পণ্য আমদানি সহজ হবে।

ঢাকা কাস্টম হাউসের কমিশনার মোবারা খানম বলেন, ‘আমাদের লক্ষ্য সেবার মান বাড়ানো। এ উদ্যোগে যাত্রীদের ভোগান্তি কমবে এবং রাজস্ব আদায়ও নিশ্চিত হবে। এই উদ্যোগ যাত্রীসেবা এবং ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে একটি নতুন মাইলফলক হয়ে থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত