Ajker Patrika

লাউয়াছড়ার বনাঞ্চল থেকে শাড়ি ও কঙ্কাল উদ্ধার

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৩: ২৫
লাউয়াছড়ার বনাঞ্চল থেকে শাড়ি ও কঙ্কাল উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের স্টুডেন্ট ডরমিটরির বনায়নের জঙ্গল থেকে মাথার খুলি ও কয়েকটি হাড় উদ্ধার করেছে কমলগঞ্জ থানা-পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় বন বিভাগের সংরক্ষিত বনায়নের জঙ্গল থেকে এসব উদ্ধার করা হয়।

এ ছাড়া গাছে ঝুলন্ত একটি শাড়িও উদ্ধার করা হয়েছে। শাড়ি দেখে কঙ্কালটি মাধবপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আসিদ আলির ছোট বোন হাজেরা বিবি ওরফে কুঠিলের (৪৮) কঙ্কাল বলে দাবি করেছেন হাজেরার ছেলে সোহেল মিয়া। হাজেরা প্রায় ৫ মাস ২৬ দিন আগে নিখোঁজ হন। তিনি কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের লংগুরপাড় এলাকার মানিক মিয়ার স্ত্রী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ফুলবাড়ি চা-বাগানে চা শ্রমিক বনো বাউরী ও তাঁর স্ত্রী জঙ্গলে ছন কাটতে গিয়ে দেখতে পান একটি গাছে শাড়ি ঝোলানো। এ সময় আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে শাড়ির নিচে মাটিতে দেখতে পান একটি মাথার খুলি ও কয়েকটি হাড় পড়ে আছে। বিষয়টি কমলগঞ্জ থানা-পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে শাড়ি, মাথার খুলি ও হাড় উদ্ধার করা হয়। 

হাজেরা বিবির বড় ভাই ও মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আসিদ আলি বলেন, ‘শাড়ি দেখে আমার ভাগনে সোহেল বলেছে, এটি তাঁর মায়ের শাড়ি।’

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, ‘ঘটনাস্থলে মাথার খুলি ও কয়েকটি হাড় উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। হাড়গুলো ডিএনএ টেস্ট করার জন্য আমরা পাঠানোর ব্যবস্থা করছি। ডিএনএ টেস্ট করার পর বোঝা যাবে, এটি হাজেরা বিবির কঙ্কাল কি না?

উল্লেখ্য, মাধবপুর ইউনিয়নের লংগুরপাড় এলাকার মানিকের স্ত্রী হাজেরা বিবি ওরফে কুঠিল (৪৮) নামের এক গৃহবধূ প্রায় ৫ মাস ২৬ দিন আগে নিখোঁজ হন। তিনি ভাইয়ের বাড়ি থেকে রাতের খাবার শেষে নিজ বাড়িতে ফেরার পথে নিখোঁজ হয়েছিলেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়ে কোনো সন্ধান না পাওয়ায় গত ৩০ জুলাই বিকেলে ওই নারীর ভাই মো. আসিদ আলি কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত