Ajker Patrika

বাংলাদেশ আর কোনো দিন ভারতের দাস হবে না: মামুনুল হক

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
বাংলাদেশ আর কোনো দিন ভারতের দাস হবে না: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, ‘ভারত এত দিন এ দেশের মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। শুধু তাদের আর আওয়ামী লীগের স্বার্থের কথা ভেবেছে; এ দেশের মানুষের কথা ভাবেনি। তাই এ দেশের মানুষ তাদের শিক্ষা দিয়েছে। বাংলাদেশ আর কোনো দিন ভারতের দাসে পরিণত হবে না।’

আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর পয়েন্টে খেলাফত মজলিশ আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ, আহত এবং বন্যা দুর্গতদের জন্য দোয়া ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন।

দলটির মহাসচিব মামুনুল হক বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী দেশ হিসেবে বন্ধুত্বের মতো দেখতে চাই। যদি বন্ধু দেশ হিসেবে বন্ধুত্বের মতো আচরণ করতে পারে, তাহলে আমরা স্বাগত জানাই। আর যদি আমার দেশের কোনো অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে আসে, সেই নাক কেটে ফেলব।’

মামুনুল হক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেন, ‘বাহাত্তরের সংবিধান, এটি এ দেশের সাধারণ মানুষের সংবিধান নয়। এটি ছিল ভারতের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া গোলামির সংবিধান। স্বাধীন দেশে আর গোলামির সংবিধান চলবে না। এ দেশের মানুষ এখন সংস্কার চায়। দেশের অধিকাংশ মানুষের ইচ্ছা ও অভিপ্রায়ের ভিত্তিতে সংবিধান চাই।’

সব ধরনের বৈষম্য দূর করে সব রাজনৈতিক দলকে রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে উঠে দেশপ্রেমকে ধারণ করে বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণের আহ্বান জানান মামুনুল হক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত