Ajker Patrika

সাবেক এমপি নুরুল আর নেই

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ১৭
সাবেক এমপি নুরুল আর নেই

সিলেট-২ আসনের (বিশ্বনাথ-দক্ষিণ সুরমা) সাবেক এমপি এবং বাংলাদেশ জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান নুরুল ইসলাম খান (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ মঙ্গলবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত জটিলতায় মারা যান। 

নুরুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভাতিজা ফখরুল ইসলাম খান। তিনি জানান, আজ রাতে পারিবারিক কবরস্থানে নুরুলের মরদেহ দাফন করা হবে। 

ফখরুল আরও জানান, আজ বাদ আসর নগরীর হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে নুরুলের প্রথম জানাজা, বাদ এশা বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসায় দ্বিতীয় জানাজা এবং রাত সাড়ে আটটার দিকে বিশ্বনাথ পৌর এলাকার শ্রীধরপুর গ্রামে তাঁর নিজ বাড়িতে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। 

নুরুল স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি, নাতনিসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। 

১৯৪৬ সালের ১৬ জানুয়ারি বিশ্বনাথ উপজেলার শ্রীধরপুর গ্রামে নুরুল ইসলাম খান জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৩ সালে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ততকালীন বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা নিয়ে গঠিত সিলেট-২ আসনে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীর সহচর ছিলেন এবং জেনারেল ওসমানীর হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া তিনি বিশ্বনাথ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত