Ajker Patrika

পাওনা ৫০ টাকা নিয়ে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 
আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১৯: ৩৬
হবিগঞ্জের নবীগঞ্জে গ্রামের বাসিন্দাদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা হবিগঞ্জের নবীগঞ্জে সংঘর্ষে আহত একজন। ছবি: আজকের পত্রিকা
হবিগঞ্জের নবীগঞ্জে গ্রামের বাসিন্দাদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা হবিগঞ্জের নবীগঞ্জে সংঘর্ষে আহত একজন। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের নবীগঞ্জে পাওনা ৫০ টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে অর্ধশতাধিক লোক আহত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলা সদর ইউনিয়নের কানাইপুর শান্তিনগর এলাকায় এ সংঘর্ষ ঘটে। এতে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৯ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে কানাইপুর শান্তিনগরের বাহার মিয়ার ছেলে রুহুল আমীন একই গ্রামের রুশন মিয়ার ছেলে আলমগীর মিয়ার কাছে রিকশাভাড়ার পাওনা ৫০ টাকা চান। এ নিয়ে উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক লোক আহত হন। খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে গুরুতর আহত রুহুল, তাঁর স্ত্রী জাহান্নাতুল বেগম, জাহাঙ্গীর মিয়ার স্ত্রী তাহমিনা বেগম, লালা মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া, মন্নাফ মিয়ার ছেলে ইকবাল মিয়া, রুশন মিয়ার ছেলে সিতন মিয়া, বারিক মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া এবং শাহান উল্লার স্ত্রী সুফিয়া বেগম ও ছেলে উমর আলীকে সিলেটে পাঠানো হয়। অপর আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হবিগঞ্জের নবীগঞ্জে গ্রামের বাসিন্দাদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা হবিগঞ্জের নবীগঞ্জে সংঘর্ষে আহত একজন। ছবি: আজকের পত্রিকা
হবিগঞ্জের নবীগঞ্জে গ্রামের বাসিন্দাদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা হবিগঞ্জের নবীগঞ্জে সংঘর্ষে আহত একজন। ছবি: আজকের পত্রিকা

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কী কারণে সংঘর্ষের সূত্রপাত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত