Ajker Patrika

জঙ্গি হামলার আশঙ্কায় থানায় সিলেট আ. লীগ নেতার জিডি

নিজস্ব প্রতিবেদক, সিলেট
জঙ্গি হামলার আশঙ্কায় থানায় সিলেট আ. লীগ নেতার জিডি

জঙ্গি হামলার হুমকিতে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা ও দায়রা জজ প্রথম আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার। আজ বুধবার (৯ নভেম্বর) এসএমপির কোতোয়ালি মডেল থানায় জিডি করেন তিনি।

জিডির বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, ‘জঙ্গি হামলার আশঙ্কায় অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার একটি সাধারণ ডায়েরি করেছেন।’

জিডির বরাত দিয়ে ওসি জানান, গত সোমবার (৭ নভেম্বর) একটি পত্রিকার সংবাদে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য সিলেট সরকারি কলেজের স্নাতক (সম্মান) ছাত্র ও বিয়ানীবাজার থানার বৈরাগীবাজারের বাসিন্দা সেজাদুল ইসলাম সাহাব আনিস জঙ্গিরা যাকে ইসা নামে চেনে তাঁকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। আদালতের কাছে দেওয়া তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি তাঁর ওপর হামলার ছক এঁকেছেন। মিশন সম্পন্ন করতে ছুরিও কিনে রেখেছেন।

ওসি আরও জানান, জবানবন্দিতে তিনি জানান ২০২০ সালে সিলেট এমসি কলেজে ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবন্ধ গণধর্ষণের ঘটনা ঘটে। জঙ্গি ইসার ভাষ্য ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তি হয়নি। তাঁর (আসামি) বিশ্বাস রনজিত সরকারের কারণে অপরাধীরা পার পেয়েছেন।

এ বিষয়ে অ্যাড. রনজিত চন্দ্র সরকার বলেন, ‘আমার সন্দেহ হচ্ছে জঙ্গি সংগঠনসহ আমার যে কোনো প্রতিপক্ষ আমার জীবননাশসহ যে কোনো ক্ষতি সাধন করতে পারে। তাই আমার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা ও পরামর্শ করে ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে থানায় সাধারণ ডায়েরি করেছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত