Ajker Patrika

শেখ হাসিনার মাধ্যমে আয় বেড়েছে, তাই মানুষ সাহায্য করে: পরিকল্পনামন্ত্রী

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০২ জুলাই ২০২২, ১৫: ৪৪
শেখ হাসিনার মাধ্যমে আয় বেড়েছে, তাই মানুষ সাহায্য করে: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বন্যায় এলাকার মানুষ যেভাবে সাহায্য করেছে, এর আগে কখনো এভাবে সাহায্য করতে দেখিনি। এখন এলাকার মানুষ সাহায্য করে বেশি। কারণ মানুষের আয় বেড়েছে। আর এ আয় শেখ হাসিনার মাধ্যমে বেড়েছে।’

আজ শনিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা গত ১০-১২ বছরে আওয়ামী লীগ সরকারের মাধ্যমে দেশে পরিবর্তন এনেছেন। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন। মানুষের আয় বেড়েছে। রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে। এ দেশে রাজাকারের দিন শেষ। কিন্তু রাজাকারের বিচার হবে। আর সকল ধর্মের লোক মিলেমিশে এক সাথে বসবাস করবে। তবে কাউকে অনাহারে থাকতে দেবে না আওয়ামী লীগ সরকার। সে যেই হোক, তাকে সহায়তা দেওয়া হবে।’ 

মন্ত্রী আরও বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় আমাদের সরকারের মহাপরিকল্পনা রয়েছে। এর মধ্যে বন্যার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে সুনামগঞ্জের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে গেছেন। সরকারের মানবিক সহায়তা অব্যাহত থাকবে। ধৈর্যের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’ 

পরে পরিকল্পনামন্ত্রী রানীগঞ্জ উচ্চবিদ্যালয়ের আশ্রয়কেন্দ্র এবং কুশিয়ারা নদীতে নির্মাণাধীন সেতুর কাজ পরিদর্শন করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত