হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে পৌনে তিন কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি গত শুক্রবার থেকে আজ রোববার পর্যন্ত টানা তিন দিন জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। এসব পণ্যের মধ্যে রয়েছে আইফোনের ডিসপ্লে, চকলেট, কসমেটিকস, ছাদের টালি টাইল্স, হিমায়িত গরুর মাংস, গাঁজা, বিয়ার, ইস্কাফ সিরাপ, ফুচকা, চিনি, বাইসাইকেল ও ট্রাক।
আজ দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চিমটিবিল বিওপির অধীনে একাধিক অভিযানে ১ কোটি ৬৭ লাখ ১৮ হাজার ১৭০ টাকা মূল্যের আইফোন ও অন্যান্য দামি ফোনের ডিসপ্লে ও চকলেট আটক করা হয়। একই সময়ে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় পৃথক দুটি অভিযানে আরও ১ কোটি ১৬ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস-টাইল্সের আড়ালে লুকায়িত অবস্থায় মাছের খাবারের আড়ালে লুকানো ভারতীয় হিমায়িত গরুর মাংস ও একটি ট্রাক জব্দ করা হয়। এ ছাড়া সিন্দুরখান, কাকমারাছড়া, দুধপাতিল, রাজেন্দ্রপুর ও তেলিয়াপাড়া বিওপি এলাকায় সাতটি অভিযান চালিয়ে ১ লাখ ৬৯ হাজার ৬৫০ টাকা মূল্যের ১২ কেজি গাঁজা, ১৮ বোতল বিয়ার, ৭৫ বোতল ইস্কাফ সিরাপ, ফুচকা, চিনি, রাবার ও বাইসাইকেল আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, তিন দিনের অভিযানে জব্দ করা মালামালের মূল্য ২ কোটি ৮৫ লাখ ৩৬ হাজার ৮২০ টাকা। তিনি আরও জানান, আটক মালামাল ও যানবাহন যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় ও জেলা কাস্টমসে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পৃথক মামলা করা হয়েছে।
হবিগঞ্জে পৌনে তিন কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি গত শুক্রবার থেকে আজ রোববার পর্যন্ত টানা তিন দিন জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। এসব পণ্যের মধ্যে রয়েছে আইফোনের ডিসপ্লে, চকলেট, কসমেটিকস, ছাদের টালি টাইল্স, হিমায়িত গরুর মাংস, গাঁজা, বিয়ার, ইস্কাফ সিরাপ, ফুচকা, চিনি, বাইসাইকেল ও ট্রাক।
আজ দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চিমটিবিল বিওপির অধীনে একাধিক অভিযানে ১ কোটি ৬৭ লাখ ১৮ হাজার ১৭০ টাকা মূল্যের আইফোন ও অন্যান্য দামি ফোনের ডিসপ্লে ও চকলেট আটক করা হয়। একই সময়ে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় পৃথক দুটি অভিযানে আরও ১ কোটি ১৬ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস-টাইল্সের আড়ালে লুকায়িত অবস্থায় মাছের খাবারের আড়ালে লুকানো ভারতীয় হিমায়িত গরুর মাংস ও একটি ট্রাক জব্দ করা হয়। এ ছাড়া সিন্দুরখান, কাকমারাছড়া, দুধপাতিল, রাজেন্দ্রপুর ও তেলিয়াপাড়া বিওপি এলাকায় সাতটি অভিযান চালিয়ে ১ লাখ ৬৯ হাজার ৬৫০ টাকা মূল্যের ১২ কেজি গাঁজা, ১৮ বোতল বিয়ার, ৭৫ বোতল ইস্কাফ সিরাপ, ফুচকা, চিনি, রাবার ও বাইসাইকেল আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, তিন দিনের অভিযানে জব্দ করা মালামালের মূল্য ২ কোটি ৮৫ লাখ ৩৬ হাজার ৮২০ টাকা। তিনি আরও জানান, আটক মালামাল ও যানবাহন যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় ও জেলা কাস্টমসে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পৃথক মামলা করা হয়েছে।
নেত্রকোনার দুর্গাপুরে বিদ্যুতায়িত হয়ে রকি (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের সিংহা চারিগাঁও পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রকি ওই গ্রামের অটোরিকশাচালক কামাল মিয়ার ছেলে।
১ মিনিট আগেঅনারারি ক্যাপ্টেন (অব.) আবুল কাসেমকে সভাপতি এবং সার্জেন্ট (অব.) দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচন করে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ, বাংলাদেশ-এর ১০১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা প্রতিনিধিদের উপস্থিতিতে ১৬ মে রাজধানীর
৩ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে চরম অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ করেছেন এতে অংশ নেওয়া ১২৬ জন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী। সমাবর্তনস্থলে পর্যাপ্ত পানি ও ফ্যানের অভাব, নিম্নমানের খাবার, অপ্রতুল পরিবহনব্যবস্থা, সামগ্রিক ব্যবস্থাপনায় ত্রুটি এবং সার্টিফিকেটপ্রাপ্তিতে ভোগান্তিসহ নানা
৮ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে স্কুলে গোপনে মোবাইলে প্রেমিকের সঙ্গে এক ছাত্রী কথা বলছিল। সেটা দেখে স্কুলশিক্ষকের কাছে বিচার দেওয়ার ক্ষোভে সপ্তম শ্রেণির ছাত্রীর গলায় ব্লেড চালাল দশম শ্রেণির ছাত্রী। গুরুতর আহত স্কুলছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
২৬ মিনিট আগে