নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চাকরি পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের (এআইবি) চাকরিচ্যুত ৫৪৭ জন কর্মকর্তা।
আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত অবস্থান নেন তাঁরা। অবস্থান কর্মসূচিতে শতাধিক চাকরিচ্যুত কর্মকর্তা উপস্থিত ছিলেন। চাকরি পুনর্বহাল না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
চট্টগ্রাম থেকে আসা এক কর্মকর্তা (অফিসার ক্যাশ) মো. কামাল বলেন, গত ২০ জুলাই অফিস শেষ করে বের হওয়ার সময় হঠাৎ করে ই-মেইলে একসঙ্গে ৫৪৭ জনকে চাকরিচ্যুত করা হয়। আমাদের চাকরি স্থায়ী করা হলেও কোনো কারণ ছাড়ায় অব্যাহতি দেয় ব্যাংক কর্তৃপক্ষ। এই বৈষম্য আমরা মানি না।
সায়েদাবাদ থেকে আসা কর্মকর্তা (চাকরিচ্যুত) মিজানুর রহমান বলেন, তিন বছরের বেশি সময় ধরে আমরা এআইবি ব্যাংকে চাকরি করেছি। আমাদের স্থায়ী নিয়োগ থাকা অবস্থায় কর্তৃপক্ষ নতুন এজেন্ডা বাস্তবায়নে নতুন নিয়োগ দিচ্ছে। কোন আইনে তারা এটি করছে এর জবাব দিতে হবে।
সাতক্ষীরা থেকে আসা চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা (অফিসার জেনারেল) মো. ফরহাদ হোসেন বলেন, আমরা যোগ্যতার প্রমাণ দিয়ে কয়েক বছর কাজ করে আসছি। যদি অযোগ্য হতাম তাহলে ইনক্রিমেন্ট ও স্থায়ীকরণ করেন কী করে? ব্যাংকের নীতিমালা না মেনেই আমাদের চাকরিচ্যুত করেছেন। এটা আমরা মানি না।
তিনি বলেন, অনেকের চাকরি শেষ পর্যায়ে। অনেকের চাকরির বয়স নেই। অনেকের পরিবারে মা-বাবা অসুস্থ। তাহলে হঠাৎ চাকরিচ্যুত করলে আমরা কোথায় যাব? কী কারণে আমাদের চাকরিচ্যুত করেছে তার স্পষ্ট ব্যাখ্যা না দিলে আমরা পরিবার নিয়ে আন্দোলন করতে বাধ্য হব। দরকার হলে আমরণ অনশনে যেতে বাধ্য হব।
অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন—চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা মো. নুরুল আকিব, আরিফা খাতুন, আফরিন, নুরুল আকিব, সালাহ উদ্দিন, আমিনুল ইসলাম সোহানা প্রমুখ।
আরও খবর পড়ুন:
চাকরি পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের (এআইবি) চাকরিচ্যুত ৫৪৭ জন কর্মকর্তা।
আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত অবস্থান নেন তাঁরা। অবস্থান কর্মসূচিতে শতাধিক চাকরিচ্যুত কর্মকর্তা উপস্থিত ছিলেন। চাকরি পুনর্বহাল না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
চট্টগ্রাম থেকে আসা এক কর্মকর্তা (অফিসার ক্যাশ) মো. কামাল বলেন, গত ২০ জুলাই অফিস শেষ করে বের হওয়ার সময় হঠাৎ করে ই-মেইলে একসঙ্গে ৫৪৭ জনকে চাকরিচ্যুত করা হয়। আমাদের চাকরি স্থায়ী করা হলেও কোনো কারণ ছাড়ায় অব্যাহতি দেয় ব্যাংক কর্তৃপক্ষ। এই বৈষম্য আমরা মানি না।
সায়েদাবাদ থেকে আসা কর্মকর্তা (চাকরিচ্যুত) মিজানুর রহমান বলেন, তিন বছরের বেশি সময় ধরে আমরা এআইবি ব্যাংকে চাকরি করেছি। আমাদের স্থায়ী নিয়োগ থাকা অবস্থায় কর্তৃপক্ষ নতুন এজেন্ডা বাস্তবায়নে নতুন নিয়োগ দিচ্ছে। কোন আইনে তারা এটি করছে এর জবাব দিতে হবে।
সাতক্ষীরা থেকে আসা চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা (অফিসার জেনারেল) মো. ফরহাদ হোসেন বলেন, আমরা যোগ্যতার প্রমাণ দিয়ে কয়েক বছর কাজ করে আসছি। যদি অযোগ্য হতাম তাহলে ইনক্রিমেন্ট ও স্থায়ীকরণ করেন কী করে? ব্যাংকের নীতিমালা না মেনেই আমাদের চাকরিচ্যুত করেছেন। এটা আমরা মানি না।
তিনি বলেন, অনেকের চাকরি শেষ পর্যায়ে। অনেকের চাকরির বয়স নেই। অনেকের পরিবারে মা-বাবা অসুস্থ। তাহলে হঠাৎ চাকরিচ্যুত করলে আমরা কোথায় যাব? কী কারণে আমাদের চাকরিচ্যুত করেছে তার স্পষ্ট ব্যাখ্যা না দিলে আমরা পরিবার নিয়ে আন্দোলন করতে বাধ্য হব। দরকার হলে আমরণ অনশনে যেতে বাধ্য হব।
অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন—চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা মো. নুরুল আকিব, আরিফা খাতুন, আফরিন, নুরুল আকিব, সালাহ উদ্দিন, আমিনুল ইসলাম সোহানা প্রমুখ।
আরও খবর পড়ুন:
প্রয়োজন না থাকা সত্ত্বেও অনুমোদন পাচ্ছে কৃষিবিদ ইনস্যুরেন্স লিমিটেড নামে নতুন একটি নন-লাইফ বিমা কোম্পানি। মিরপুরের কাজীপাড়ায় সদর দপ্তর থাকা কোম্পানিটির চেয়ারম্যান ড. মো. আলী আফজাল। বর্তমানে দেশে ৪৬টি নন-লাইফ অর্থাৎ সাধারণ বিমা কোম্পানি রয়েছে।
১২ ঘণ্টা আগেকরপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতে দেশের ব্যাংকগুলোর ব্যয় অস্বাভাবিকভাবে কমে গেছে। ২০২৩ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রথম ৬ মাসে ব্যাংকগুলোর যেখানে সিএসআর খাতে মোট খরচ হয়েছিল ৩০৭ কোটি, চলতি বছরের একই সময়ে সে ব্যয় অর্ধেকের বেশি কমে নেমেছে মাত্র ১৫০ কোটি ৫৬ লাখ টাকায়।
১২ ঘণ্টা আগেলন্ডনভিত্তিক বাণিজ্যিক আইন পরামর্শক সংস্থা এইচএফডব্লিউতে যুক্ত রয়েছেন আইনজীবী হেনরি ক্ল্যাক। সাগরপথে বিশ্বজুড়ে সাইবার হামলার শিকার শিপিং কোম্পানিগুলোর পক্ষে কাজ করেন তিনি। ক্লায়েন্টদের হয়ে কীভাবে তিনি অপরাধী চক্রকে মোকাবিলা করেন, তা নিয়ে বিবিসির সঙ্গে কথা বলেছেন তিনি।
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানের কাছ থেকে চীনের শিপইয়ার্ডে তৈরি দুটি নতুন জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেডের পরিচালনা পর্ষদ। গতকাল বুধবার এক সভায় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত অনুমোদন দেয়।
২০ ঘণ্টা আগে