নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের অন্যতম হেলথ টেক স্টার্টআপ বেস্ট এইড লিমিটেড বিনিয়োগ পেল ওয়াইওয়াই ভেঞ্চারস থেকে। আজ রোববার এ তথ্য জানান বেস্ট এইডের প্রধান তথ্য কর্মকর্তা আলামিন প্রান্ত।
রাজধানীতে গ্রামীণ টেলিকম ভবনে ওয়াইওয়াই ভেঞ্চারের অফিসে চুক্তি স্বাক্ষর করেন বেস্ট এইডের সিইও মীর হাসিব মাহমুদ ও ওয়াইওয়াই ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক এসএম খাইরুল ইসলাম।
বেস্ট এইড ২০২০ থেকে ডিজিটাল স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে যাচ্ছে। বর্তমানে ১৩ জনের টিম, ৬৭ জন বিশেষজ্ঞ ডাক্তার প্যানেল, শতাধিক এজেন্ট এবং ইন্টার্ন-অ্যাম্বাসেডর আছে ৭০ জন। এখন পর্যন্ত যেসব সাফল্য অর্জন করেছে বেস্ট এইড তা হলো-আইসিটি ফান্ড, জাতীয় কভিড পোর্টাল corona. gov. bd-এ অন্তর্ভুক্তি, অন্ট্রাপ্রেনারশিপ ওয়ার্ল্ডকাপ ২০২১ ফাইনালিস্ট, ইমাজিন ইফ বাংলাদেশের দ্বিতীয় রানারআপ, সিমকিউবেটর ২০২১-এর প্রথম রানারআপ, ইমপেক্ট হাব গ্লোবাল কো হোর্ট-এর ফাইনালিস্ট।
বেস্ট এইডের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর হাসিব মাহমুদ বলেন, ‘বিনিয়োগ নিয়ে ওয়াইওয়াই ভেঞ্চারের সঙ্গে গতবছর থেকেই কথা চলছিল। সর্বশেষ চলতি জানুয়ারি মাসে বিনিয়োগের বিষয়টি নিশ্চিত করে ওয়াইওয়াই ভেঞ্চার। আমরা বিনিয়োগের টাকায় স্বাস্থ্যসেবায় অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসবো। আমরা আগামী কয়েক মাসের মধ্যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মেডিকেল হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসবো। এছাড়া সাধারণ সেবা এবং আইওটির সংমিশ্রণে কীভাবে উন্নত চিকিৎসা সেবা দেওয়া যায় তা নিয়েও আমাদের গবেষণা চলছে।’
বিনিয়োগের ধরন সম্পর্কে হাসিব মাহমুদ বলেন, ‘সম্পূর্ণ বিনিয়োগটি কনফিডেনসিয়াল। এখনি আমরা কিছু জানাচ্ছি না। তবে আমরা খুবই আশাবাদী বেস্ট এইড এবং ওয়াইওয়াই ভেঞ্চারের যৌথ পার্টনারশিপে স্বাস্থ্যসেবায় অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে অনেক কাজ করা সম্ভব হবে।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বেস্ট এইডের প্রধান অপারেশন কর্মকর্তা আহমেদ ওমর ইউসুফ, প্রধান তথ্য কর্মকর্তা আলামিন প্রান্ত ও ওয়াইওয়াই ভেঞ্চারের ফাইন্যান্স এবং অ্যাকাউন্ট ম্যানেজার শেহফাজ বিন রাহিম।
বাংলাদেশের অন্যতম হেলথ টেক স্টার্টআপ বেস্ট এইড লিমিটেড বিনিয়োগ পেল ওয়াইওয়াই ভেঞ্চারস থেকে। আজ রোববার এ তথ্য জানান বেস্ট এইডের প্রধান তথ্য কর্মকর্তা আলামিন প্রান্ত।
রাজধানীতে গ্রামীণ টেলিকম ভবনে ওয়াইওয়াই ভেঞ্চারের অফিসে চুক্তি স্বাক্ষর করেন বেস্ট এইডের সিইও মীর হাসিব মাহমুদ ও ওয়াইওয়াই ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক এসএম খাইরুল ইসলাম।
বেস্ট এইড ২০২০ থেকে ডিজিটাল স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে যাচ্ছে। বর্তমানে ১৩ জনের টিম, ৬৭ জন বিশেষজ্ঞ ডাক্তার প্যানেল, শতাধিক এজেন্ট এবং ইন্টার্ন-অ্যাম্বাসেডর আছে ৭০ জন। এখন পর্যন্ত যেসব সাফল্য অর্জন করেছে বেস্ট এইড তা হলো-আইসিটি ফান্ড, জাতীয় কভিড পোর্টাল corona. gov. bd-এ অন্তর্ভুক্তি, অন্ট্রাপ্রেনারশিপ ওয়ার্ল্ডকাপ ২০২১ ফাইনালিস্ট, ইমাজিন ইফ বাংলাদেশের দ্বিতীয় রানারআপ, সিমকিউবেটর ২০২১-এর প্রথম রানারআপ, ইমপেক্ট হাব গ্লোবাল কো হোর্ট-এর ফাইনালিস্ট।
বেস্ট এইডের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর হাসিব মাহমুদ বলেন, ‘বিনিয়োগ নিয়ে ওয়াইওয়াই ভেঞ্চারের সঙ্গে গতবছর থেকেই কথা চলছিল। সর্বশেষ চলতি জানুয়ারি মাসে বিনিয়োগের বিষয়টি নিশ্চিত করে ওয়াইওয়াই ভেঞ্চার। আমরা বিনিয়োগের টাকায় স্বাস্থ্যসেবায় অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসবো। আমরা আগামী কয়েক মাসের মধ্যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মেডিকেল হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসবো। এছাড়া সাধারণ সেবা এবং আইওটির সংমিশ্রণে কীভাবে উন্নত চিকিৎসা সেবা দেওয়া যায় তা নিয়েও আমাদের গবেষণা চলছে।’
বিনিয়োগের ধরন সম্পর্কে হাসিব মাহমুদ বলেন, ‘সম্পূর্ণ বিনিয়োগটি কনফিডেনসিয়াল। এখনি আমরা কিছু জানাচ্ছি না। তবে আমরা খুবই আশাবাদী বেস্ট এইড এবং ওয়াইওয়াই ভেঞ্চারের যৌথ পার্টনারশিপে স্বাস্থ্যসেবায় অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে অনেক কাজ করা সম্ভব হবে।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বেস্ট এইডের প্রধান অপারেশন কর্মকর্তা আহমেদ ওমর ইউসুফ, প্রধান তথ্য কর্মকর্তা আলামিন প্রান্ত ও ওয়াইওয়াই ভেঞ্চারের ফাইন্যান্স এবং অ্যাকাউন্ট ম্যানেজার শেহফাজ বিন রাহিম।
ঋণ পুনঃ তফসিলের জন্য সরকারি ব্যাংকের দেওয়া বিশেষ সুযোগ নিতে ১ হাজার ২৫৩টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে প্রায় ৩০০ আবেদন প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। এই আবেদনগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে চলতি আগস্ট মাসে ব্যাংকগুলোর কাছে পাঠানো হবে।
২৭ মিনিট আগেসরকার কাগজে-কলমে পাম তেলের দাম লিটারপ্রতি ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের ভাষ্য, আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে এই সিদ্ধান্ত। ঘোষণার দিন থেকেই নতুন দাম কার্যকর হওয়ার কথা ছিল।
১ ঘণ্টা আগেদেশের শীর্ষ আলু উৎপাদনকারী জেলা মুন্সিগঞ্জে কৃষকেরা এবার চরম লোকসানে পড়েছেন। বেশি ফলন ও হিমাগার-সংকটে বিপাকে পড়া এ জেলার কৃষকদের উৎপাদন খরচের অর্ধেকও উঠছে না। প্রতি কেজি আলুতে কৃষকের লোকসান গুনতে হচ্ছে ১৪-১৬ টাকা। বর্তমানে পাইকারি বাজারে আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১২ ও খুচরা বাজারে ১৮-২০ টাকায়।
১ ঘণ্টা আগেজাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৯ হাজার ৩৬১ কোটি ৯২ লাখ টাকা। এর মধ্যে ৬ হাজার ৬৭৭ কোটি টাকা অর্থায়ন করবে সরকার। বৈদেশিক ঋণের অর্থায়ন হবে ২ হাজার ৪২৮ কোটি ৪ লাখ টাকা
৪ ঘণ্টা আগে