Ajker Patrika

কোন কোন পণ্য ও সেবায় ভ্যাট কত কমল

অনলাইন ডেস্ক
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১৬: ২৫
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জনগণের জীবনযাত্রার খরচ কমাতে বেশ কিছু পণ্য ও সেবার ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং সম্পূরক শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বুধবার (২২ জানুয়ারি ২০২৫) চারটি প্রজ্ঞাপনের মাধ্যমে ভ্যাট ও শুল্ক হ্রাসের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

ওষুধ:
ওষুধ শিল্পে ভোক্তাদের খরচ কমাতে ব্যবসায়িক পর্যায়ে ভ্যাটের হার আগের মতোই ২.৪ শতাংশ রাখা হয়েছে। অতিরিক্ত আরোপিত ভ্যাট প্রত্যাহার করায় ওষুধের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

মোবাইল ফোন ও আইএসপি সেবা:
মোবাইল সিম/রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর বর্ধিত সম্পূরক শুল্ক এবং ইন্টারনেট সেবা (আইএসপি)-তে নতুন আরোপিত সম্পূরক শুল্ক পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। এর ফলে তরুণ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার ও ডিজিটাল কার্যক্রমে ব্যয় কমবে।

রেস্তোরাঁর খাবার:
থ্রি-স্টার, ফোর-স্টার এবং ফাইভ-স্টার হোটেল বাদে অন্যান্য সব রেস্তোরাঁয় অতিরিক্ত আরোপিত ভ্যাট সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয়েছে। ফলে রেস্তোরাঁর খাবারের দাম পূর্বের মতোই থাকবে।

মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ:
মোটরগাড়ি মেরামত ও রক্ষণাবেক্ষণের খরচ কমাতে এই খাতে বৃদ্ধিকৃত ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।

পোশাক:
নিজস্ব ব্র্যান্ড ছাড়া অন্যান্য পোশাক বিপণনের ওপর অতিরিক্ত ভ্যাট পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে।

নন-এসি হোটেল, মিষ্টান্ন ভান্ডার, এবং পোশাক বিপণনে ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।

অন্যান্য সুবিধা
ই-বুক:
শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তি-নির্ভর শিক্ষার জন্য ই-বুক সেবায় স্থানীয় ও আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।

মেট্রোরেল: যানজট নিরসনে মেট্রোরেল সেবার ওপর ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে।

হজ টিকিট: হজযাত্রীদের জন্য টিকিটের ওপর আরোপিত আবগারি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন বলেন, ‘গণমানুষের জীবনযাত্রার খরচ কমানো এবং রাজস্ব নীতিকে আরও গণমুখী করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও বৃহত্তর জনস্বার্থে করছাড় দেওয়া হবে।’

এই করছাড়ের মাধ্যমে চিকিৎসা, প্রযুক্তি, ভ্রমণ ও খাদ্য খাতের ব্যয় কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত