Ajker Patrika

হবিগঞ্জে সার্জন ছাড়া অপারেশন করার দায়ে হাসপাতাল মালিককে কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে সার্জন ছাড়া অপারেশন করার দায়ে হাসপাতাল মালিককে কারাদণ্ড

হবিগঞ্জে অ্যানেশথেশিয়া চিকিৎসক ও সার্জন ছাড়া অপারেশন করার দায়ে দ্যা জাপান-বাংলাদেশ নামের একটি বেসরকারি হাসপাতালের মালিক আরিফুল ইসলামকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে হবিগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় অভিযান টের পেয়ে অপারেশন থিয়েটারের সিজারিয়ান রোগী রেখে পালিয়ে যান চিকিৎসকেরা। 

পুলিশ জানায়, একজন রোগীর অভিযোগের প্রেক্ষিতে বুধবার দুপুরে সিভিল সার্জন ডা. নুরুল হক হাসপাতালে গিয়ে দেখতে পান অপারেশন থিয়েটারে সিজার চলছে। তবে কোনো অ্যানেশথেশিয়া চিকিৎসক ও বিশেষজ্ঞ সার্জন নেই। এরপর তিনি বিষয়টি জেলা প্রশাসনকে অবগত করলে ভ্রাম্যমাণ আদালত হাসপাতালে অভিযান চালায়। 

ভ্রাম্যমাণ আদালত দেখে অপারেশন থিয়েটারে সিজারিয়ান রোগী রেখে পালিয়ে যান চিকিৎসক ডা. কাসমিরা জাহান ও ডা. জাহিদুর রহমান। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা পাল হাসপাতালের মালিক আরিফুল হককে ৬ মাসের কারাদণ্ড দেন। পরে দণ্ডপ্রাপ্ত আরিফুল ইসলামকে কারাগারে পাঠানো হয়। 

এ বিষয়ে সিভিল সার্জন ডা. নুরুল হক আজকের পত্রিকাকে জানান, হাসপাতালের নিজস্ব কোনো চিকিৎসক ও নার্স নেই। এ ছাড়া লাইসেন্সও নবায়ন করা হয়নি। এতে সিভিল সার্জন বাদী হয়ে হাসপাতালের মালিক ও কর্মকর্তাদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করেছেন। পলাতক চিকিৎসকের বিরুদ্ধে তদন্তপূর্বক করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত