Ajker Patrika

ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সিলেটে বাটার শোরুম লুটপাট, জুতায় আগুন

নিজস্ব প্রতিবেদক, সিলেট  
আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ২২: ০৫
ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে সিলেট নগরে জুতা কোম্পানি বাটার শোরুম ভাঙচুর ও লুটপাট করে একদল বিক্ষুব্ধ জনতা। ছবি: আজকের পত্রিকা
ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে সিলেট নগরে জুতা কোম্পানি বাটার শোরুম ভাঙচুর ও লুটপাট করে একদল বিক্ষুব্ধ জনতা। ছবি: আজকের পত্রিকা

ফিলিস্তিনের গাজা ও রাফাহে ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছে সিলেটবাসী। আজ সোমবার সকাল থেকে হযরত শাহজালাল-শাহ পরান (রহ.)-এর স্মৃতিবিজড়িত পুণ্যভূমির বাসিন্দারা রাস্তায় নেমে আসেন। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে ফেটে পড়েন তাঁরা। ক্লাস-পরীক্ষা বর্জন করে যোগ দেন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। এসব মিছিল-সমাবেশ থেকে ইসরায়েলি পণ্য বর্জনের ডাকও দেয় সর্বস্তরের মানুষ।

এদিকে ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে সিলেট নগরের মিরবক্সটুলা এলাকায় কেএফসি রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এবং ইসরায়েলি বিভিন্ন কোমল পানীয় নষ্ট করা হয়। মিছিল-সমাবেশ শেষে ফেরার পথে জিন্দাবাজার, বারুতখানা ও দরগাহ গেটে জুতা কোম্পানি বাটার শোরুম ভাঙচুর ও লুটপাট করেছে একদল বিক্ষুব্ধ জনতা। রাস্তায় বের করে পোড়ানো হয় বাটার জুতা। বিকেল পৌনে ৪টায় ইউনাইটেড গ্রুপের প্রতিষ্ঠান সুপারস্টোর ইউনিমার্টের আম্বরখানা এলাকার ‘ফ্ল্যাগশিপ আউটলেট’-এ ভাঙচুর করা হয়। এ ছাড়া নগরের চৌহাট্টা এলাকার ‘ডমিনোজ পিৎজা’ ও কুশিঘাট এলাকায় কোকা-কোলার ফ্যাক্টরিতে ভাঙচুর করা হয়। খবর পেয়ে এসব স্থানে পৌঁছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মো. শাহরিয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, ‌‘কেএফসি ও বাটার একাধিক শোরুমে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। উত্তেজিত জনতা ইউনিমার্ট ও কোকা-কোলার ফ্যাক্টরির সামনে জড়ো হয় ভাঙচুরের জন্য। খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত কেউ মামলা বা অভিযোগ করলে আইনগত পদক্ষেপ গ্রহণ করব।’

এর আগে সকাল থেকে রাস্তায় ছিল বিভিন্ন সংগঠন। সকালে নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন এবং দুপুরে বিভিন্ন ইসলামি দল রাস্তায় নামে। বিকেলে বিএনপি, জামায়াত, বাসদ, ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্ররা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত