Ajker Patrika

বাংলাদেশ ব্যাংককে সিএ লাইসেন্স দিল সিসিএ

বাংলাদেশ ব্যাংককে সিএ লাইসেন্স দিল সিসিএ

ডিজিটাল বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নিতে সরকার ক্যাশ লেস লেনদেন ব্যবস্থা বাস্তবায়নের দিকে অগ্রসর হচ্ছে। এরই ধারাবাহিকতায় অনলাইন লেনদেনের ক্ষেত্রে আর্থিক ঝুঁকি হ্রাস ও সার্বিক নিরাপত্তায় তথ্য প্রযুক্তি বিকাশে ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রক (সিসিএ) বাংলাদেশ ব্যাংককে সিএ লাইসেন্স প্রদান করেছে। 

আজ রোববার বিকেলে সিসিএ কার্যালয় বাংলাদেশ ব্যাংককে সিএ লাইসেন্সটি হস্তান্তর করা হয়। 

লাইসেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ। এ ছাড়া অনুষ্ঠানে সিসিএ কার্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন সিসিএ কার্যালয়ের নিয়ন্ত্রক আবু সাঈদ চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব হুমায়ুন কবির। 

এই লাইসেন্স প্রদান কার্যক্রমকে বাংলাদেশে ইলেকট্রনিক স্বাক্ষর বা ডিজিটাল স্বাক্ষর প্রসারের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচনা করছেন উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং খাতে ডিজিটাল স্বাক্ষর বাস্তবায়নের ফলে দেশের জনগণের অনলাইন আর্থিক লেনদেনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলেও মনে করেন তাঁরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত