Ajker Patrika

আইসিবির ৩ হাজার কোটি টাকার ঋণছাড়

অনলাইন ডেস্ক
ফাইল ছবি
ফাইল ছবি

পুঁজিবাজারে বিনিয়োগ ও ঋণ পরিশোধের জন্য সভরেন গ্যারান্টির বিপরীতে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) স্বল্প সুদে ৩ হাজার কোটি টাকা ঋণ ছাড় করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার আইসিবির একজন সংশ্লিষ্ট কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

বেসরকারি খাতের চারটি ব্যাংকের মাধ্যমে আইসিবিকে এসব টাকার ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ডাচ্-বাংলা ব্যাংকের মাধ্যমে ৭০০ কোটি টাকা, প্রাইম ব্যাংকের মাধ্যমে ১ হাজার কোটি টাকা, ঢাকা ব্যাংকের মাধ্যমে ৫০০ কোটি টাকা এবং মার্কেন্টাইল ব্যাংকের মাধ্যমে ৮০০ কোটি টাকা দেওয়া হবে। ৪ শতাংশ সুদে নেওয়া এসব অর্থ ঋণ পরিশোধের পাশাপাশি পুঁজিবাজারে ভালো শেয়ারে বিনিয়োগ করা হবে। সুদসহ ঋণ পরিশোধের জন্য ১৮ মাস সময় পাবে আইসিবি।

বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ৩ হাজার কোটি টাকা ঋণ পেতে গত ১৪ অক্টোবর রাষ্ট্রীয় গ্যারান্টি চেয়ে চিঠি দিয়েছিল আইসিবি। গত ১৭ অক্টোবর বাংলাদেশ ব্যাংক, শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এবং আইসিবির কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)। বৈঠকে জানানো হয়, আইসিবি আবেদন করলে সরকারের গ্যারান্টি সাপেক্ষে ঋণ দিতে আপত্তি নেই বাংলাদেশ ব্যাংকের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত