Ajker Patrika

সিলেট বিএনপির অবস্থান কর্মসূচির অনুমতি বাতিল করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট বিএনপির অবস্থান কর্মসূচির অনুমতি বাতিল করল পুলিশ

সিলেট জেলা ও মহানগর বিএনপির অবস্থান কর্মসূচির অনুমতি বাতিল করে ইনডোরে করার নির্দেশক্রমে অনুরোধ করেছে পুলিশ। শুক্রবার (৩১ মার্চ) সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার (সিটিএসবি) স্বাক্ষরিত এক আদেশে অনিবার্য কারণবশত এই অনুমতি বাতিল করা হয়। 

রাত ১২টায় এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সুদিপ দাস আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। 

এ বিষয়ে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘আউটডোরের কর্মসূচি ইনডোরে করবে কীভাবে? স্বাধীনতার মাসে আমাদের শহীদ মিনারে বসতেও দেবে না এটা কেমন কথা। আমরা কর্মসূচি পালন করব।’ 

এসএমপির আদেশে বলা হয়েছে, ১ এপ্রিল বেলা ২টা থেকে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ও চন্ডিপুলস্থ কুশিয়ারা সেন্টার সংলগ্ন মার্কেটের সম্মুখে অবস্থান কর্মসূচির আবেদন শর্ত সাপেক্ষে অনুমতি প্রদান করা হয়। অনিবার্য কারণবশত উক্ত অনুমতি বাতিল করা হলো। কর্মসূচি যেকোনো ইনডোর প্রতিষ্ঠানে করার জন্য অনুরোধসহ নির্দেশ প্রদান করা হলো। 

শহীদ মিনারে প্যান্ডেল নির্মাণে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির নেতা-কর্মীরাআদেশটি এসএমপির উপ-কমিশনার (উত্তর/দক্ষিণ/ট্রাফিক) ও কোতোয়ালি মডেল/দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জদের পাঠানো হয়েছে। এছাড়াও এসএমপি পুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনারকেও (সদর প্রশাসন/ক্রাইম অ্যান্ড অপস) জানানো হয়েছে। 

এর আগে শুক্রবার বেলা ২টার দিকে পুলিশ প্যান্ডেল নির্মাণে বাধা দিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির নেতা-কর্মীরা। সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, গত ২৭ মার্চ এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানানো হলেও তারা এতদিন কিছু বলেনি। কর্মসূচির আগের দিন বলছে, এখানে অনুষ্ঠান করা যাবে না। স্বাধীনতার মাসে শহীদ মিনারে ঢুকতে দিচ্ছে না, এটা অন্যায়। পুলিশ বাধা দিতে চাইলে আগে দিতে পারত, কর্মসূচির আগের দিন মেনে নেওয়া যায় না। 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (সিটিএসবি অ্যান্ড মিডিয়া) সুদীপ দাস বলেন, বিএনপির কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় শহীদ মিনার বা খোলা জায়গায় কর্মসূচি করার অনুমতি নেই। রোজার মাস সার্বিক বিবেচনায় তারা চাইলে কোনো ইনডোরে এই কর্মসূচির আয়োজন করতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ভোট বয়কট প্রগতিশীলদের, পুনর্নির্বাচন দাবি

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

প্রশাসনের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ ছাত্রদল সমর্থিত ভিপির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত