Ajker Patrika

মৌলভীবাজারে সালিসে সংঘর্ষ, যুবক নিহত

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ২৬
মৌলভীবাজারে সালিসে সংঘর্ষ, যুবক নিহত

মৌলভীবাজার সদর উপজেলায় সালিস চলাকালে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শহরতলির হিলালপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম পারভেজ আহমেদ (৩০)। তিনি ওই এলাকার ছঈদ উল্লার ছেলে। 

স্থানীয়রা জানান, স্থানীয় তারা মিয়ার বাড়িতে এক নারীর দ্বিতীয় বিবাহসংক্রান্ত বিষয়ে পারভেজ আহমদের সঙ্গে একই এলাকার সামাদ মিয়া ও তাঁর সহযোগীদের সালিস বসে। সালিস চলাকালে একপর্যায়ে সুফিয়ান মিয়া, আজাদ মিয়া, রিপন মিয়া, শিপন মিয়াসহ অন্যরা এলোপাতাড়ি হামলা চালান। এতে গুরুতর আহত হন পারভেজ আহমদ, তাঁর বড় ভাই পীর আজাদ, মা কটই বিবি ও ভাতিজা আছাদ মিয়া।

আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে পারভেজসহ অন্যদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাত ৯টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছালে চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। 

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছালে হামলার সঙ্গে জড়িত চাচাতো ভাই আজাদ মিয়াকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত