Ajker Patrika

একই রশিতে ঝুলন্ত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৬: ৫১
একই রশিতে ঝুলন্ত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাটের নরপতি গ্রাম থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন নরপতি গ্রামের আব্দুর রউফ ও তাঁর স্ত্রী আলেয়া আক্তার। আব্দুর রউফ পেশায় একজন রিকশাচালক ছিলেন বলে স্থানীয় সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. কাউসার বাহার নিশ্চিত করেন। 

চুনারুঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কাউসার বাহার জানান, বৃহস্পতিবার রাতে খাওয়াদাওয়া শেষ করে ঘুমানোর পর শুক্রবার সকালে ৯টা বেজে গেলেও আব্দুর রউফ দম্পতি ঘরের দরজা না খোলায় বাড়ির লোকজনের সন্দেহ হয়। তখন একজন ঘরে ঢুকে দেখেন, স্বামী-স্ত্রীর মরদেহ রশিতে ঝুলে আছে। পরে পুলিশকে খবর দিলে থানার ওসি মো. আলী আশরাফের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একই রশিতে ঝোলানো ঘরের মধ্য থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করে। 

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তদন্ত না করে কিছু বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত