Ajker Patrika

বড়লেখা সীমান্ত দিয়ে ১২ রোহিঙ্গাসহ ১৬ জনকে পুশ ইন বিএসএফের

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ২৩ জুন ২০২৫, ১৯: ০৪
বিজিবির হাতে আটক ১৬ জন। ছবি: আজকের পত্রিকা
বিজিবির হাতে আটক ১৬ জন। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকা থেকে নারী, শিশুসহ ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁদের মধ্যে ১২ জন রোহিঙ্গা। আটক ব্যক্তিদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে পুশ ইন করেছে বলে জানিয়েছে বিজিবি।

আজ সোমবার (২৩ জুন) সকালে উপজেলার লাতু সীমান্ত এলাকায় চা-বাগানে সন্দেহজনক ঘোরাঘুরি করার সময় তাদের আটক করে বিজিবি। এ নিয়ে শুধু বড়লেখা সীমান্ত দিয়ে মোট ৩১৩ জনকে পুশ ইনের সময় আটক করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, আজ সকালে উপজেলার লাতু সীমান্ত এলাকা দিয়ে ১৬ জন বাংলাদেশিকে পুশ ইন করে বিএসএফ। তাঁদের মধ্যে আটটি শিশু, চারজন নারী ও চারজন পুরুষ রয়েছে। ১৬ জনের মধ্যে ১২ জন রোহিঙ্গা নাগরিক ও চারজন বাংলাদেশি। বাংলাদেশে প্রবেশ করে সীমান্তবর্তী চা-বাগান থেকে বিজিবি তাদের আটক করে। বিজিবি তাদের পরিচয় যাচাই-বাছাই করে বড়লেখা থানার হস্তান্তর করে।

এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি থানায় ১৬ জনকে হস্তান্তর করেছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করে পরিবারের কাছে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত