Ajker Patrika

ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আ.লীগ সরকারের বিকল্প নেই: প্রবাসীকল্যাণ মন্ত্রী

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আ.লীগ সরকারের বিকল্প নেই: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, দেশের সার্বিক উন্নয়ন ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। 

আজ শনিবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। 

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্য উন্নয়ন হয়। ধর্মীয় সম্প্রীতি বজায় থাকে। সব ধর্মের উৎসবগুলো সুন্দর ও নিরাপদভাবে সম্পন্ন হয়। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু এ দেশকে স্বাধীন করেছেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে। 

পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অখিল বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র সরকারের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী দুলাল, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং,  কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, সিলেট জেলা পরিষদের সদস্য তামান্না আক্তার হেনা, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান মাস্টার, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবুল মিয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক আলা উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ও রাসেল আহমদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি উমর আলীসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত