Ajker Patrika

চবিতে যৌন নিপীড়নের প্রতিবাদে শাবিপ্রবিতে মানববন্ধন

শাবিপ্রবি প্রতিনিধি
চবিতে যৌন নিপীড়নের প্রতিবাদে শাবিপ্রবিতে মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। 

আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এতে চবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ৪ দফা দাবির সঙ্গে সংহতি জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। একই সঙ্গে ক্যাম্পাসসহ সারা দেশে নারীদের নিরাপত্তার জন্য রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। 

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের শিক্ষার্থী সামিরা ফারজানা বলেন, ‘যৌন নিপীড়নের শিকার হওয়ার পরেও মেয়েদের যখন বলা হয়-রাতে তোমরা বের হলে কেন? এ রকম পোশাক পরেছ কেন? এ রকম প্রশ্ন করে ভুক্তভোগীদের দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর এ রকম ঘটনা একটি দিক থেকেই ঘটছে। বিশ্ববিদ্যালয়ের গেস্টরুম নির্যাতন, র‍্যাগের সংস্কৃতি একটি পক্ষ থেকেই হয়ে থাকে। আর এতে ক্ষমতাসীন ছাত্রসংগঠন জড়িত থাকে।’ 

সামিরা আরও বলেন, ‘বহিষ্কারই চূড়ান্ত সমাধান না। আমরা চাই দোষীদের রাষ্ট্রীয়ভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যাতে ক্যাম্পাসে কিংবা দেশের যে কোনো জায়গা নারীদেরকে যৌন নির্যাতনের সাহস কেউ না করতে পারে।’ 
 
বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী উমর ফারুক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে যৌন নির্যাতনের ঘটনার বিষয়টি আমরা জানতে পেরেছি। কিন্তু এমন অনেক ঘটনা আছে যেগুলো ধামাচাপা দেওয়া হচ্ছে। চবিতে যে ঘটনা ঘটেছে সেটিও ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে।’ 

উমর ফারুক আরও বলেন, ‘প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়েই যৌন নিপীড়ন বিরোধী সেল আছে। কিন্তু সেগুলোর কোনো কার্যকারিতা লক্ষ্য করা যাচ্ছে না। আমাদের বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেলেও অকার্যকর। বিগত সময়ে যেসব অভিযোগ দেওয়া হয়েছে, সেগুলো তারা এখনো বাস্তবায়ন করতে পারেনি। আমাদের দাবি বিশ্ববিদ্যালয়ের এই শাখা কার্যকরী ভূমিকা রাখবে। নয়তো আমাদের বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেলের দায়িত্বে যারা আছে, তাঁদের পদত্যাগের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নামবে।’ 

প্রসঙ্গত, গত ১৭ জুলাই রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হতাশার মোড় থেকে বোটানিক্যাল গার্ডেন এলাকায় নিয়ে এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। পাঁচজন ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে বলেও অভিযোগ করা হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রীদেরকে রাত ১০টার আগে আবাসিক হলে প্রবেশের নির্দেশ প্রদান করেন। প্রশাসনের এই নির্দেশের পর ছাত্রীরা তা প্রত্যাহার করে চার দফা দাবিতে আন্দোলনে নামে। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এর মধ্যে চবির দুই শিক্ষার্থী থাকায় তাদের আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত