তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বলদার হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজে ব্যবহৃত এস্ককাভেটরের সঙ্গে থাকা ট্রাকচাপায় রাহাত মিয়া (৭) নামে এক শিশু মারা গেছে। আজ সোমবার বেলা ২টায় এ ঘটনা ঘটে। শিশুটি বাদাঘাট ইউনিয়নের দক্ষিণ ধরুন গ্রামের আবুল কালামের ছেলে।
শিশুর চাচা জাকির হোসাইন বলেন, ‘আজ বেলা ২টায় বাড়ির সামনে আমার ভাতিজা খেলতে যায়। এ সময় বাঁধ নির্মাণকাজে নিয়োজিত মাটি বহনকারী ট্রাক ভাতিজাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ তরফদার বলেন, ‘দুর্ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবার থেকে অভিযোগ পেলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।’
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ট্রাকচালক অদক্ষ হওয়ায় হয়তো এমন ঘটনা ঘটেছে।’
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বলদার হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজে ব্যবহৃত এস্ককাভেটরের সঙ্গে থাকা ট্রাকচাপায় রাহাত মিয়া (৭) নামে এক শিশু মারা গেছে। আজ সোমবার বেলা ২টায় এ ঘটনা ঘটে। শিশুটি বাদাঘাট ইউনিয়নের দক্ষিণ ধরুন গ্রামের আবুল কালামের ছেলে।
শিশুর চাচা জাকির হোসাইন বলেন, ‘আজ বেলা ২টায় বাড়ির সামনে আমার ভাতিজা খেলতে যায়। এ সময় বাঁধ নির্মাণকাজে নিয়োজিত মাটি বহনকারী ট্রাক ভাতিজাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ তরফদার বলেন, ‘দুর্ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবার থেকে অভিযোগ পেলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।’
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ট্রাকচালক অদক্ষ হওয়ায় হয়তো এমন ঘটনা ঘটেছে।’
সাংবাদিক মো. ফজলে রাব্বি বলেন, `আমরা পেশাগত দায়িত্ব থেকে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। এ মামলা হয়রানিমূলক এবং সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা। অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
৬ মিনিট আগে৫ মিনিট ২১ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শনিবার রাত ৯টার দিকে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে ভ্যানের ওপর শোয়া রুপলাল ও প্রদীপ লাল। ভ্যানটির তিন দিকে পুলিশ সদস্য। পুলিশ সদস্যরা হাত তুলে বাঁশিতে ফু দিয়ে লোকজনকে নিবৃত্ত করার চেষ্টা করছে। এতেই হৈ-চৈ বেড়ে যায়। পুলিশের সামনেই রুপলাল-প্রদীপকে মারধর শুর
১৩ মিনিট আগেপানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সকালে ৬টায় পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২২ মিটার, যা ছিল বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। সকাল ৯টার দিকে কিছুটা কমে তা এসে দাঁড়ায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। বিপৎসীমা অতিক্রম করায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে।
৩৭ মিনিট আগেসরেজমিনে জানা যায়, থানচিতে মোট চারটি গণশৌচাগার রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত দুটি শৌচাগার ব্যবসায়ীরা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। একটি শৌচাগার বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে এবং আরেকটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।
৪০ মিনিট আগে