Ajker Patrika

লাভেলো আইসক্রিমের শেয়ারের লেনদেনে অস্বাভাবিকতা, তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লাভেলো আইসক্রিমের শেয়ারের লেনদেনে অস্বাভাবিকতা, তদন্তের নির্দেশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি বা লাভেলোর শেয়ারের দাম এবং ভলিউমের অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করা গেছে। বিষয়টি সন্দেহজনক মনে করছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফলে লাভেলোর শেয়ার লেনদেন কোনো কারসাজি বা অনিয়ম হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে বিএসইসির সার্ভেল্যান্স বিভাগ।

আজ সোমবার এ সংক্রান্ত নির্দেশনা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তার (সিআরও) কাছে পাঠানো হয়েছে। চিঠি জারির দিন থেকে ৩০ কার্যদিবসের মধ্যে সার্ভেল্যান্স বিভাগে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে সার্ভেল্যান্স বিভাগের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কাছে শেয়ার লেনদেনের বিষয়টা একটু অস্বাভাবিক মনে হয়েছে। তাই ধারণার ওপরে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট কোনো অনিয়ম বা খারাপ কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ততা না পেলে আমরা সে বিষয়ে এগোই না। অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত দলই এটার চূড়ান্ত প্রতিবেদন দেবে। অনিয়ম হলে তবেই বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

বিএসইসির নির্দেশনায় বলা হয়, ‘এটা লক্ষ্য করা যায় যে, লাভেলোর শেয়ারের দাম এবং ভলিউম সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে ওঠানামা করেছে, যা অস্বাভাবিক এবং সন্দেহজনক বলে মনে হয়। এই পরিস্থিতিতে, সাম্প্রতিক সময়ের মধ্যে লাভেলোর শেয়ারের লেনদেনের বিষয়ে তদন্ত করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে।’

বিএসইসির চিঠিতে বাজার ম্যানিপুলেশন, ইনসাইডার ট্রেডিং এবং অন্যান্য অপব্যবহার হয়েছে কি না তা খতিয়ে দেখতে বলা হয়েছে। এ ছাড়াও ওই কোম্পানির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো সন্দেহজনক ‘ট্রেড এক্সিকিউশন’, যা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালার আচরণবিধি লঙ্ঘন করে, সেরকম দেখা গেলে সংশ্লিষ্ট এআর বা কমপ্লায়েন্স অফিসার বা সিইওকে অবিলম্বে অবগত করতে বলা হয়েছে।

ডিএসইর লেনদেনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১২ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত লাভেলোর দৈনিক শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ২ থেকে ৫ লাখের মধ্যে। কিন্তু ১৯ সেপ্টেম্বরেও ৬ লাখ ৪০ হাজার শেয়ার হাতবদল হয়। পরের কার্যদিবস রোববার একদিনেই ৩৪ লাখ ২৩ হাজার লেনদেন হয়। সোমবার কমে এলেও হাতবদল হয় ১৪ লাখ ১১ হাজার শেয়ার।

অন্যদিকে, গত ২৮ আগস্ট লাভেলোর শেয়ারদর ছিল ৭৪ টাকা ৫০ পয়সা, যা আজ সোমবার লেনদেন শেষে দাঁড়িয়েছে ৮৫ টাকায়। অর্থাৎ, এই সময়ে দর বেড়েছে ১০ টাকা ৫০ পয়সা বা ১৪ শতাংশ। তবে শেয়ারদর মাঝে আরও বেড়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত