সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সচিব মোহাম্মদ সাদিকের পক্ষে সরকারি কর্মকর্তারা প্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ। আজ রোববার দুপুরে সুনামগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।
আজ রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা হয়। সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাসহ নির্বাচনসংশ্লিষ্ট সব পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। সভায় নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান উপস্থিত ছিলেন।
সভা থেকে বেরিয়ে ফজলুর রহমান মিসবাহ সাংবাদিকদের বলেন, ‘আমি নির্বাচন কমিশনারের কাছে আমার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ড. মোহাম্মদ সাদিকের সামনেই বলেছি, ওনার পক্ষে সিলেট ও সুনামগঞ্জের কিছু সরকারি চাকরিজীবী প্রচার চালাচ্ছেন। নির্বাচনে সরকারি কর্মকর্তারা প্রচারণা চালাতে পারবেন না, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। আমি নির্বাচন কমিশনারকে বলেছি, যাঁরা এমন কাজ করছেন তাঁদের নাম-পদবি আমি জানি।’
জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, ‘আমার অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনার প্রয়োজনীয় তথ্যপ্রমাণ দিতে বলেছেন। আমি সেগুলো নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তাকে দেব।’
তবে এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি সাবেক সচিব ও সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ সাদিক।
সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সচিব মোহাম্মদ সাদিকের পক্ষে সরকারি কর্মকর্তারা প্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ। আজ রোববার দুপুরে সুনামগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।
আজ রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা হয়। সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাসহ নির্বাচনসংশ্লিষ্ট সব পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। সভায় নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান উপস্থিত ছিলেন।
সভা থেকে বেরিয়ে ফজলুর রহমান মিসবাহ সাংবাদিকদের বলেন, ‘আমি নির্বাচন কমিশনারের কাছে আমার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ড. মোহাম্মদ সাদিকের সামনেই বলেছি, ওনার পক্ষে সিলেট ও সুনামগঞ্জের কিছু সরকারি চাকরিজীবী প্রচার চালাচ্ছেন। নির্বাচনে সরকারি কর্মকর্তারা প্রচারণা চালাতে পারবেন না, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। আমি নির্বাচন কমিশনারকে বলেছি, যাঁরা এমন কাজ করছেন তাঁদের নাম-পদবি আমি জানি।’
জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, ‘আমার অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনার প্রয়োজনীয় তথ্যপ্রমাণ দিতে বলেছেন। আমি সেগুলো নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তাকে দেব।’
তবে এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি সাবেক সচিব ও সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ সাদিক।
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সিএনজি চালককে সহযোগী করে যাত্রীর কাছ থেকে নগদ, মোবাইল ও বিকাশের মাধ্যমে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত একটি সংঘবদ্ধ চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-তেজগাঁও বিভাগ। আজ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
২২ মিনিট আগে‘আমরা আগামীকাল বা পরশুর মধ্যে নতুন প্ল্যান নেওয়ার চেষ্টা করছি। আশা করছি, অল্প কয়েক দিনের মধ্যে আগের অবস্থায় ফিরে আসবে। আমরা আগে অ্যাসেসমেন্ট করে নিই, তারপরে আশা করছি, দ্রুত আগের অবস্থায় ফিরে আসবে।’
৩৪ মিনিট আগেরাজধানীর ব্যস্ত সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আজ বৃহস্পতিবার দিনভর থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ ও দুই পক্ষের মিলিয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশকে একাধিক সাউন্ড গ্রেনেড ও টিয়ার...
৪০ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রশিবির জাবি শাখা। এতে সহসভাপতি (ভিপি) পদে মনোনীত করা হয়েছে ফার্মেসি বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আরিফুল্লাহ আদিবকে এবং সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে মনোনীত করা হয়েছে ইংরেজি
২ ঘণ্টা আগে